Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১০ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০২রা ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১০ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০২রা ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    যে ঈমানী চেতনা নিয়ে আফগানিস্তান স্বাধীন হয়েছে, একই মনোভাব নিয়ে দেশ পুনর্গঠন করবো: আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ



    কোনও বিদেশি শক্তি আফগানিস্তান পুনর্গঠন করতে পারে না। আফগানিস্তান পুনর্গঠন হবে দেশের জনগণের সম্পৃক্ততার মাধ্যমে। যে সংকল্প ও চেতনা নিয়ে আফগানিস্তান স্বাধীন হয়েছিল, সে একই মনোভাব নিয়ে এই দেশ পুনর্গঠিত হবে।

    ২ ডিসেম্বর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রশাসনের অন্তর্গত ৩৫০০ মুজাহিদিনের স্নাতক সংবর্ধনা অনুষ্ঠানে এই সব মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ।

    তিনি বিগত প্রশাসন আমলে দেশের অবস্থা তুলে ধরে বলেন, বিগত সময়ে বছরের পর বছর ধরে আফগানিস্তানে বিদেশি দখলদারিত্ব বিদ্যমান ছিল। এখানে আরোপিত যুদ্ধ দেশের অবকাঠামোসমূহ ধ্বংস করেছে। গত দুই দশকে দেশে কোনও মৌলিক উন্নয়ন সাধিত হয় নি।

    এর বিপরীতে ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশজুড়ে অসংখ্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে।

    কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রতি উৎসাহিত করে তিনি বলেন, বিজ্ঞান ও পেশাদার দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামিয়া সরকার। দেশের তরুণদের জ্ঞানের অলংকারে সুসজ্জিত করতে চেষ্টা অব্যাহত রেখেছে ইমারাতে ইসলামিয়া কর্মকর্তাবৃন্দ।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/y8f39f7s
    2. https://tinyurl.com/2x7j24fr
    3. https://tinyurl.com/y7ytb3he
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য স্থবিরতায় বিপর্যস্ত পাকিস্তানের অর্থনীতি




    আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক রুট বন্ধ থাকায় পাকিস্তানের অর্থনীতি চরম সংকটে পড়েছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন। রুট বন্ধ থাকায় আফগানিস্তান, মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে পাকিস্তানের রপ্তানি ও ট্রানজিট কার্যক্রম থমকে গেছে।

    আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের ফলে পাকিস্তানের সিমেন্ট ও কয়লা বাণিজ্য পুরোপুরি স্থগিত হয়েছে। এতে পাকিস্তানে কয়লার দাম বেড়ে টনপ্রতি ৪৫ হাজার রুপিতে পৌঁছেছে এবং দেশটিকে দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া ও মোজাম্বিক থেকে কয়লা আমদানি করতে হচ্ছে।

    চেরাত, ফৌজি, ম্যাপল লিফসহ বড় সিমেন্ট কারখানাগুলো আফগান বাজারে রপ্তানি বন্ধ হওয়ায় কোটি কোটি রুপি রাজস্ব হারাচ্ছে। একইভাবে পাকিস্তানের ১৮৭ মিলিয়ন ডলারের ওষুধ রপ্তানিও বন্ধ হয়ে গেছে।

    এছাড়া, আফগানিস্তান থেকে ডালিম আমদানি বন্ধ হওয়ায় পাকিস্তান এখন ইরান থেকে ডালিম আমদানি করছে, ফলে ১০ কেজির একটি কার্টনের দাম বেড়ে ৪,৫০০ রুপিতে দাঁড়িয়েছে।

    এদিকে, বাণিজ্য বন্ধের কারণে চামান সীমান্তে ৭০০–৭৫০টি, তোরখামে ৩৫০–৪০০টি এবং করাচি বন্দরসহ অন্যান্য স্থানে ৯০০০–এর বেশি কনটেইনার আটকে আছে।

