Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৩রা জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ২৫ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৩রা জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ২৫ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    আফগানিস্তানের বিভিন্ন কারাগার হতে আরও ৩,২০৪ জন বন্দি মুক্তি ও ৪,৩১৭ জনের সাজা হ্রাস



    ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্টের নির্দেশনায় দেশব্যাপী বিভিন্ন কারাগার হতে সর্বমোট ৭,২৫১ জন কারাবন্দির মুক্তি ও সাজার মেয়াদ হ্রাসের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরও ৩,২০৪ জন বন্দিকে ক্ষমা করে মুক্তি দেয়া হয়েছে। এছাড়া ৪,৩১৭ জন কারাবন্দির সাজার মেয়াদ কমানো হয়েছে। ২৫ নভেম্বর ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে এই সংক্রান্ত সিদ্ধান্ত প্রকাশ হয়েছে।

    সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি’র নির্দেশনা ও কারাগারসমূহে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষণ কমিটির যাচাই-বাছাইয়ের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

    গত ৩১ আগস্ট ২০২৫ সুপ্রিম কোর্টের পরিচালনা পরিষদের অধীনে সারাদেশে বিভিন্ন কারাগারে কারাবন্দিদের পর্যবেক্ষণের লক্ষ্যে বিশেষ কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিগুলোতে প্রধান হিসেবে রয়েছেন প্রতিটি প্রদেশের আপিল আদালতের প্রধান অথবা ক্রিমিনাল ডিভিশনের প্রধান। এর সদস্যসমূহের মধ্যে রয়েছেন সংশ্লিষ্ট আদালতের জজ, প্রাদেশিক পুলিশ কমান্ড, গভর্নর দপ্তর ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধি।

    সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী দেশের প্রতিটি কারাগারে সামগ্রিক মূল্যায়ন পরিচালনা করেছে দায়িত্বপ্রাপ্ত কমিটিসমূহ। মূল্যায়ন পরবর্তী প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়া হলে উক্ত সিদ্ধান্ত কার্যকর করে ইমারাতে ইসলামিয়ার সুপ্রিম কোর্ট।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3faafnz5

    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    হেলমন্দ প্রদেশের কাজাকি বাঁধ পুনর্নির্মাণের কাজ ৯৫ শতাংশ সম্পন্ন



    সেচ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কৃষির উৎপাদন বাড়াতে যুগান্তকারী সব পদক্ষেপ গ্রহণ করছে ইমারাতে ইসলামিয়া সরকার। সম্প্রতি দেশটির বিভিন্ন প্রদেশে বৃষ্টি ও বন্যার পানি নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে বিপুল পরিমান বাঁধ নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। বিদ্যুৎ ও পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে হেলমন্দ প্রদেশের কাজাকি বাঁধ পুনর্নির্মাণের কাজ ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে।

    কার্যকর পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, পানি ধারণ ক্ষমতা এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে বাঁধটি পুনর্নির্মাণের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

    কাজাকি বাঁধের কাজ শেষ হলে এর পানি ধারণ ক্ষমতা ১ বিলিয়ন ঘনমিটার থেকে ২.২ বিলিয়ন ঘনমিটারে বৃদ্ধি পাবে। পাশাপাশি বাঁধটিতে জল বিদ্যুৎ উৎপাদন প্লান্ট স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে ১৫১ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

    বাঁধটি পুনর্নির্মাণের ফলে ২.৭৬ লক্ষ হেক্টর কৃষি জমি সেচের আওতায় আসবে। পাশাপাশি উক্ত এলাকার কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিসহ হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখবে প্রকল্পটি।

    তথ্যসূত্র:
    1. د اوبو او انرژۍ وزارت وايي چې د کجکي بند د وروستي فاز د رغولو چارې ۹۵ سلنه بشپړې شوې دي.
    https://tinyurl.com/367hhctp
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইমারাতে ইসলামিয়ার শাসনামলে সকল জাতীয় সিদ্ধান্ত বিদেশি প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে নেওয়া হয়েছে: শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী


      ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রতিটি জাতীয় সিদ্ধান্ত বিদেশি শক্তির প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে নেওয়া হয়েছে, যার ফলাফল এখন সবার সামনেই দৃশ্যমান।

      গত ২৪ নভেম্বর কাবুলে একটি শুকনো ফলের মার্কেট উদ্বোধনকালে এই মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মৌলভী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ।

      তিনি বিগত প্রশাসনের অবস্থা তুলে ধরে বলেন, ইতোপূর্বে ট্যারিফ কমিটিতে যারা থাকত তারা বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত ছিল। দেশের জন্য স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়ার মত সাহস তাদের ছিল না। ফলে তখন আফগান দেশীপণ্য সমর্থন পেত না।

      সেই সময়কার পরিস্থিতি বর্ণনা করে তিনি আরও বলেন, সেই সময় কোনও নিয়ম-নীতি ছাড়াই পার্শ্ববর্তী কিছু দেশের জন্য আফগানিস্তান একটি খোলা বাজারে পরিণত হয়েছিল। তারা তাদের দেশে তৈরি পণ্য আফগানিস্তানে এনে বিনা বাধায় বিক্রয় করত। এখানে ভাল-খারাপ সব ধরনের পণ্যই কোন পার্থক্য করা ছাড়াই বিক্রয় করা যেত।

