Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৪ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৬ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৪ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৬ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    তারা নারী অধিকারের সংজ্ঞা জানে না, নিজেরাই নারী অধিকার লঙ্ঘনকারী: অস্ট্রেলিয়ার প্রতি ইমারাতে ইসলামিয়া



    ৬ ডিসেম্বর এক ঘোষণায় নারী অধিকার লঙ্ঘনের অজুহাতে ইমারাতে ইসলামিয়া সরকারের বিশিষ্ট ৪ জন নেতৃবৃন্দের (আল্লাহ তাদের হেফাজত করুন) উপর ভ্রমণ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।

    অস্ট্রেলিয়া কর্তৃক এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার হাফিযাহুল্লাহ। এই পদক্ষেপকে আফগানিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের অবমাননা বলে তিনি অভিহিত করেছেন।

    তিনি জোরালোভাবে দাবি করেন, তারা নারী অধিকারের সংজ্ঞা জানে না এবং নিজেরাই নারী অধিকার লঙ্ঘনকারী।

    তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত নতুন কিছু নয়, এর আগেও এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অথচ অস্ট্রেলিয়া ও সদৃশ পশ্চিমা দেশগুলো নিজেরা মানবাধিকার বিষয়ে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না।

    তিনি আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরে বলেন, আফগান সমাজে নারীদের অধিকার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করে থাকে ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। বিগত ৪ বছরে অসংখ্য নারীর অধিকার লঙ্ঘন বন্ধ করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। এর বিপরীতে পশ্চিমারা চায়, তাদের দেশের অনৈসলামিক সংস্কৃতি ও কৃষ্টি-কালচার আমাদের মুসলমান সমাজে চাপিয়ে দিতে।

    উল্লেখ্য যে, নিষেধাজ্ঞা দেওয়া বিশিষ্ট নেতৃবৃন্দ হলেন ইমারাতে ইসলামিয়ার সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রী মৌলভী মুহাম্মদ খালিদ হানাফি হাফিযাহুল্লাহ, উচ্চশিক্ষা মন্ত্রী মৌলভী নেদা মুহাম্মদ নাদিম হাফিযাহুল্লাহ, আইন মন্ত্রী আব্দুল হাকিম শারেয়ি হাফিযাহুল্লাহ এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি হাফিযাহুল্লাহ।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/27zkb5s9
    2. https://tinyurl.com/3wvanmta
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    কাবুল শহরের প্রবেশপথে বৈদ্যুতিক গেট নির্মাণ কাজের অগ্রগতি ২৫ শতাংশ



    আফগানিস্তানের পূর্ব কাবুলের পুল-ই-চরখি এলাকায় বৈদ্যুতিক গেট (টোল গেট) নির্মাণ কাজ ২৫ শতাংশ পর্যন্ত অগ্রগতি হয়েছে। এই প্রকল্পে কাবুল শহরে প্রবেশ ও বাহির হওয়ার জন্য দশ লেনের সড়ক, একটি টোল প্লাজা, একটি প্রশাসনিক ভবন, একটি মসজিদ, একটি রেস্তোরাঁ এবং একটি পার্কিং সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। এতে মোট ব্যয় নির্ধারিত হয়েছে ১৬ কোটি ২০ লক্ষ আফগান।



    ইমারাতে ইসলামিয়ার সড়ক ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মাণ কাজটি চলতি বছরের ৩১শে আগস্ট আরম্ভ হয়েছিল। কর্মকর্তাগণ জানান, প্রকল্পটি বাস্তবায়নের জন্য এক বছর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সঠিক মান অনুযায়ী নির্মাণ কাজ ভালোভাবে অগ্রসর হচ্ছে।



    গত ২ ডিসেম্বর উক্ত গেটের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী এর কার্যালয়ের টেকনিক্যাল টিম। পরিদর্শনকালে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং সড়ক ও বিমান পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি প্রয়োজনীয় পরামর্শ তুলে ধরেন প্রযুক্তিগত টিমের সদস্যবৃন্দ। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে তারা জোরারোপ করেন।



