ইমারতে ইসলামিয়ার জাবুল প্রদেশে আধুনিক পানি সরবরাহ নেটওয়ার্কের কাজ সম্পন্ন

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের গ্রামীণ পুনর্গঠন ও উন্নয়ন মন্ত্রনালয় জাবুল প্রদেশের আরগান্দাব জেলার একটি গ্রামে একটি আধুনিক পানি সরবরাহ নেটওয়ার্ক নির্মাণ করেছে। প্রায় ৬ মিলিয়ন আফগানি ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটির মাধ্যমে ইতোমধ্যে শতাধিক পরিবারের জন্য নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত হয়েছে।
এই প্রকল্পের আওতায় আরগান্দাব জেলার লয় কারেজ গ্রামে ৬০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পরিষ্কার জলাধার, ২৭টি সৌর প্যানেল এবং ১২৩টি পানির ট্যাপ স্থাপন করা হয়েছে। নির্মাণকাজ চলাকালে কয়েক ডজন শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয় এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পর গ্রামটির ১২৩টি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে।
এদিকে, আরগান্দাব জেলার করিজ কালান গ্রামে একই ধরনের আরেকটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এখানে ছয় মিলিয়ন আফগানিরও বেশি ব্যয়ে একটি সেচ নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় তৈরি করা হয়েছে ৬০ ঘনমিটার ধারণক্ষমতার একটি পরিষ্কার জলাধার, ২৭টি সৌর প্যানেল এবং ১২৩টি পানির ট্যাপ। সৌরচালিত এই প্রকল্পগুলো বিশুদ্ধ পানি সরবরাহের টেকসই সমাধান নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.په زابل ولایت کې د اوبو رسولو یوه شبکه ګتې اخیستنې ته وسپارل شوه
– https://tinyurl.com/yf7wscu3









Comment