Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১৮ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ১০ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১৮ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ১০ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    নয় মাসে ৩ কোটি ৩০ লাখ ডলারের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া



    চলতি বছরের নয় মাসে বিশ্ববাজারে মোট ৩ কোটি ৩০ লাখ ৩৫ হাজার মার্কিন ডলার মূল্যের জাফরান রপ্তানি করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

    হেরাতের চেম্বার অফ কমার্স এর কর্মকর্তারা জানিয়েছেন, এ সময়ে আফগানিস্তান থেকে মোট ২২ টন ১৩০ কেজি জাফরান বিদেশে রপ্তানি করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, রপ্তানি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

    কর্মকর্তারা আরও জানিয়েছেন, চলতি বছরে শুধুমাত্র হেরাত প্রদেশেই প্রায় ৪০ টন জাফরানের উৎপাদন আশা করা হচ্ছে। উৎপাদিত জাফরান বর্তমানে প্যাকেজিং ও রপ্তানির বিভিন্ন ধাপ অতিক্রম করছে।

    সূত্র মতে, আফগানিস্তানের জাফরান ইউরোপ, আমেরিকা, উপসাগরীয় দেশসমূহ, পূর্ব ও দক্ষিণ এশিয়ার বাজারে রপ্তানি হয়। দেশটির মোট উৎপাদিত জাফরানের ৯৫ শতাংশ-ই হেরাত প্রদেশে উৎপাদিত হয়, যা আফগানিস্তানকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাফরান রপ্তানিকারক দেশে পরিণত করেছে।

    তথ্যসূত্র:
    1. ۵۶۱ تن منسوبین از قوماندانی تعلیمات مشترک محاربوی حضرت عبدالله بن مسعود(رض) فارغ گردیدند
    https://tinyurl.com/48d4s7fd
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    জালালাবাদের ঐতিহাসিক সাদা মসজিদের অসমাপ্ত নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া


    আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহরে ঐতিহাসিক সাদা মসজিদ নির্মাণের অসমাপ্ত কাজ আবার শুরু করেছে ইমারাতে ইসলামিয়া সরকার। বহু ইতিহাস বহনকারী এ মসজিদটি শহরের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।

    মসজিদটি মোট প্রায় ৭ একর জায়গাজুড়ে নির্মিত হচ্ছে। ২ তলা বিশিষ্ট মসজিদের ভবনটিতে ২৪টি গম্বুজ রয়েছে। এখানে একই সাথে প্রায় চৌদ্দ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

    এই ঐতিহাসিক মসজিদটি প্রথমবার আমির আবদুর রহমান খান এর সময়ে নির্মিত হয়েছিল। ১৩৯২ হিজরি সনের (২০১৩ খ্রিস্টাব্দ) ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হয়। পূর্ববর্তী সরকারের সময়ে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ মসজিদের আদলে এটি পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু অর্থনৈতিক দুর্নীতির কারণে কাজ অসম্পূর্ণ রয়ে যায়।

    এখন আবার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই মসজিদটি জালালাবাদের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে বিবেচিত।


    তথ্যসূত্র:
    1. د #ننګرهار والي حاجي ملا محمد نعيم اخند په هڅو په #جلال_اباد ښار کې د #سپين_جومات پاتې چارې پيل شوې،
    https://tinyurl.com/mszp4hue
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      সোমালিয়া || শাবাবের পৃথক অভিযানে ৩ ক্রুসেডার সহ ১৫ শত্রু সৈন্য হতাহত



      পূর্ব আফ্রিকা দেশ সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শাবেলি রাজ্যে সম্প্রতি শাবাব মুজাহিদিনরা ৩টি পৃথক অভিযান পরিচালনা করেছেন। এতে মোগাদিশু বাহিনীর ১১ সৈন্য নিহত এবং ৩ ক্রুসেডার সহ ৪ শত্রু সৈন্য আহত হয়েছে।

      শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৭ নভেম্বর রবিবার, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যে একটি সফল অতর্কিত আক্রমণ পরিচালনা করেছেন। রাজ্যের কোরিওলি শহর এবং ডানো শহরের সংযোগকারী সড়কে শত্রু বাহিনীর একটি সমাবেশ লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেন। মুজাহিদদের অতর্কিত এই হামলায় শত্রু বাহিনীর ৯ সদস্য নিহত হয়। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে ৭টি মেশিনগান গনিমত হিসাবে জব্দ করেন।

