Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৫ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৭ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৫ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ০৭ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    বালখ প্রদেশে ৬০ লাখ ডলার ব্যয়ে নির্মিত বস্তা ও সুতা কারখানা উদ্বোধন


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে ৬০ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত একটি প্লাস্টিক বস্তা (পলিপ্রোপিলিন ব্যাগ) ও সুতা তৈরির কারখানা উদ্বোধন করা হয়েছে।



    উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালখ প্রদেশের গভর্নর আলহাজ মোল্লা মোহাম্মদ ইউসুফ ওয়াফা, শিল্প ও বাণিজ্য বিভাগের প্রধান কারী আমির মোহাম্মদ মুত্তাকী, শিল্প ও খনি বিভাগের প্রধান ইমামুদ্দিন সানায়ীজাদা, প্রদেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আরও অনেক ব্যবসায়ী ও শিল্পপতি।

    কারখানার ব্যবস্থাপক মোহাম্মদ আসিম আনসারি জানান, আগের কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ৭ টন। নতুন এ কারখানায় ২৪ ঘণ্টায় ২০ টন পর্যন্ত উৎপাদন করা সম্ভব, অর্থাৎ উৎপাদন ক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।



    বলখের গভর্নর আলহাজ মোল্লা মোহাম্মদ ইউসুফ ওয়াফা বলেন, “উৎপাদন খাতের শক্তিশালীকরণ প্রদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি নতুন কারখানা চালু হলে কয়েক ডজন মানুষের কর্মসংস্থান হয় এবং প্রদেশের অর্থনীতিতে গতি আসে।” তিনি বিশেষভাবে প্রবাসী আফগান ব্যবসায়ীদের নিজ দেশে বিনিয়োগের আহ্বান জানান এবং আশ্বাস দেন যে, সরকার বেসরকারি খাতের পাশে আছে ও বিনিয়োগকারীদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

    ব্যবসায়ী কামাল নবীজাদা বলেন, নতুন কারখানাগুলো অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং আমদানির পরিবর্তে স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাবে।



    ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহনের পর থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে একাধিক উৎপাদনমুখী কারখানা চালু করেছে। এটি সেই ধারাবাহিকতারই অংশ। এ ধরনের উদ্যোগ আফগানিস্তানে স্থানীয় উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    তথ্যসূত্র:
    1. بلخ کې د شپږ میلیونو ډالرو په لګښت د پلاستیکي بوجیو او تارونو نوې فابریکه پرانیستل سوه۱/۱۱
    https://tinyurl.com/y3nn5s5r
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আঞ্চলিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দোহা ফোরামে প্রথমবার অংশ নিচ্ছে ইমারাতে ইসলামিয়া



    কাতারের রাজধানী দোহায় চলমান আন্তর্জাতিক সম্মেলন ‘দোহা ফোরাম-২০২৫’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। এবারের সম্মেলনে ১৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এবারের দোহা ফোরামে প্রথমবার অংশ গ্রহন করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধিদল।

    আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের প্রধান ও ফোরামের বক্তা আব্দুলআব্দুল হাই কানিত জানিয়েছেন, ফোরামের দ্বিতীয় দিনে আফগানিস্তানের আঞ্চলিক সম্পর্ক ও কানেক্টিভিটি ইস্যু-কেন্দ্রিক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে।এই অধিবেশনে প্রথমবারের মতো ইমারাতে ইসলামিয়ার একজন প্রতিনিধি বক্তব্য রাখবেন।

    তিনি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান একটি ভারসাম্যপূর্ণ, অর্থনীতি-কেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে এবং আমরা বিশ্বব্যাপী সম্পৃক্ততা বাড়াতে আগ্রহী। এমন গ্লোবাল ফোরামে অংশগ্রহণের মাধ্যমে আমরা আঞ্চলিক উদ্যোগগুলোতে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারি।”

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক ডেপুটি ডিরেক্টর জাকির জালালি বলেন, “এই ফোরামের আলোচনায় আফগানিস্তানের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আঞ্চলিক সংযোগের মতো বিষয়ে আফগানিস্তান সক্রিয় ভূমিকা পালন করছে। অর্থনীতি-ভিত্তিক পররাষ্ট্রনীতি এবং আঞ্চলিক একীভূতকরণই আমাদের মূল নীতি।”

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দোহা ফোরামের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ আফগান জনগণের সমস্যাগুলো তুলে ধরতে এবং সমাধানের পথ তৈরি করতে সহায়ক ভূমিকা রাখবে। দোহা ফোরামে আফগানিস্তানের এই সক্রিয় অংশগ্রহণকে অনেকে ইমারাতে ইসলামিয়ার কূটনৈতিক সাফল্য হিসেবেও দেখছেন।


    তথ্যসূত্র:
    1.Doha Forum Kicks Off in Qatar with Representatives from 160 Countries
    https://tinyurl.com/23vkyak4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      লোগার প্রদেশে ৬৫ জোড়া যুবক-যুবতীর যৌথ বিবাহ অনুষ্ঠিত