    এ অবস্থায় পাকিস্তান শুধু বৈদেশিক মুদ্রা আয়ের বড় উৎসই হারায়নি, বরং গম ও আটার মত পণ্য রপ্তানির বড় একটি বাজার হারিয়েছে। ব্যবসায়ী মহলের মতে, বাণিজ্যপথ দ্রুত খুলে না দিলে পাকিস্তানের রপ্তানি খাত ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর আরও গভীর প্রভাব পড়বে।


    তথ্যসূত্র:
    1. Pakistan’s Trade Route Closure with Afghanistan Hits Fragile Economy
    https://tinyurl.com/yweweuek
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      নিম্নমানের জ্বালানি আমদানি বন্ধের সিদ্ধান্ত ইসলামি ইমারাতের মন্ত্রিসভায়


      ১ ডিসেম্বর, সোমবার ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ হাফিজাহুল্লাহ-এর সভাপতিত্বে মন্ত্রিসভার দশম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

      বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

      সভায় নিম্নমানের জ্বালানি আমদানি প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির প্রস্তাবগুলো পর্যালোচনা করা হয় এবং এ ধরনের জ্বালানি আমদানি বন্ধে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়।

      এ ছাড়া দেশে আসা শরণার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা এবং তাদের নির্ধারিত এলাকায় সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

      বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর বৈঠকটি দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।


      তথ্যসূত্র:
      1. Tenth Cabinet Meeting: Discussions Held on Preventing Import of Low-Quality Fuel and Incoming Refugees.
      https://tinyurl.com/5ej56fdh
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানিস্তানের উরুজগান প্রদেশে শাফলুগ ও আগাজান বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন



        আফগানিস্তানের উরুজগান প্রদেশের দুইটি বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইমারাতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রাদেশিক প্রধান মৌলভী খলিলুর রহমান উমারি হাফিযাহুল্লাহ। এই সময় সংশ্লিষ্ট টেকনিক্যাল টিমের প্রতিনিধিগণ তার সাথে উপস্থিত ছিলেন।

        প্রদেশের চিনার তু জেলায় অবস্থিত শাফলুগ বাঁধ নির্মাণ কাজের ১০ শতাংশ অগ্রগতি হয়েছে। মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ০১ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

        জ্বালানি ও পানি সম্পদ বিভাগের উন্নয়ন বাজেট হতে এই নির্মাণ কাজের জন্য বাজেট বরাদ্দ হয়েছে। এটি বাস্তবায়নে জাতীয় উন্নয়ন কোম্পানির সাথে চুক্তি সম্পাদিত হয়েছে।

        পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্রকৌশলীদের নানাবিধ সমস্যা বিষয়ে মতবিনিময় করেন মৌলভী খলিলুর রহমান উমারি হাফিযাহুল্লাহ। সমস্যাগুলো সমাধানে তিনি তাদেরকে আশ্বস্ত করেন, একই সাথে তিনি প্রকৌশলীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

        এছাড়া তিনি আগাজান নামক আরও একটি বাঁধ পরিদর্শন করেছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।



        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/mtmvfh6y
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় স্থল সীমান্তে মাদক ও অবৈধ পণ্যের চোরাচালান শূন্যে নেমে এসেছে:`ইমারাতে ইসলামিয়ার বর্ডার পুলিশ


          ইমারাতে ইসলামিয়ার চূড়ান্ত বিজয়ের পর থেকে তাজিকিস্তান সীমান্তসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সকল স্থল সীমান্ত বন্দরে মাদক ও অন্যান্য অবৈধ পণ্যের চোরাচালান শূন্যে নেমে এসেছে। গত ২৯ নভেম্বর ইমারাতে ইসলামিয়া বর্ডার পুলিশ অধিদপ্তরের মুখপাত্র আবিদুল্লাহ উকাব ফারুকি হাফিযাহুল্লাহ এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন।

