ইমারাতে ইসলামিয়ার আল-ফাতহ সামরিক কোরে ৬ মাসে ১২৪৪টি সামরিক যান ও ৫২টি অস্ত্র সংস্কার

বিগত ৬ মাসে ১২৪৪টি সামরিক যানবাহন ও ৫২টি বিভিন্ন ধরণের অস্ত্র সংস্কার করেছেন ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত ২০৯ তম আল-ফাতহ কোর। উক্ত কোরের সামরিক ওয়ার্কশপে এই মেরামত কাজ পরিচালনা করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৪ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।
বিভিন্ন মডেলের একাধিক সামরিক যানবাহন মেরামতের মাধ্যমে সচল করেছেন দক্ষ প্রকৌশলীবৃন্দ। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৮৪৮টি রেঞ্জার যানবাহন, ৬২টি হামভি ট্যাঙ্ক, ১১৮টি অ্যাসল্ট ট্যাঙ্ক, ২১৬টি রেঞ্জার অ্যাম্বুলেন্স এবং অন্যান্য সাঁজোয়া যান। এছাড়া ১৭টি এম-৪ শপারস রাইফেল, এম-৪ রাইফেল, রাশিয়ান পিকেকে এবং ডিসি কামানের মত শক্তিশালী সামরিক অস্ত্র মেরামত করা হয়েছে। উক্ত সামরিক সরঞ্জামাদি ছাড়াও ১১৯টি ইঞ্জিন মেরামত করেছেন সামরিক কোরের টেকনিক্যাল সদস্যবৃন্দ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4znrk565





Comment