      ইমারাতে ইসলামিয়ার লোগার প্রদেশে একটি দাতব্য সংস্থা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ৬৫ জোড়া যুবক-যুবতীর যৌথ বিবাহ সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল যুব সমাজের ওপর চেপে বসা অর্থনৈতিক চাপ কমানো, অতিরিক্ত মোহরানা প্রথার বিলুপ্তি এবং সহজ ও শরিয়াহসম্মত বিয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া।

      অনুষ্ঠানে উপস্থিত ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তারা বলেন, বিবাহকে সহজভাবে আয়োজন করা উচিত এবং ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় রীতিনীতি পরিহার করা জরুরি। অনুষ্ঠানের আয়োজকরা সাধারণ মানুষকে অনুরোধ করেছেন, নিজেদের বিবাহে অযথা খরচ ও বিলাসিতার প্রতি মনোযোগ না দেওয়ার মাধ্যমে যুবকদের অর্থনৈতিক চাপ এবং অবৈধ সম্পর্ক থেকে রক্ষা করতে।

      সংস্থার পক্ষ থেকে প্রতি জোড়া নবদম্পতিকে ২২০ ধরনের গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অনেকেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

      দারিদ্র্য, বেকারত্ব এবং ব্যয়বহুল বিবাহের কারণে যৌথ বিবাহের এই ধরনের আয়োজন দেশজুড়ে ব্যাপক সমাদৃত হচ্ছে। কাবুলসহ প্রায় সব প্রদেশেই এখন ব্যবসায়ী, দাতব্য সংস্থা ও স্থানীয় নেতারা এ ধরনের আয়োজন করছেন।

      তথ্যসূত্র:
      1. مراسم ازدواج دسته‌جمعی ۶۵ زوج جوان توسط یک بنیاد خیریه و کمک‌رسان در ولایت لوگر برگزار شد.
      https://tinyurl.com/2krvbcyu
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        স্কুল–মাদ্রাসা বিভাজন ‘দখলদারদের ষড়যন্ত্র’: আফগান সীমান্তমন্ত্রী



        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রী মাওলানা নূরুল্লাহ নুরি হাফিযাহুল্লাহ বলেছেন, পশ্চিমা দেশগুলো আফগানদের বিভক্ত করার জন্য স্কুল ও মাদ্রাসাকে আলাদা পরিচয়ে উপস্থাপন করছে, তবে তাদের এই ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

        ৬ ডিসেম্বর, শুক্রবার ইমারাতে ইসলামিয়ার রাজধানী কাবুলে ৭০০-র বেশি ছাত্রের একটি দাওরায়ে হাদিস সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, “স্কুল ও মাদ্রাসাকে আলাদা ভাবা পশ্চিমা চিন্তা এবং দখলদারদের ষড়যন্ত্র। এটা আল্লাহর দ্বীন ও আফগানিস্তানের শত্রুদের একটি নোংরা চক্রান্ত।”

        মন্ত্রী আরও জানান, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ধর্মীয় শিক্ষা ও আধুনিক বিজ্ঞান—উভয়কেই গুরুত্ব দেয় এবং এ দুই ধারার সমন্বয় ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তিনি বলেন, বর্তমানে জিহাদ ও মাতৃভূমির প্রতিরক্ষা ব্যবস্থাও প্রযুক্তির ওপর ভিত্তি করেই পরিচালিত হয়, তাই এ বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে।

        অনুষ্ঠানে উপ-মন্ত্রী মোহাম্মদ আলী জান আহমদ বলেন, ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রেও আধুনিক বিজ্ঞান শেখা আবশ্যক। শত্রুদের মোকাবিলা করার জন্য ধর্মীয় ও আধুনিক শিক্ষা উভয়ই জরুরি।
        মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত বিশ বছরে আফগানিস্তানে পশ্চিমা সংস্কৃতি ছড়ানোর ব্যাপক প্রচেষ্টা চালানো হয়েছিল।


        তথ্যসূত্র:
        1. Minister of borders calls school–madrassa separation ‘occupiers’ conspiracy’
        https://tinyurl.com/mr3837xn
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগানিস্তানের গজনি প্রদেশে অপহরণকারীদের হাত থেকে ৩ বছরের শিশু উদ্ধার


          ​আফগানিস্তানের গজনি প্রদেশের পশতুনাবাদে ৩ বছরের এক শিশুকে অপহরণকারীদের হাতে থেকে উদ্ধার করেছে পুলিশ সদস্যগণ। কাবুল প্রদেশের পুল-ই-মাহমুদ খান এলাকা থেকে গত ৫ ডিসেম্বর শিশুটিকে অপহরণ করা হয়েছিল।