      এদিন মুজাহিদিনরা রাজ্যটির বোফো শহরে আরও একটি সফল অপারেশন পরিচালনা করেন। অভিযানটি দখলদার উগান্ডান বাহিনীর একটি সামরিক কনভয় লক্ষ্য করে চালানো হয়েছে। এতে ক্রুসেডার বাহিনীর কমপক্ষে ৩ সৈন্য আহত হয়।

      এমনিভাবে রাজ্যটির বালেদোকলী শহরের সামরিক বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটির কাছে একটি গেরিলা আক্রমণ চালান মুজাহিদিনরা। শাবাব মুজাহিদদের এই অভিযানে ২ শত্রু সৈন্য নিহত এবং তৃতীয় ১ সৈন্য আহত হয়। এসময় মুজাহিদিনরা শত্রুর গোলাবারুদ বাক্স, ৩টি মেশিনগান এবং একটি মোটরসাইকেল গনিমত হিসাবে জব্দ করেন।


      তথ্যসূত্র:
      https://chirpwire.net/thread/1046398
      https://chirpwire.net/thread/1046317
      https://chirpwire.net/thread/1046320
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        কারাগারে বন্দিদের জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ চালু করেছে ইমারাতে ইসলামিয়া


        ​আফগানিস্তানের পাকতিয়া প্রদেশের কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি এখন ধর্মীয় এবং আধুনিক শিক্ষা কর্মসূচিও চালু করা হয়েছে। সম্প্রতি কয়েক ডজন বন্দি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স থেকে স্নাতক হয়েছেন।

        বন্দিরা এই বৃত্তিমূলক এবং ধর্মীয় শিক্ষার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আহমদ ঘানি নামের একজন বন্দি জানায়, “এখানে ইংরেজি ভাষা শেখানো হয়। পাশাপাশি কাঠমিস্ত্রি, কম্পিউটার, ক্রীড়া এবং আরও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।”

        নিয়াজ মোহাম্মদ নামের এক বন্দি বলেছে, “এই সুযোগগুলো আমাদের কাজে লাগাতে হবে যাতে ভবিষ্যতে আর অপরাধ না করি এবং পরিবারের জন্য বৈধ উপার্জনের ব্যবস্থা করতে পারি।”

        বন্দিদের মতে, বেকারত্ব অনেককে অপরাধের দিকে ঠেলে দেয়, তাই কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। যদি এই কারাগারে বন্দিদের সঠিকভাবে শিক্ষা দেওয়া হয়, তাহলে তারা আর অপরাধে ফিরে যাবে না। অনেক বন্দি এখানে কোনো দক্ষতা ছাড়াই এসেছিলেন, কিন্তু মুক্তির পর বিভিন্ন পেশায় কাজ শুরু করেছেন। তারা এ ধরনের আরও সুযোগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

        পাকতিয়া কারাগারের কর্মকর্তারা জানিয়েছেন, বৃত্তিমূলক প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় ও আধুনিক শিক্ষা কর্মসূচি আরও সম্প্রসারণের কাজ চলছে।

        কারাগারের প্রধান আবদুল ঘানি আদেল বলেন, “মেটালওয়ার্ক, সেলাই, মোটরসাইকেল মেরামতের মতো বৃত্তিমূলক ক্ষেত্রে যোগ্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন।”

        বর্তমানে পাকতিয়ার কেন্দ্রীয় কারাগারে প্রায় ৫০০ বন্দি রয়েছেন। এই শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিগুলো বন্দিদের পুনর্বাসন এবং সমাজে ফিরে আসার পর স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।


        তথ্যসূত্র:
        1. Education Programs for Paktia Prison Inmates Expanded
        https://tinyurl.com/4h592ctk
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ ও মসজিদ নির্মাণে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ




          আফগানিস্তানের কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ ও মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রদেশটির নুরগাল জেলার দারা-ই-মাজার এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

          এই প্রকল্পে ৩৫টি গৃহ ও ১টি মসজিদ নির্মাণ করা হবে। এতে ৩ কোটি ৩৫ লক্ষ আফগানি ব্যয় নির্ধারিত হয়েছে। মসজিদে ৩০০ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।

