Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৩ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৫ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৩ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৫ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    দেশের প্রতিরক্ষার প্রয়োজনে আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষা অর্জন করা জরুরী: জাবিহুল্লাহ মুজাহিদ


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ বলেছেন, শুধু অস্ত্র ও রকেট দিয়ে দেশের প্রতিরক্ষা আর সম্ভব নয়; এখন প্রয়োজন আধুনিক শিক্ষা, প্রযুক্তি ও সমসাময়িক দক্ষতার। পাকতিয়ার জুরমাট জেলার মাদরাসাগুলোর স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

    মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, আধুনিক শিক্ষার প্রতি সমর্থন থাকা সত্ত্বেও বর্তমানে আফগানিস্তানে প্রায় ২৬ হাজার মাদরাসা রয়েছে। এছাড়া জিহাদি মাদরাসাগুলোতে প্রায় ৩৬ হাজার ছাত্র রয়েছে।

    তিনি বলেন, “দুনিয়ার কথা বলা মানে ধর্মবিরোধী হওয়া নয়। আমরা সারা বিশ্বের জন্যই ধর্মীয় শিক্ষা চাই যেন আরো মাদরাসা নির্মাণ সম্ভব হয়। আমরা চাই এই ব্যবস্থাটি এমনভাবে শক্তিশালী হোক যে কোনো শত্রু আমাদের দিকে বাঁকা চোখে তাকাতে সাহস না পায়।”

    তিনি আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, জনসম্পদ রক্ষা, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের সমস্যার সমাধান করা ইমারাতে ইসলামিয়ার মূল লক্ষ্য।

    অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে মুজাহিদ বলেন, “আফগানিস্তানের বার্ষিক রপ্তানি এখন দুই বিলিয়ন ডলারেরও বেশি। পাকিস্তান প্রায় দুই মাস ধরে বাণিজ্যিক পথ বন্ধ রাখলেও দেশের বাজারে সব ধরনের প্রয়োজনীয় পণ্য পাওয়া যাচ্ছে। আফগানিস্তানের অর্থনীতি এগিয়ে চলেছে, মুদ্রার মান স্থিতিশীল রয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, আফগানি মুদ্রা বিশ্বের চতুর্থ স্থিতিশীল মুদ্রা—এটি আমাদের জন্য বড় অর্জন।”

    তিনি আরও বলেন, গত নয় মাসে দেশে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, যা নিরাপত্তা পরিস্থিতির উন্নতির প্রমাণ।


    তথ্যসূত্র:
    1. Zabihullah Mujahid Stresses Need for Modern Education in Afghanistan
    https://tinyurl.com/yuzkhp32
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    চলতি বছরে আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে নতুন ৪টি সড়ক প্রকল্প সফলভাবে বাস্তবায়ন


    চলতি বছরের শুরু থেকে আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশে নতুন ৪টি সড়ক প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। প্রকল্পসমূহের মধ্যে রয়েছে প্রদেশে পাটো জেলায় ৩ কিলোমিটার সড়কের পিচঢালাই, শাহরিস্তান জেলায় ২০ কিলোমিটার সড়কের পিচঢালাই, দাইকুন্দি কেন্দ্রে ২২৩ মিটার সড়ক সংস্কার এবং দাইকুন্দি-কান্দাহার মহাসড়কে ১৮.৯ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ।

    এই প্রকল্পসমূহে ৫ কোটি ৩০ লক্ষ আফগানি ব্যয় হয়েছে। ইমারাতে ইসলামিয়া সরকারের গণপূর্ত মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট হতে এতে অর্থায়ন করা হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের দাইকুন্দি প্রদেশের প্রধান মৌলভী ইকরামুল্লাহ আবদুল রাফি হাফিযাহুল্লাহ তথ্যসমূহ প্রদান করেছেন।
    প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্দেশ্য হল সড়কের মানোন্নয়ন ও পরিবহন সহজতর করা।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/kkpz8czt
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বাসিন্দাদের সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে আফগানিস্তানের ফারাহ প্রদেশে ৫০ টন মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্য সামগ্রী নির্মূল


      আফগানিস্তানের ফারাহ প্রদেশে ৫০টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ ধ্বংস করেছে ইমারাতে ইসলামিয়ার প্রাদেশিক জনস্বাস্থ্য বিভাগ। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ৪ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

      ফারাহ প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান মৌলভী শেখ মীর সাদ্দাম হাফিযাহুল্লাহ বলেন, খাদ্য ও ওষুধ সামগ্রী যাচাই-বাছাই কাজ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল । ৬ মাসে ধরে নিম্নমান ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী সংগ্রহ করেছেন এই কমিটি। এই সময়ে ২০ টন মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ৩০ টন মেয়াদোত্তীর্ণ খাদ্য-অখাদ্য পণ্য সংগ্রহ করেছেন উক্ত কমিটি।

      মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ জোর দিয়ে বলেন, প্রদেশ জুড়ে ফার্মেসী ও খাবারের দোকানগুলো নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত থাকবে। এই উদ্যোগের উদ্দেশ্য হল বাসিন্দাদের নিরাপদ খাদ্য ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।

      তথ্যসূত্র:
      1. https://tinyurl.com/yf96xevx
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আফগানিস্তানের কাবুল-গজনি মহাসড়কের ২য় লেনে ২৪.৫ কিলোমিটার অংশে নির্মাণ কাজ চলমান


        আফগানিস্তানের কাবুল-গজনি মহাসড়কের ২য় লেনে নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ২য় লেনের নির্মাণ কাজটি ৩টি লটে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ম লটের ২৪.৫ কিলোমিটার অংশের নির্মাণ কাজ বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে।

        ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৪ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। এই লটে ১ম ৭ কিলোমিটার পর্যন্ত সড়কের প্রস্থ ১১.৮ মিটার এবং পরবর্তী অংশে এর প্রস্থ ৭.৩ মিটার।

        এই প্রকল্পের আওতায় ২টি বড় সেতু, ৬৮টি কালভার্ট, উইং ওয়ালসহ ৭ কিলোমিটার সড়ক পার্শ্ববর্তী আরসিসি ড্রেন, ময়দান শহরের কাছাকাছি ১২০০ মিটার সড়ক পার্শ্ববর্তী ড্রেন এবং একাধিক রিটেইংনিং প্রাচীর নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।

        এখন পর্যন্ত প্রকল্পের বিভিন্ন অংশে নির্মাণ কাজে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সড়কের সাব-বেস ও বেস-কোর্সের কাজ ১৩ কিলোমিটার জুড়ে সম্পন্ন হয়েছে। এছাড়া ড্রেনের কাজ ৯৬% এবং কালভার্ট নির্মাণের কাজ ৯৭% সম্পন্ন হয়েছে। অন্যান্য কাজ দ্রুত গতিতে অব্যাহত রয়েছে।

        এছাড়া অন্যান্য দু’টি লটেও উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


        তথ্যসূত্র:
        1. https://tinyurl.com/ycke786d
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment

        Working...
        X