    অপরদিকে দিকে জমি অধিগ্রহণ, সবুজ অঞ্চল এবং অন্যান্য বিষয়ে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীগণ। সমস্যাগুলো সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলগণ। উল্লেখ্য যে, বৈদ্যুতিক গেটটি ১১.৬ জেরিব জায়গার উপর নির্মিত হচ্ছে।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3hbra2f8
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      পূর্ব আফ্রিকায় ক্রুসেডার বাহিনীর ঘাঁটিগুলো লক্ষ্য করে আশ-শাবাব মুজাহিদদের ৮ অভিযান


      আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন, সম্প্রতি অঞ্চলটিতে ৪টি দেশের ক্রুসেডার সেনাবাহিনীকে টার্গেট করে অন্তত ৮টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। গত ১লা ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে আশ-শাবাব মুজাহিদদের পরিচালিত এসকল অভিযানে ইথিওপিয়া, কেনিয়া, উগান্ডা ও জিবুতি সেনাবাহিনীর কয়েক ডজন সৈন্য হতাহতের শিকার হয়েছে।

      শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা গত ১লা ডিসেম্বর, কেনিয়ায় একযোগে ক্রুসেডার বাহিনীর ৪টি ঘাঁটিতে ভারী অতর্কিত আক্রমণ চালিয়েছেন। দেশটির ওয়াজির, মান্দিরা এবং গারিসা রাজ্যের হালুগা জেলা, কার্ফাহার জেলা, কেন্টন এলাকা এবং এল-রামো জেলায় মুজাহিদিনরা এই অভিযানগুলো পরিচালনা করেন। ক্রুসেডার বাহিনীর সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে আশ-শাবাব মুজাহিদদের পরিচালিত উক্ত অভিযানগুলোতে কেনিয়ান বাহিনীতে বহু সংখ্যক সৈন্য হাতাহতের শিকার হয়। এছাড়াও সামরিক অবকাঠামো ধ্বংসের পাশাপাশি বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়।

      এদিন হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সোমালিয়াতেও উগান্ডান ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। অভিযানটি রাজধানী মোগাদিশুর দক্ষিণ-পশ্চিম আফগোয়ে শহরের উপকণ্ঠে মুরি এলাকার কাছে চালানো হয়েছে। আশ-শাবাব মুজাহিদিনরা দখলদার উগান্ডান বাহিনীর একটি কনভয় লক্ষ্য করে শক্তিশালী বোমা বিস্ফোরণের মাধ্যমে অভিযানটি পরিচালনা করেন। এতে ক্রুসেডার বাহিনীর একটি ট্যাংক ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা সমস্ত ক্রুসেডার সৈন্য নিহত বা আহত হয়।

      এদিকে গত ৩ ডিসেম্বর মুজাহিদিনরা দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার উপসাগরীয় অঞ্চলের বাইদোয়া শহরে ইথিওপিয়ান ক্রুসেডার বাহিনীকে টার্গেট করে আরও একটি সফল হামলা চালান। শাবাব মুজাহিদিনরা এই হামলাটি শহরটির বিমানবন্দরে অবস্থিত ইথিওপীয় ক্রুসেডার বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে বোমা বিস্ফোরণের মাধ্যমে পরিচালনা করেন। মুজাহিদদের এই বোমা হামলায় দুই ইথিওপীয় ক্রুসেডার সৈন্য নিহত এবং তৃতীয় ১ সৈন্য আহত হয়েছে।

      এমনিভাবে ৬ ডিসেম্বর, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা জিবুতিয়ান এবং ইথিওপিয়ান ক্রুসেডার বাহিনীর বিরুদ্ধে ২টি পৃথক অভিযান পরিচালনা করেন। এরমধ্যে একটি অভিযান মধ্য সোমালিয়ার হিরান রাজ্যের জালাকসি শহরে দখলদার জিবুতিয়ান সেনাবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। শাবাব মুজাহিদরা অন্য অভিযানটি পরিচালনা করেন দক্ষিণ-পশ্চিম সোমালিয়ার বে রাজ্যের দিনসুর শহরে অবস্থিত ইথিওপিয়ান ক্রুসেডার বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে। দখলদার বাহিনীর দুটি ঘাঁটিতে মুজাহিদদের পরিচালিত অভিযানের ফলে বহু সংখ্যক ক্রুসেডার সৈন্য নিহত হয় এবং সামরিক অবকাঠামো ও সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