          প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ৯ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

          প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এছাড়া এই উদ্যোগ জনগণের প্রতি ইমারাতে ইসলামিয়ার মুজাহিদ ভাইদের গভীর ভালোবাসা ও সংহতির বহিঃপ্রকাশ।





          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/yyrt6scc
          ​আফগানিস্তানের কুনার প্রদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গৃহ ও মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রদেশটির নুরগাল জেলার দারা-ই-মাজার এলাকায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

          এই প্রকল্পে ৩৫টি গৃহ ও ১টি মসজিদ নির্মাণ করা হবে। এতে ৩ কোটি ৩৫ লক্ষ আফগানি ব্যয় নির্ধারিত হয়েছে। মসজিদে ৩০০ জন মুসল্লি এক সাথে নামাজ আদায় করতে পারবেন।

          প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে গত ৯ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

          প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উল্লেখযোগ্য সংখ্যক পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এছাড়া এই উদ্যোগ জনগণের প্রতি ইমারাতে ইসলামিয়ার মুজাহিদ ভাইদের গভীর ভালোবাসা ও সংহতির বহিঃপ্রকাশ।





          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/yyrt6scc
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            সরকারি প্রতিষ্ঠানসমূহে দুর্নীতির মাত্রা সর্বনিম্ন পর্যায়ে আনা হয়েছে: ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র


            গত ৯ ডিসেম্বর প্রশাসনিক দুর্নীতি ও অবৈধ দখল মোকাবেলায় বিগত ৪ বছরে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরেছেন ইমারাতে ইসলামিয়ার উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ। তিনি বলেন, দুর্নীতি, আত্মসাৎ ও অবৈধ ভূমি দখল প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর পদক্ষেপ’ গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া সরকার।

            তিনি আরও বলেন, গত ৪ বছরে প্রশাসনিক দুর্নীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে প্রশাসনিক এজেন্ডাসমূহের মধ্যে শীর্ষে রাখা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে দুর্নীতির মাত্রা সর্বনিম্ন পর্যায়ে আনা হয়েছে। জনগণের সাথে জড়িত প্রশাসনিক লেনদেনগুলো সহজতর করতে একটি সরলীকরণ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

            এছাড়া দুর্নীতি ও অবৈধ দখলের অপরাধে অভিযুক্ত অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে।

            তিনি সতর্ক করে বলেন, কোন কর্মকর্তা বা ব্যক্তি ঘুষ, জমি দখল ও প্রশাসনিক অসদাচরণে লিপ্ত হতে পারবে না। নিয়ম লঙ্ঘনকারীকে কোন ব্যতিক্রম ছাড়াই আইনের আওতায় শাস্তি ভোগ করতে হবে।

            সরকারী কাঠামো হতে দুর্নীতি নির্মূল এবং নাগরিকদের জন্য স্বচ্ছ, নির্ভরযোগ্য সরকারী পরিষেবা নিশ্চিত করতে তিনি ইমারাতে ইসলামিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এই প্রচেষ্টাকে দেশে ইসলামী শাসন জোরদার করার ক্ষেত্রে একটি মৌলিক অগ্রাধিকারপূর্ণ বিষয় হিসেবে তিনি বর্ণনা করেছেন।


            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/4umtb2vw
            2. https://tinyurl.com/3ud5y4k8
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              আফগানিস্তানের নিমরুজ প্রদেশে পুলিশ বিভাগের প্রচেষ্টায় ১২ বছর গৃহবন্দি থাকা এক ব্যক্তিকে উদ্ধার



              আফগানিস্তানের নিমরুজ প্রদেশে ১২ বছর ধরে গৃহবন্দি থাকা এক ব্যক্তিকে উদ্ধার ও মুক্ত করেছে প্রাদেশিক পুলিশ কমান্ড। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রদেশের অপরাধ প্রতিরোধ পুলিশ বিভাগের কর্মীদের প্রচেষ্টায় উক্ত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। নিমরুজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ শহরের ৩য় জেলায় এই ব্যক্তিকে বন্দি রাখা হয়েছিল।

