আফগানিস্তানের কান্দাহার প্রদেশ হতে আঙ্গুর রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ

আফগানিস্তানের কান্দাহার প্রদেশ হতে আঙ্গুর রপ্তানি বিগত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এই প্রসঙ্গে ইমারতে ইসলামিয়ার কান্দাহার কৃষি বিভাগের মুখপাত্র মুহাম্মদ হানিফ হাকমল হাফিযাহুল্লাহ জানান, চলতি বছর কান্দাহার প্রদেশ থেকে ৪২,২২৪ টন আঙ্গুর বিদেশের বাজারে রপ্তানি হয়েছে।
বিগত বছর এই রপ্তানির পরিমাণ ছিল ২৩,৩৬৪ মেট্রিক টন। অর্থাৎ বিগত বছরের তুলনায় এই বছরে রপ্তানির পরিমাণ ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ রপ্তানি ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও ইরাকে পরিচালিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ইমারতে ইসলামিয়ার কৃষি বিভাগ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এর মধ্যে কার্যকর সমন্বয় এবং দেশের ব্যবসায়ীগণের আর্থিক অংশগ্রহণ- এই সাফল্যের পেছনে মূলকারণ বলে তিনি মন্তব্য করেছেন।
তথ্যসূত্র:
1. Grape Exports from Kandahar Surge by 44% This Year
– https://tinyurl.com/yytr9fnd



Comment