      তথ্যসূত্র:
      https://chirpwire.net/thread/1044934
      https://chirpwire.net/thread/1046055
      https://chirpwire.net/thread/1044835
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        দেশব্যাপী বন রক্ষা ও বৃক্ষনিধন রোধে ব্যাপক পদক্ষেপ নিয়েছে ইমারাতে ইসলামিয়া



        ক্রমবর্ধমান খরা ও বন ধ্বংসের ঝুঁকি মোকাবিলায় ইমারাতে ইসলামিয়া সরকার দেশজুড়ে বনাঞ্চল রক্ষা ও বনায়নের জন্য বড় ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে কৃষি, সেচ ও পশুসম্পদ মন্ত্রণালয়। ইমারাতে ইসলামিয়া ক্ষমতা গ্রহনের পর থেকে অবৈধ গাছ কাটা ও চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

        মন্ত্রণালয়ের মুখপাত্র শের মোহাম্মদ হাতামি জানান, বর্তমানে আফগানিস্তানের প্রায় ২০ লাখ হেক্টর জমি বনাঞ্চলে আচ্ছাদিত, যা দেশের মোট আয়তনের ২.৮ শতাংশের বেশি। তিনি বলেন, “সাম্প্রতিক বছরগুলোতে সবুজায়ন ও বন্য এলাকা সম্প্রসারণের জন্য ১০ কোটিরও বেশি চারা ও কলম রোপণ করা হয়েছে। চলতি বছরেই আরও ১ কোটি ৬০ লাখ চারা রোপণ করা হয়েছে।”

        পরিবেশকর্মীরা বলছেন, বন রক্ষায় সঠিক নীতি গ্রহণ করলে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো, বন্যা প্রতিরোধ এবং জাতীয় আয় বৃদ্ধি করা সম্ভব। পরিবেশ বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ সুলাইমানখাইল বলেন, “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী। এখন যেহেতু কাঠ চোরাচালান অনেকটাই কমেছে, তাই সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য বন পুনরুদ্ধারে কাজের একটি বড় সুযোগ তৈরি হয়েছে।”

        কৃষি মন্ত্রণালয় জানায়, তারা স্থানীয় পর্যায়ে বন সুরক্ষায় জনগণকে সম্পৃক্ত করতে বিভিন্ন সমিতি ও ‘গ্রিন ইউনিট’ গঠন করেছে। এসব কর্মসূচির মাধ্যমে সম্প্রদায়ভিত্তিক অংশগ্রহণ পরিবেশ ও বন সংরক্ষণ প্রকল্পগুলো সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


        তথ্যসূত্র:
        1. Afghanistan Takes Nationwide Steps to Protect Forests, Combat Deforestation
        https://tinyurl.com/4kybaym3
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ইমারাতে ইসলামিয়ার জাতীয় ক্রয় কমিশনে ৩ বছরে ৫৬২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন


          বিগত ৩ বছরের ৫৬২টি প্রকল্প অনুমোদন করেছে ইমারাতে ইসলামিয়া সরকারের জাতীয় ক্রয় কমিশন। এই সব প্রকল্পের সর্বমোট মূল্য প্রায় ১৩০.৬ বিলিয়ন আফগানি।

          এই প্রসঙ্গে ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ বলেন, অনুমোদিত প্রকল্পসমূহ বাস্তবায়নে উন্মুক্ত দরপত্র (Open Tender) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এতে প্রায় ৫ বিলিয়ন আফগানি ব্যয় সংকোচন করা হয়েছে। এছাড়া প্রকল্পগুলো হাজার হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে।

