Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৮ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২০ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৮ জুমাদাল উলা, ১৪৪৭ হিজরি|| ২০ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    ইমারতে ইসলামিয়ার ফারিয়ব প্রদেশে ৭.৭ কিলোমিটার সড়ক ও সেতু উদ্বোধন


    ইমারতে ইসলামিয়া আফগানিস্তান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় সুপরিকল্পিত উন্নয়নের প্রতি জোর দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়ব প্রদেশের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগ শিরিন তাগাব জেলায় একটি ৭.৭ কিলোমিটার দীর্ঘ সড়ক এবং একটি গুরুত্বপূর্ণ সেতুর নির্মাণকাজ সম্পূর্ণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

    প্রকল্প দুটির বাস্তবায়নে মোট ব্যয় হয়েছে ৪৩ লাখ আফগানি (প্রায় ৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার)। নির্মাণকাজ চলাকালীন এলাকার শত শত শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রকল্প সমাপ্তির ফলে শিরিন তাগাব জেলার হাজার হাজার বাসিন্দার দীর্ঘদিনের যাতায়াত সমস্যার স্থায়ী সমাধান হয়েছে।

    উল্লেখ্য যে, গৃহীত প্রকল্পগুলো সুষ্ঠু বাস্তবায়ন প্রক্রিয়ায় দেশের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দেশব্যাপী বড় পরিসরে বাঁধ নির্মাণ, খাল খনন, খনিজ সম্পদ আহরণ, আবাসিক কমপ্লেক্স ও বাণিজ্যিক মার্কেট প্রতিষ্ঠা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার।


    তথ্যসূত্র:
    1. Two development projects completed in Faryab
    https://tinyurl.com/3w2pa2ck
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সুসম্পর্ক গড়ে তোলা ইমারাতে ইসলামিয়ার নীতি: মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ




    পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রতিবেশি ও অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই হল ইমারাতে ইসলামিয়া সরকারের নীতি।

    গত ১৯ নভেম্বর ‘বিনিয়োগ আকর্ষণে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নীতি’ বিষয়ে আয়োজিত একটি গবেষণা সেমিনারে এই মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ।

    তিনি আরও বিস্তারিতভাবে বলেন, যুদ্ধ-সংঘাতের মধ্যে কোনও দেশের জন্য কল্যাণ নিহিত নেই। আলোচনা ও সংলাপের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে চায় ইমারাতে ইসলামিয়া।

    তিনি বলেন, সকল ইস্যু পারস্পরিক সম্মানের ভিত্তিতে সুষ্ঠু ও যৌক্তিক পরিকল্পনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। তাহলে উভয় দেশের নাগরিকগণ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করতে পারবেন। ফলে পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

    ইমারাতে ইসলামিয়ার নীতি সম্পর্কে তিনি আরও বলেন, এই সরকার অন্য কোনও রাষ্ট্রের বিরুদ্ধে অতীতে আগ্রাসন চালায় নি, ভবিষ্যতেও এমনটা করবে না। তবে আফগান ভূখণ্ডে কোন দেশ আগ্রাসন চালালে তা প্রতিহত করা ইমারাতে ইসলামিয়ার ধর্মীয়, জাতীয় ও আন্তর্জাতিক অধিকার।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/mt6psmcp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      গজনি প্রদেশে ৩৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে আজরিস্তান-মালিস্তান সড়ক পুনর্নির্মাণ প্রকল্প শুরু



      ​আফগানিস্তানের গজনি প্রদেশের আজরিস্তান ও মালিস্তান জেলার যোগাযোগ উন্নয়নে প্রায় ৩৪৭ মিলিয়ন আফগানি ব্যয়ে ৩০ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক পুনর্নির্মাণ প্রকল্প শুরু করেছে ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়। প্রকল্পটি ১৬ মাসের মধ্যে সম্পন্ন হবে এবং এতে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

      গজনি গণপূর্ত বিভাগের পরিচালক আবদুল কাদের বিলাল হাফিযাহুল্লাহ জানিয়েছেন, প্রদেশের পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোর মধ্যে এ সড়কটি অন্যতম। দীর্ঘদিন ধরে আজরিস্তান, মালিস্তান, নওর জেলা এবং দায়কুন্দি প্রদেশের বাসিন্দারা শীতকালে চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হন। বিশেষ করে তুষারপাতের সময় জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়ে। সড়কটি সম্পন্ন হলে ওই সব এলাকার মানুষের বহুদিনের দুর্ভোগ লাঘব হবে এবং স্বাস্থ্যসেবা থেকে সাধারণ চলাচল—সব ক্ষেত্রেই গতি ফিরে আসবে।