      অথচ অন্যান্য প্রতিবেশী দেশ এমনকি পৃথিবীর কোথাও এই পণ্যগুলো বিক্রয়ের সুযোগ ছিল না। এমনকি তাদের নিজ দেশেও এই পণ্যগুলো বিক্রয় করতে পারত না। এটাই ছিল মালিকানাবিহীন আফগানিস্তানের বাস্তবতা।

      তিনি জোরালোভাবে জানান, ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের নিয়ম বহির্ভূত পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। কিন্তু এই সিদ্ধান্ত ঐ দেশগুলোর জন্য অসহনীয় হয়ে উঠেছে, কারণ তারা তাদের স্বার্থপন্থী একটি বাজার হারিয়েছে।

      উল্লেখ্য যে, ক্ষমতায় আসার পর দেশীপণ্য ও আমদানিকৃত পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণে বিধিমালা আরোপ করেছে ইমারাতে ইসলামিয়া প্রশাসন।

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/57nu2272
      2. https://tinyurl.com/44xbzuky
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানিস্তানে আবারও পাকিস্তানি বাহিনীর বোমা হামলা, ৯ শিশু ও ১ নারী শহীদ



        আফগানিস্তানে আবারও বোমা হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। খোস্ত প্রদেশের গরবুজ জেলায় মুঘলগে অঞ্চলে গত ২৪ নভেম্বর দিবাগত রাত প্রায় ১২টায় এই ঘটনা সংঘটিত হয়।

        ওয়ালিয়াত খান (পিতা: কাজী মীর) নামক এক বাসিন্দার বাড়িতে হামলাটি ঘটে। এতে ৯ জন শিশু ও ১ জন মহিলা শহীদ হয়েছেন। এছাড়া বোমার আঘাতে বাড়িটি ধ্বংস হয়ে গেছে।

        ২৫ নভেম্বর অফিসিয়াল এক্স পোস্টের বার্তায় তথ্যটি নিশ্চিত করেছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

        এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশেও বোমা হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে ৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাশাপাশি ২টি আবাসিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/bdh7ahym
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগান স্বর্ণ খনিতে বিনিয়োগে বিদেশি কোম্পানিসমূহের জন্য ৫ বছরের কর ছাড়ের ঘোষণা



          স্বর্ণের খনিসহ নতুন নতুন খাতে বিনিয়োগকারী সংস্থাসমূহের জন্য ৫ বছরের কর ছাড়ের ঘোষণা জানিয়েছে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী মৌলভী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তিনি এই উদ্যোগের কথা তুলে ধরেন।

          ২৪ নভেম্বর ভারতে এসোসিয়েটেড চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি- কর্তৃক আয়োজিত ইন্টারেক্টিভ সেশনে তিনি এই ঘোষণা জানান।

          আফগানিস্তানে বিনিয়োগে ব্যাপক সম্ভাবনার কথা তিনি ভারতীয় ব্যবসায়ীদের সামনে উপস্থাপন করেন। তিনি আশ্বস্ত করেন, আফগানিস্তানে বিদেশি ব্যবসায়ীরা খুব বেশি প্রতিযোগিতার সম্মুখীন হবেন না।

          তিনি বিনিয়োগকারীদের প্রতি ইমারাতে ইসলামিয়ার সুবিধাসমূহ উল্লেখ করে বলেন, আফগানিস্তানে আপনারা শুল্ক সুবিধা পাবেন, আমরা জমি দিতে পারি। নতুন খাতে বিনিয়োগ করতে ইচ্ছুক কোম্পানিগুলোর জন্য পাঁচ বছরের কর ছাড় দেওয়া হবে। বিনিয়োগ প্রকল্পগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতি আমদানির উপর ভারতীয় সংস্থাসমূহকে কেবল ১% শুল্ক আদায় করতে হবে।

          সোনার খনি প্রসঙ্গে তিনি বলেন, আফগানিস্তান প্রযুক্তিগতভাবে দক্ষ ও পেশাদার কোম্পানি খুঁজছে। খনিগুলোতে গবেষণা ও অনুসন্ধান পরিচালনা করতে দক্ষ টিম পাঠানোর জন্য আপনাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। এরপর তারা কার্যক্রম শুরু করতে পারবে।

          তবে তিনি শর্ত উল্লেখ করে বলেন, এই প্রক্রিয়াগুলোর দ্বারা যেন স্থানীয় বাসিন্দাগণ কর্মসংস্থান লাভের মাধ্যমে উপকৃত হয়।

          ভিসা প্রক্রিয়া, বিমান করিডোর ও ব্যাংকিং চ্যানেলসহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে এমন ছোটখাটো সমস্যা সমাধানের করতে ভারতের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী আজিজি হাফিযাহুল্লাহ।

          তথ্যসূত্র:
          1. Afghanistan offers five-year tax exemption to Indian gold mining investors
          https://tinyurl.com/27hvxhfs
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আল্লাহ তায়ালা আমাদের ইমারাহকে এভাবেই এগ্রিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ

            Comment

            Working...
            X