          তিনি আরও বলেন, জনগণের প্রয়োজনীয়তা ও প্রদেশসমূহে ভারসাম্যপূর্ণ উন্নয়ন বিবেচনা করে মৌলিক প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/5ahwze4z
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বন্ধে প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের



            পাকিস্তানের রপ্তানিকারকদের বরাত দিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সব বাণিজ্যিক ক্রসিং প্রায় দুই মাস ধরে বন্ধ থাকায় প্রতিদিন ৪ মিলিয়ন ডলারের বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

            সারহাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)-এর সভাপতি ফুয়াদ ইসহাক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সীমান্ত বন্ধ থাকলে আফগানিস্তান ও মধ্য এশিয়ার বাজার আমাদের হাতছাড়া হয়ে যাবে। এ অবস্থা চলতে থাকলে দ্বিপাক্ষিক বাণিজ্য ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় শোক প্রকাশ করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই।

            এদিকে, ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ জানান, পাকিস্তান দৃঢ় নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত দুই দেশের বাণিজ্য ও ট্রানজিট রুট পুনরায় খোলা হবে না। ইসলামাবাদকে এ নিশ্চয়তা দিতে হবে যে ভবিষ্যতে এসব করিডোরকে আর রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হবে না।

            উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সীমান্ত রুটগুলো বন্ধ করে দিয়েছে, যার ফলে ডুরান্ড লাইনের দুই পাশের জনগণই গুরুতর ক্ষতির মুখে পড়েছে।


            তথ্যসূত্র:
            1. The Pakistani newspaper Dawn, citing exporters, industrialists, and traders, reports that they are losing more than $4 million per day
            https://tinyurl.com/28me84p9
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              আফগান ভূমিতে আবারও পাকিস্তানের আক্রমণ, বাধ্য হয়ে ইমারাতে ইসলামিয়ার পাল্টা আক্রমণ


              গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে আফগানিস্তানে আবারও আক্রমণ শুরু করেছে পাকিস্তানি বাহিনী। এবার কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলায় এই আক্রমণ চালানো হয়েছে। তারা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সেনাবাহিনীকে পাল্টা আক্রমণে বাধ্য করেছে।

              ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ তাঁর এক্স পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

              প্রাথমিক তথ্যানুযায়ী, পাকিস্তানের হামলায় ১ জন বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন ও ১ জন নারী আহত হয়েছেন।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/w8jy7tbr
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ইমারাতে ইসলামিয়ার ঐতিহাসিক সাফল্য: মাদক মুক্ত আফগানিস্তান



                উজবেকিস্তানে অনুষ্ঠিত সেন্ট্রাল এশিয়ান রিজিওনাল ইনফরমেশন অ্যান্ড কো-অর্ডিনেশন সেন্টার (CARICC)-এ আয়োজিত এক সভায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী উপ-মন্ত্রী আব্দুর রহমান মুনির হাফিযাহুল্লাহ ঘোষণা করেছেন যে, আফগানিস্তানে মাদকদ্রব্যের চাষ, পাচার ও বেচাকেনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।

                স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে জানান, উপ-মন্ত্রী মুনির এই অগ্রগতিকে ইমারাতে ইসলামিয়ার চলমান মাদকবিরোধী অভিযানের “ঐতিহাসিক সাফল্য” হিসেবে অভিহিত করেছেন।

                বৈঠকে আব্দুল রহমান মুনির হাফিযাহুল্লাহ সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে বলেন, আফগান কৃষকদের জন্য বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টিতে সহায়তা প্রদান করা হলে মাদক সমস্যা আফগানিস্তান থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।

                উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহনের পর ২০২২ সালের এপ্রিলে আফগানিস্তানে পপি চাষের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনেও দেখা গেছে, গত তিন বছরে দেশটিতে আফিম চাষ প্রায় ৯৫ শতাংশ হ্রাস পেয়েছে।

                তথ্যসূত্র:
                1. Drug cultivation in Afghanistan has ‘almost dropped to zero’: deputy interior minister
                https://tinyurl.com/ymx4cjjd
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন,​৷

                  Comment

                  Working...
                  X