Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৪ঠা জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ২৬ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৪ঠা জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ২৬ নভেম্বর, ২০২৫ ঈসায়ী

    নিরাপত্তা জোরদারে আফগানিস্তানের কাপিসা প্রদেশে আরও কয়েক ডজন সিকিউরিটি ক্যামেরা স্থাপন


    আফগানিস্তানের কাপিসা প্রদেশের মাহমুদ রাকি, হেসা আওয়াল ও হেসা দো জেলায় কয়েক ডজন সিকিউরিটি ক্যামেরা স্থাপন করেছে সংশ্লিষ্ট সিকিউরিটি কমান্ডারশিপ। এতে ব্যয় হয়েছে ২০ মিলিয়ন আফগানি। ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স বার্তায় গত ২৫ নভেম্বর এই তথ্য জানানো হয়েছে।

    এই প্রসঙ্গে সামরিক বিভাগের উপপ্রধান আজিজুর রহমান সালাহউদ্দিন হাফিযাহুল্লাহ বলেন, আধুনিক প্রযুক্তির সাথে সমন্বয় রেখে উক্ত সিকিউরিটি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে এবং অপরাধ দমনে নিরাপত্তা বাহিনীর জন্য সহায়ক হবে।

    অপরাধ নিয়ন্ত্রণে এই সব ক্যামেরা অত্যন্ত কার্যকরী বলে তুলে ধরেছেন কাপিসা প্রদেশের সিকিউরিটি কমান্ডের কর্মকর্তাবৃন্দ। জনগণের জান-মালের নিরাপত্তার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তারা বর্ণনা করেছেন।




    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/4d39jw94
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ছয় মাসে নারী অধিকার সংক্রান্ত ৩,৪১৩ মামলা নিষ্পত্তি করেছে ইমারাতে ইসলামিয়া



    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে নারীর অধিকারসংক্রান্ত মোট ৩,৪১৩ টি মামলা পরিচালনা ও নিষ্পত্তি করা হয়েছে।

    প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সময়ে ১,০৩৫ নারীকে তাদের ন্যায্য উত্তরাধিকার ফিরিয়ে দেয়া হয়েছে, ১,৫৪৫ নারীকে পারিবারিক সহিংসতা থেকে উদ্ধার করা হয়েছে এবং ৮৩৩ জন নারীর জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করা হয়েছে।

    প্রতিবেদনে আরও জানানো হয় যে, নারীরা যেন প্রয়োজনীয় আইনি সহায়তা পেতে পারে—এ লক্ষ্যে ১,৩৫৬ নারীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। শুধুমাত্র চলতি মাসেই কাবুলসহ বিভিন্ন প্রদেশে ২৫৬টি নারী অধিকার সংক্রান্ত মামলার আনুষ্ঠানিক নিষ্পত্তি করা হয়েছে।

    উল্লেখ্য যে, বিগত প্রায় ৪ বছরে ৭ হাজারেরও অধিক জোরপূর্বক বিবাহ প্রতিরোধ করেছে ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় বাজারদর নিয়ন্ত্রণ, অর্থনৈতিক শোষণ মোকাবেলা ও ব্যবসায় ন্যায়নীতির চর্চা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করছে উক্ত মন্ত্রণালয়।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/yfdmnnnk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনে অংশ নিতে তুরস্কে পৌঁছেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী


      ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী নূরুদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গত ২৫ নভেম্বর রাষ্ট্রীয় সফরে তুরস্কে পৌঁছেছেন। সফরকালে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন।

      এছাড়া আফগানিস্তানে বিনিয়োগে সুযোগ-সুবিধা উপস্থাপন করার উদ্দেশ্যে তুরস্কের বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে তার বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি তিনি তুরস্কে অনুষ্ঠিতব্য হালাল বাণিজ্য প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

      উল্লেখ্য যে, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ECO) হল একটি আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা। সদস্য রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্য, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি কাজ করে থাকে।


      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/y4va5zjb
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ইমারাতে ইসলামিয়ার হেলমন্দ প্রদেশে এ বছর প্রায় ৩৫ টন মধু উৎপাদন



        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে মধু উৎপাদন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। হেলমন্দের প্রাদেশিক কর্মকর্তা ও মৌ চাষীদের বরাতে জানা গেছে, বর্তমানে এ প্রদেশে ১৬০টিরও বেশি মধু উৎপাদন খামার রয়েছে এবং চলতি বছর মোট প্রায় ৩৫ টন মধু উৎপাদিত হয়েছে।

        হেলমন্দের স্থানীয় প্রশাসন ও মৌ চাষিরা জানিয়েছেন, প্রদেশটির অনুকূল জলবায়ু, বিস্তৃত খোলা জমি এবং মধুর সন্তোষজনক দাম এই শিল্পকে আরও গতিশীল করেছে। এ প্রদেশে গত কয়েক বছরের তুলনায় মৌমাছি পালন খামারের সংখ্যা ও মধু উৎপাদন উভয়ই বৃদ্ধি পেয়েছে।

        হেলমন্দে মৌমাছি পালনের এই অগ্রগতি স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি উন্নতমানের প্রাকৃতিক মধু সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুকূল পরিবেশ ও বাজারের এই ধারা অব্যাহত থাকলে আগামীতে উৎপাদন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

        তথ্যসূত্র:
        1. د هلمند د کرنې او مالدارۍ ریاست چارواکو او مچيو پالونکي وایي، چې په دغه ولایت کې له ۱۶۰ څخه ډېر د شاتو مچيو فارمونه فعالیت لري او د روان کال د شاتو تولید ۳۵ ټنو ته
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X