          তিনি আরও জানান, এই প্রচেষ্টাকে আরও জোরদার করতে সম্প্রতি শেরখান স্থল সীমান্ত বন্দর পরিদর্শন করেছেন বর্ডার পুলিশের ডেপুটি মিলিটারি কমান্ডার। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা, শৃঙ্খলা উন্নয়ন এবং প্রতিবেশি রাষ্ট্রের সাথে সমন্বয় বাড়ানো।

          বিভিন্ন বিষয়ে আরও উন্নত ব্যবস্থাপনা নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন ডেপুটি মিলিটারি কমান্ডার। অবৈধ কাজে আফগান স্থল বন্দরের ব্যবহার প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বর্ডার পুলিশের নেতৃত্বস্থানীয় ও অন্যান্য কর্মীগণ।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/y2bm8t82
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            পাকিস্তানের সীমান্ত বন্ধের পর কান্দাহারে বেড়েছে মুরগি ও ডিম উৎপাদন


            পাকিস্তানের সঙ্গে বাণিজ্য পথ বন্ধ হয়ে যাওয়ার পর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশে মুরগির মাংস ও ডিমের স্থানীয় উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রাদেশিক কৃষি, সেচ ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে কান্দাহারে প্রতিদিন প্রায় ৪ লাখ ডিম এবং ৬৫ হাজার কেজি পর্যন্ত মুরগির মাংস উৎপাদিত হচ্ছে। ফলে বিদেশ থেকে এসব পণ্য আমদানির প্রয়োজনীয়তা অনেকটাই কমে গেছে।

            মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ হানিফ হাকমাল হাফিযাহুল্লাহ বলেন, “পাকিস্তান কর্তৃক বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার পর স্থানীয়ভাবে মুরগির মাংস, ডিম এবং পশুখাদ্যের উৎপাদন বেড়েছে। আমরা এখন প্রতিদিন ৪ লাখ ডিম ও ৬৫ হাজার কেজি মুরগির মাংস উৎপাদন করছি। এতে আমাদের আমদানিনির্ভরতা অনেক কমেছে।”

            সম্প্রতি আর্ঘান্দাব জেলায় ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি নতুন ডিম উৎপাদনকারী পোলট্রি খামার স্থাপিত হয়েছে। এই ফার্মটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ডিম। খামার ব্যবস্থাপক মোহাম্মদ আঘা জানান, “একটি খামারেই প্রতিদিন ১ লাখ ডিম উৎপাদন হচ্ছে। আমরা পশুখাদ্য, ব্রয়লার মুরগি ও বাচ্চাও উৎপাদন করছি। কান্দাহারে ডিম, ব্রয়লার, পশুখাদ্য ও বাচ্চা উৎপাদন খাতে মোট বিনিয়োগ এখন ১৫ কোটি ডলারে পৌঁছেছে।”

            পাকিস্তান থেকে সম্প্রতি দেশে ফিরে আসা ৩৭ বছর বয়সী রহমতুল্লাহ এই ফার্মে ডিম সংগ্রহ ও প্যাকেজিংয়ের কাজ করছেন। তিনি বলেন, “আগে পাকিস্তানে পোলট্রি ফার্মে কাজ করতাম। এখন নিজের দেশে কাজ করছি। আমাদের স্থানীয় পণ্য বিদেশি পণ্যের চেয়ে গুণগত মানে অনেক ভালো।”

            কান্দাহার শহর, দামান, আর্ঘান্দাব, ঝাড়ি, খাকরেজসহ বিভিন্ন জেলা মিলিয়ে বর্তমানে ১,২০০টি পোলট্রি খামার রয়েছে। এসব খামার মুরগির মাংস, ডিম, পশুখাদ্য ও বাচ্চা উৎপাদন করছে এবং উৎপাদিত পণ্য দেশের অন্যান্য প্রদেশেও সরবরাহ করা হচ্ছে।