          ৬ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

          গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজনি শহরের ৪র্থ জেলায় উদ্ধার অভিযান পরিচালনা করেছিল পুলিশ সদস্যগণ। অভিযানে অপহরণের সাথে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

          গ্রেপ্তারকৃত আসামী ভুক্তভোগী পরিবারের একজন আত্মীয়। সে শিশুটি মুক্ত করার বিনিময়ে তার পরিবারের কাছ থেকে বড় অঙ্কের অর্থ দাবি করেছিল।

          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/2umc2ra7
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            ঘোর প্রদেশে হরিরোদ নদীর তীর সংরক্ষণ প্রকল্প সম্পন্ন



            ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ঘোর প্রদেশের দৌলত ইয়ার জেলায় হরিরোদ নদীর তীর সংরক্ষণ প্রকল্প ও একটি হাইড্রোলজি স্টেশন নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ৬ ডিসেম্বর, শনিবার ইমারাতে ইসলামিয়ার জ্বালানি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

            মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে ৪০ লাখেরও বেশি আফগানি ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পের ফলে এলাকার কৃষিজমি, বাড়িঘর, স্কুল, সড়কপথ এবং হাইড্রোলজি স্টেশন বন্যার ঝুঁকি থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

            প্রকল্পটি স্থানীয় জনগণের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং একই সঙ্গে হাইড্রোলজি স্টেশনটি নদীর পানি প্রবাহ ও বন্যার পূর্বাভাস দিয়ে সহায়তা করবে।

            উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়া সরকার প্রতিষ্ঠার পর দেশের অবহেলিত জেলাগুলোতে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে, এর ফলে নাগরিকদের অসংখ্য সমস্যার সমাধান হয়েছে।


            তথ্যসূত্র:
            1.The Ministry of Energy and Water announced that a reinforcement project for the Harirod River and a hydrology station
            https://tinyurl.com/fmfyspvx
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              মালিতে জেএনআইএম এবং জান্তার মধ্যে যুদ্ধবিরতির অবসান: শতাধিক জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস



              পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জান্তা বাহিনী ও আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদদের মধ্যে এক মাসের অঘোষিত যুদ্ধবিরতির অবসান ঘটেছে। ফলে জান্তা বাহিনীর উপর হামলার তীব্রতাও বেড়েছে।

              আঞ্চলিক গণমাধ্যম ও ফ্রান্স-২৪ এর সিনিয়র রিপোর্টার ওয়াসিম নাসেরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৬ নভেম্বর থেকে মালির ক্ষমতাসীন জান্তা ও সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী জেএনআইএম’এর মধ্যে একটি অঘোষিত যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে। এই যুদ্ধবিরতির অংশ হিসাবে জান্তা বাহিনীর জ্বালানি ট্যাঙ্কারগুলিকে হামলার লক্ষ্যবস্তু করা থেকে বিরত থাকে জেএনআইএম। সেই সাথে জেএনআইএম তাদের নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্য দিয়ে জান্তা প্রশাসনের জ্বালানি ট্যাঙ্কারগুলিকে নিরাপদে রাজধানী বামাকো ও দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে প্রবেশের অনুমতি দেয়। জ্বালানি ট্যাঙ্কারের হামলার মধ্যে সীমাবদ্ধ এই যুদ্ধবিরতির বিনিময়ে জান্তা বাহিনী ১৪৫ জন জেএনআইএম যোদ্ধাকে কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়।

              চলতি ডিসেম্বর মাসের ৫ তারিখ শুক্রবার ছিলো এই যুদ্ধবিরতির শেষ দিন, ফলে এদিন জেএনআইএম’এর শর্ত অনুযায়ী ফুলানী বংশের সাথে সম্পৃক্ত সর্বশেষ ৪৫ জন কারাবন্দীকেও মুক্তি দেয় জান্তা প্রশাসন।

              শুক্রবার যুদ্ধবিরতি শেষ হওয়ার একদিন পর, অর্থাৎ ৬ ডিসেম্বর শনিবার, জেএনআইএম পূণরায় জান্তার জ্বালানি ট্যাঙ্কারগুলি টার্গেট করতে শুরু করেন। এই ধারাবাহিকতায় জেএনআইএম যুদ্ধবিরতির পর জ্বালানি ট্যাঙ্কারগুলি লক্ষ্য করে শনিবার সকালে প্রথম অভিযানটি পরিচালনা করেন বোগৌনির কাছে। প্রায় ২০০টি ট্যাঙ্কার নিয়ে ঘটিত উক্ত জ্বালানি কনভয়ে মুজাহিদদের হামলায় কয়েক ডজন জান্তা সদস্য হতাহত হয় এবং কনভয়ে থাকা শতাধিক জ্বালানি ট্যাঙ্কার ধ্বংস ও অকার্যকর হয়ে পড়ে।

              তথ্যসূত্র:
              https://tinyurl.com/mrxh268f
              https://tinyurl.com/38pww33f
              https://tinyurl.com/4n96zk34
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X