      প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রধান মোহাম্মদ কাজী নিয়াজী হাফিযাহুল্লাহ জানান, সড়কটি ৩০ কিলোমিটার দীর্ঘ ও ৯ মিটার প্রশস্ত এবং কোটাল-ই-খুন নামক পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে অতিক্রম করেছে।

      স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহু বছর ধরে বিপজ্জনক এই রাস্তা অতিক্রম করতে গিয়ে তাদের নানাবিধ ভোগান্তি পোহাতে হয়েছে। আজরিস্তানের বাসিন্দা মোহাম্মদ নবি বলেন, শীতে পাঁচ থেকে ছয় মাস বরফে ঢাকা থাকে এ পথ, এবং রোগী নিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় জীবনহানির মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এই কারণে অনেক মানুষকে আমরা পথেই হারিয়েছি, তাই এই সড়কের গুরুত্ব আমাদের কাছে অনেক।

      মালিস্তানের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার মুহাক্কিকের মতে, প্রকল্পটি শুধু যোগাযোগ সহজ করবে না, আজরিস্তানের পথও সংক্ষিপ্ত করবে এবং স্থানীয়দের জন্য চলাচলকে দ্রুত ও নিরাপদ করবে।

      আজরিস্তান, মালিস্তান, নওর ও জাগুরি জেলা গজনি শহর থেকে ১০০ থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত। বছরের পর বছর দুর্বল সড়ক অবকাঠামোর কারণে এসব এলাকার বাসিন্দারা সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে রয়েছেন।
      গজনি গণপূর্ত বিভাগ জানিয়েছে, খুব শীঘ্রই জাগুরি ও মালিস্তানের প্রধান সড়ক গুলো পুনর্নির্মাণ করা হবে। এছাড়া আরও কয়েকটি জেলায় রাস্তা সমতলকরণ ও গ্র্যাভেলিং কাজও শুরু করা হবে ইনশাআল্লাহ।


      তথ্যসূত্র:
      1. Road Project Launched to Link Ajristan and Malistan Districts in Ghazni
      https://tinyurl.com/2p4u9nae
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আকাশ প্রতিরক্ষা, সাঁজোয়া ট্যাংক চালনাসহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারতে ইসলামিয়ার ১৫২ জন সেনা



        ইমারতে ইসলামিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত আঞ্চলিক কোরের ১৫২ জন সেনাসদস্য একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ৩ মাসের এই প্রশিক্ষণ কর্মসূচি হযরত আব্দুল্লাহ বিন মাসঊদ রাযিয়াল্লাহু আনহু যৌথ সামরিক প্রশিক্ষণ কমান্ডে অনুষ্ঠিত হয়েছিল। ২০ নভেম্বর ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

        প্রশিক্ষণে সেনাসদস্যবৃন্দ সামরিক ক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জন করেছেন। প্রশিক্ষণের বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত ছিল আকাশ প্রতিরক্ষা, স্নাইপার (M24 Sniper) ব্যবহার, সাঁজোয়া ট্যাংক চালনা, বিদ্রোহ দমন, চিকিৎসা প্রভৃতি।

        সফলভাবে সেনা প্রশিক্ষণ সম্পন্ন করায় একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন সেনাদের সংবর্ধনা প্রদান করা হয়। নতুন সেনাসদস্যদের কেবলমাত্র পেশাদার নির্দিষ্ট জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে উৎসাহিত করেছেন সেনা কর্মকর্তাবৃন্দ। আধুনিক উন্নত অস্ত্রশস্ত্র ও সরঞ্জামাদির ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করতে তাঁরা নতুন সেনাদের তাগিদ দিয়েছেন।

        অপরদিকে দেশের যেকোনো অঞ্চলে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে নিজেদের প্রস্তুতি ব্যক্ত করেছেন নতুন সেনাসদস্যবৃন্দ। প্রশিক্ষণ লাভকারী সেনাদের মধ্যে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/8xmb2rrp
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আলহামদুলিল্লাহ,,, ভাইয়েরা,,, ইমারতের মুজাহিদ ভাইদের গর্জিয়েছ প্রশিক্ষণ ভিডিওগুলো ফোরামে পোস্ট করার আর্জি রইলো। জাযাকুমুল্লাহ খাইরান।
          ولو ارادوا الخروج لاعدواله عدةولکن کره الله انبعاثهم فثبطهم وقیل اقعدوا مع القعدین.

          Comment

          Working...
          X