            কান্দাহারে পোলট্রি খাতের এই অগ্রগতি স্থানীয় উৎপাদনশীলতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি নির্ভরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সার্বিক উন্নয়ন নীতির ধারাবাহিকতায় এই খাত আরও প্রসারিত হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখযোগ্য অবদান রাখবে।


            তথ্যসূত্র:
            1. Kandahar Sees Rise in Chicken and Egg Production After Trade Route Closures
            https://tinyurl.com/2hz6wwx4
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক পরিবারের ১৩ জন সদস্য হত্যাকারীর উপর কিসাস কার্যকর


              ২ ডিসেম্বর আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে এক হত্যাকারীর মৃত্যুদণ্ড (কিসাস) কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। ১০ মাস পূর্বে এই ব্যক্তি প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় নারী-শিশুসহ এক পরিবারের ১৩ জন সদস্যকে হত্যা করেছিল।

              হত্যাকারী নাম মঙ্গল (পিতা: তালা খান)। সে মূলত পাকতিয়া প্রদেশের সাইদ কারাম জেলার বাসিন্দা। তবে সে বর্তমানে খোস্ত প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় বসবাস করছিল।



              কিসাস কার্যকরের পূর্বে মামলাটি আদালতের বিভিন্ন ধাপে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করা হয়। অতঃপর আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ’র চূড়ান্ত অনুমোদনের পর কিসাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের নিকট হত্যাকারীকে ক্ষমার জন্য অনুরোধ জানাল হলে তাঁরা অপরাধীকে ক্ষমা করতে অস্বীকার করে।

              খোস্ত প্রদেশের আপিল আদালতের প্রধান এই প্রসঙ্গে বলেন, অমানবিক হত্যাকাণ্ড এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।

              উল্লেখ্য যে, এর আগেও বেশ কয়েকটি কিসাস কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। ইসলামি শরিয়াহ বাস্তবায়ন ও একটি দায়িত্বসম্পন্ন শাসনব্যবস্থা হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আফগান মুসলমানগণ।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/mrxnapes


              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                বুরকিনা ফাসো || জান্তার বিরুদ্ধে জেএনআইএম মুজাহিদদের ২৩টি সফল অভিযান: ১০টি সামরিক ঘাঁটি বিজয়




                আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা, সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিরুদ্ধে অন্তত ২৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। গত ১৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশটির ৬টি রাজ্যে জেএনআইএম মুজাহিদিনরা এসকল অভিযান পরিচালনা করেছেন।

                আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক প্রকাশিত ১৪টি পৃথক বিবৃতিতে ‘জেএনআইএম’ নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা বুরকিনা ফাসোর ৬টি রাজ্যের ১৬টি শহরে অন্তত ২৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এসময় মুজাহিদিনরা তীব্র লড়াইয়ের মাধ্যমে জান্তা বাহিনীকে হটিয়ে ১০টি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এই ঘাঁটিগুলো বিজয়ের সময় অসংখ্য শত্রু সৈন্য হতাহত হয়, যার সুনির্দিষ্ট সংখ্যা জানা যায় নি।

                এদিকে অন্য ৬টি অভিযানের বিষয়ে জেএনআইএম নিশ্চিত করেছে যে, মুজাহিদদের উক্ত হামলাগুলোতে জান্তা বাহিনীর অন্তত ২৭ সৈন্য নিহত হয়েছে। এসময় মুজাহিদিনরা গনিমত হিসাবে অর্জন করেছেন ৬টি দোশকা, ৭টি আরপিজি, ৬টি জি-৩, ৯টি পিকা, ৩৯টি ক্লাশিনকোভ, ৪টি পিস্তল, ৪০টি মোটরসাইকেল, ১টি ড্রোন এবং ১টি রকেট লঞ্চার সহ অন্যান্য অসংখ্য সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ। এছাড়াও মুজাহিদিনরা ধ্বংস করেছেন শত্রু বাহিনীর ২টি সাঁজোয়া যান এবং কয়েক ডজন মোটরসাইকেল ও অন্যান্য বহু সামরিক সরঞ্জাম।