              গত ৯ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে তথ্যটি জানানো হয়েছে।

              মুক্তি পাওয়া ঐ ব্যক্তির বর্তমান বয়স ৫০ বছর। পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা তাকে একটি অন্ধকার কক্ষে আটকে রেখেছিল। তার শারীরিক ও মানসিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

              উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়া সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের অনেক গৃহবন্দি ব্যক্তিকে উদ্ধার করেছে প্রশাসন। এই সকল কর্মকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় শাস্তির মুখোমুখি করা হয়েছে।


              তথ্যসূত্র:
              1. https://tinyurl.com/yxahhztw
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                আফগানিস্তানের আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত সবুজ অঞ্চল গড়ে তোলার উদ্যোগ


                আফগানিস্তানের কাপিসা প্রদেশে অবস্থিত আল-বিরুনি বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত গ্রিন জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৮ ডিসেম্বর গ্রিন জোন বা সবুজ অঞ্চল উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ইমারাতে ইসলামিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী জিয়া-উর রহমান মাদানি হাফিযাহুল্লাহ।

                এই গ্রিন জোনে গাছপালা, উদ্যান, হাঁটার রাস্তা, বসার স্থান ও বিশ্রামের জন্য মনোরম পরিবেশ গড়ে তোলা হচ্ছে।

                এই প্রকল্পে মন্ত্রণালয়ের বাজেট হতে ২৪ লক্ষ আফগানি অর্থায়ন করা হয়েছে। এটি প্রায় ৩ একর জায়গা জুড়ে স্থাপিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে কাজটি সম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


                তথ্যসূত্র:
                1. https://tinyurl.com/ynnyewv8
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  ইমারাতে ইসলামিয়ায় আরও ২৪৭ জন মুজাহিদের বিশেষ সামরিক প্রশিক্ষণ সমাপ্তি




                  ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারওয়ান প্রদেশের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্র থেকে পেশাগত ও আদর্শিক বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ অর্জন করেছেন আরও ২৪৭ জন মুজাহিদ। স্নাতক সম্পন্ন করা নতুন এই সদস্যরা পারওয়ান, কাপিসা ও পাঞ্জশির প্রদেশের বাসিন্দা।

                  কেন্দ্রটির সমাপনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও প্রশিক্ষণপ্রাপ্ত মুজাহিদিনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তারা প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও জনগণের সাথে উত্তম আচরণের প্রতি উৎসাহিত করেন।

                  অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় পুলিশ সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা, শৃঙ্খলা ও নৈতিকতার আলোকে জনগণের পাশে দাঁড়ানোই তাদের প্রধান দায়িত্ব।

                  অনুষ্ঠানে নিজেদের সামরিক দক্ষতা ও কলাকৌশল প্রদর্শন করেছেন প্রশিক্ষণ সম্পন্নকারী মুজাহিদিনগণ। পরিশেষে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


                  তথ্যসূত্র:
                  1. صدها تن از مرکز تربیوی پولیس در ولایت پروان فارغ گردیدند
                  https://tinyurl.com/4fdmcp36
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৫,৪৩৫ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন



                    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের খনি থেকে উত্তোলিত ৫,৪৩৫ ক্যারেট পান্না মোট ১,৮৯,৯৯০ মার্কিন ডলারে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় বিক্রয় করেছে ইমারাতে ইসলামিয়ার খনিজ সম্পদ ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়।

                    মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৯ ডিসেম্বর, মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে। উক্ত নিলামে দেশি-বিদেশি বহু ব্যবসায়ী অংশ নেন।

                    আয়োজকদের মতে, নিলামে অংশ নেওয়া কয়েকজন বিদেশি ব্যবসায়ী পাঞ্জশিরে পান্না উত্তোলনের প্রক্রিয়া আধুনিকায়ন ও শিল্পায়নের বিষয়ে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তাদের মতে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে পান্না আহরণ আরও নিরাপদ, টেকসই ও লাভজনক হবে।

                    উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।


                    তথ্যসূত্র:
                    1.In a recent auction, 5,435 carats of emeralds extracted from the mines of Panjshir Province were sold for 189,990 U.S. dollars.
                    https://tinyurl.com/3zck4x2e
                    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                    Comment

                    Working...
                    X