Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২২ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ১৪ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২২ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ১৪ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানের কান্দাহার প্রদেশ হতে আঙ্গুর রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ


    আফগানিস্তানের কান্দাহার প্রদেশ হতে আঙ্গুর রপ্তানি বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে ইমারতে ইসলামিয়ার কান্দাহার কৃষি বিভাগের মুখপাত্র মুহাম্মদ হানিফ হাকমল হাফিযাহুল্লাহ জানান, চলতি বছর কান্দাহার প্রদেশ থেকে ৪২,২২৪ টন আঙ্গুর বিদেশের বাজারে রপ্তানি হয়েছে।

    বিগত বছর এই রপ্তানির পরিমাণ ছিল ২৩,৩৬৪ মেট্রিক টন। অর্থাৎ বিগত বছরের তুলনায় এই বছরে রপ্তানির পরিমাণ ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ রপ্তানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ইরাকে পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

    ইমারতে ইসলামিয়ার কৃষি বিভাগ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর মধ্যে কার্যকর সমন্বয় এবং দেশের ব্যবসায়ীগণের আর্থিক অংশগ্রহণ- এই সাফল্যের পেছনে মূলকারণ বলে তিনি মন্তব্য করেছেন।


    তথ্যসূত্র:
    1. Grape Exports from Kandahar Surge by 44% This Year
    https://tinyurl.com/yytr9fnd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    হে দয়াময় আল্লাহ! পৃথিবীর যেখানে যেখানে আপনার আইনে শাসন চলে, সেখানের মাটি বারাকাহ দিয়ে ভরপুর করে দিন! এবং মৌসুমি বালা-মুসিবত থেকে হিফাজত করুন। আমীন

    Comment


    • #3
      আফগানিস্তানের পাঞ্জশীর প্রদেশে ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পারান্দে জলবিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন


      ১৩ নভেম্বর আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে অবস্থিত পারান্দে জলবিদ্যুৎ কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার হাফিযাহুল্লাহ। ৪০০০ কিলোওয়াট বা ৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ প্লান্ট স্থাপনে ব্যয় হয়েছে ৭৬ লক্ষ মার্কিন ডলার।

      অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় মোল্লা বারাদার হাফিযাহুল্লাহ বলেন, শিল্পোন্নয়নের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানজুড়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নদী, বায়ু ও সৌরশক্তি অত্যন্ত সম্ভাবনাময় উৎস।
      তিনি আরও বলেন, দেশের শিল্প,কৃষি, পরিবহন, বাণিজ্য এবং অন্যান্য খাতে স্বনির্ভরতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে ইমারতে ইসলামিয়া সরকার। এটি কোনও স্লোগান নয়, বরং একটি বাস্তব পরিকল্পনা।

      দেশীয় শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ জন্য তিনি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান, এক্ষেত্রে সব ধরনের সহায়তা ও সুযোগ-সুবিধা প্রদানের ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন।

      স্থানীয়দের বিদ্যুৎ চাহিদা পূরণে পারান্দে জলবিদ্যুৎ কেন্দ্র উল্লেখযোগ্যভাবে অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/2x5pxwju
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগান কৃষিপণ্য পরিবহনে উজবেকিস্তানের সঙ্গে চুক্তি সম্পন্ন



        পাকিস্তান বারবার সীমান্ত বন্ধ করে আফগান ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিকল্প বাণিজ্যপথ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার উজবেকিস্তানের আকাশপথ ব্যবহার করে আফগান কৃষিপণ্য পরিবহনের জন্য দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

        বলখ প্রদেশের মুখপাত্র হাজী যায়েদ হাফিযাহুল্লাহ জানান, এই চুক্তির আওতায় আফগানিস্তান থেকে তাজা ফলমূল ও সবজি মধ্য ও দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং উজবেকিস্তানের বাজারে রপ্তানি করা হবে।

        তিনি আরও জানান, আফগান ও উজবেক ব্যবসায়ীরা মাংস রপ্তানির ক্ষেত্রেও একটি পৃথক চুক্তিতে পৌঁছেছেন, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

        এদিকে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সম্প্রতি দেশের ব্যবসায়ীদের পাকিস্তানের ওপর নির্ভরশীলতা অমিয়ে বিকল্প বাণিজ্যপথ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে যাতে বাণিজ্যিক স্বনির্ভরতা আরও বৃদ্ধি পায়।

        তথ্যসূত্র:
        1. A memorandum of understanding has been signed to transport Afghan agricultural products via air through Uzbekistan.
        https://tinyurl.com/mr3ccsva
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          মালিতে জান্তা সংশ্লিষ্ট মিলিশিয়াদের উপর মুজাহিদদের হামলা: নিহত ৭



          মালির সিকাসো রাজ্যের লোলোনি শহরের উপকণ্ঠে ডনজো মিলিশিয়াদের বিরুদ্ধে একটি মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা।

          আয-যাল্লাকা মিডিয়ার কর্তৃক গত ১১ নভেম্বর জারি করা এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা মালিতে জান্তাপন্থী মিলিশিয়াদের উপর একটি সফল অভিযান পরিচালনা করেছেন। দেশটির সিকাসো রাজ্যের লোলোনি উপকণ্ঠে মিলিশিয়াদের একটি টহল দল লক্ষ্য করে মুজাহিদিনরা আক্রমণটি পরিচালনা করেছেন। ফলশ্রুতিতে জান্তা সরকারপন্থী ডনজো মিলিশিয়া বাহিনীর ৭ সদস্য নিহত হয় এবং অন্যরা জীবন বাঁচাতে পালিয়ে যায়। এসময় মুজাহিদিনরা ১০টি মোটরসাইকেল, ৭টি রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেন।


          তথ্যসূত্র:
          https://tinyurl.com/yf3d8zea
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment

          Working...
          X