                জান্তা বাহিনীর বিরুদ্ধে জেএনআইএম মুজাহিদদের পরিচালিত অন্য ১৭টি অভিযানেও অসংখ্য শত্রু সৈন্য হতাহতের শিকার হয়েছে। ধ্বংস হয়েছে বহু সাঁজোয়া যান ও সামরিক সরঞ্জাম। ক্ষতিগ্রস্থ হয়েছে অনেক সামরিক ঘাঁটি ও অবকাঠামো।


                তথ্যসূত্র:
                https://chirpwire.net/thread/1043815
                https://chirpwire.net/thread/1043947
                https://chirpwire.net/thread/1044093
                https://chirpwire.net/thread/1044250
                https://chirpwire.net/thread/1042776
                https://chirpwire.net/thread/1042873
                https://chirpwire.net/thread/1043192
                https://chirpwire.net/thread/1043197
                https://chirpwire.net/thread/1043311
                https://chirpwire.net/thread/1043396
                https://chirpwire.net/thread/1043405
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  আফগানিস্তানের খোস্ত প্রদেশে এক পরিবারের ১৩ জন সদস্য হত্যাকারীর উপর কিসাস কার্যকর



                  ২ ডিসেম্বর আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি স্টেডিয়ামে এক হত্যাকারীর মৃত্যুদণ্ড (কিসাস) কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়ার সর্বোচ্চ আদালত। ১০ মাস পূর্বে এই ব্যক্তি প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় নারী-শিশুসহ এক পরিবারের ১৩ জন সদস্যকে হত্যা করেছিল।

                  হত্যাকারীর নাম মঙ্গল (পিতা: তালা খান)। সে মূলত পাকতিয়া প্রদেশের সাইদ কারাম জেলার বাসিন্দা। তবে সে বর্তমানে খোস্ত প্রদেশের আলিশিরো-তেরেজিও জেলায় বসবাস করছিল।



                  কিসাস কার্যকরের পূর্বে মামলাটি আদালতের বিভিন্ন ধাপে পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করা হয়। অতঃপর আমীরুল মু’মিনীন হাফিযাহুল্লাহ’র চূড়ান্ত অনুমোদনের পর কিসাস কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়। ভুক্তভোগী পরিবারের নিকট হত্যাকারীকে ক্ষমার জন্য অনুরোধ জানাল হলে তাঁরা অপরাধীকে ক্ষমা করতে অস্বীকার করে।

                  খোস্ত প্রদেশের আপিল আদালতের প্রধান এই প্রসঙ্গে বলেন, অমানবিক হত্যাকাণ্ড এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।

                  উল্লেখ্য যে, এর আগেও বেশ কয়েকটি কিসাস কার্যকর করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। ইসলামি শরিয়াহ বাস্তবায়ন ও একটি দায়িত্বসম্পন্ন শাসনব্যবস্থা হিসেবে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে আফগান মুসলমানগণ।

                  তথ্যসূত্র:
                  1. https://tinyurl.com/mrxnapes
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    অমানবিক হত্যাকাণ্ড এক ধরনের ঘাতক ব্যাধি। এই ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।

                    সমস্ত ব্যাধি নির্মূলের একমাত্র সমাধান হল মহান আল্লাহর আইন বাস্তবায়ন।​
                    Last edited by Rakibul Hassan; 1 week ago.
                    দাওয়াত ও জিহাদের সফরে কলব যখন ইনসাফ থেকে সরে যায় তখন বিনয় অহংকারে, ভাষার শালীনতা অশালীনতায় রূপান্তরিত হয় এবং অন্তরের নম্রতা কাঠিন্যের রূপ ধারণ করে। তারপর সে ব্যাক্তি নিজেও গোমরাহির পথে চলে এবং অন্যকেও গোমরাহির পথ প্রদর্শন করে।

                    Comment

                    Working...
                    X