Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৬ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ১৮ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৬ জুমাদাল আখিরাহ, ১৪৪৭ হিজরি|| ১৮ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী

    সোমালিয়ার কৌশলগত নুউর-দুগল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন আশ-শাবাব মুজাহিদিন



    আল-কায়েদা পূর্ব আফ্রিকা শাখা হিসাবে পরিচিত প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন, বৃহস্পতিবার ভোরে দলটির মুজাহিদিনরা সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছেন বলে জানা গেছে।

    আঞ্চলিক গণমাধ্যমগুলো, সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের নুউর-দুগল শহরের স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানিয়ে আসছিল যে, গত ১৭ ডিসেম্বর বুধবার দুপুরের পর থেকেই নুর দুগল শহরের আশপাশের এলাকাগুলোতে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আশ-শাবাব যোদ্ধাদের উল্লেখযোগ্য চলাচল দেখা গেছে। একইভাবে বুর-দুগল এবং কালি-সালাদ এলাকার বাসিন্দারাও প্রচুর সংখ্যক আশ-শাবাব যোদ্ধার চলাফেরার কথা জানিয়েছে। আশ-শাবাব মুজাহিদদের এমন চলাফেরা বড় কোনো অভিযানের পূর্বেই দেখা যায়।

    স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যমগুলো এমন তথ্য প্রচারের পরেও মোগাদিশু বাহিনী আশ-শাবাবের অগ্রগতি পতিহত করতে ব্যর্থ হয়েছে। ফলে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে, হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা মধ্য শাবেলির কেন্দ্রীয় অঞ্চল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের নুউর-দুগল এলাকার দিকে অগ্রসর হতে শুরু করেন। মুজাহিদিনরা এলাকাটি ঘিরে তীব্র আক্রমণ শুরু করার কিছুক্ষণের মধ্যেই মোগাদিশু বাহিনীর প্রতিরোধ ব্যাবস্থা ভেঙে পড়ে এবং সৈন্যরা জীবন বাঁচাতে পলায়ন করতে শুরু করে। তবে ততক্ষণে মুজাহিদদের ভারী আক্রমণে মোগাদিশু বাহিনীর অসংখ্য সৈন্য হতাহত হয় এবং প্রচুর বস্তুগত ক্ষয়ক্ষতি হয়।

    শত্রু বাহিনীর এই পলায়নের পর, হারাকাতুশ শাবাব মুজাহিদিন পুরো নুউর-ডুগল এলাকা এবং মোগাদিশু বাহিনীর সামরিক ঘাঁটি ও অবস্থানগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এসময় মুজাহিদিনরা প্রচুর সংখ্যক অস্ত্র এবং সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন।

    উল্লেখ্য যে, মধ্য শাবেলি রাজ্যের নুউর-ডুগল এলাকাটি রাজ্যের নাইরগোদ শহর এবং তৌফিক শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। পূর্ব দিক থেকে রাজধানী মোগাদিশুর সাথে কেন্দ্রীয় অঞ্চলগুলিকে সংযুক্তকারী সড়কটিও এই এলাকার মধ্য দিয়ে অতিক্রম করেছে। এলাকাটি ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চলে মোগাদিশু বাহিনীর জন্য একটি সহায়ক সামরিক ঘাঁটি হিসেবেও ব্যবহৃত হয়ে আসছিল। এছাড়াও ২০২২ সালে, যখন মোগাদিশু প্রশাসনের প্রধান (রাষ্ট্রপতি) মোহাম্মদ হাসান শেখ প্রতিরোধ বাহিনী আশ-শাবাবের বিরুদ্ধে “চূড়ান্ত” যুদ্ধ ঘোষণা করে, তখন নুউর-ডুগল এলাকটি “মা’ওসালি” নামে পরিচিত মিলিশিয়াদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে।


    তথ্যসূত্র:
    https://somalimemo1.com/articles/227...o-xalay-dhacay
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আফগান–কিরগিজ বাণিজ্যে নতুন দিগন্ত: কাবুলে একশ সাতান্ন মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর



    ​আফগানিস্তান ও কিরগিজস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাবুলে অনুষ্ঠিত হয়েছে উভয় দেশের বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সংযোগ সম্মেলন। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন খাতে দুই দেশের দশটি প্রতিষ্ঠানের মধ্যে মোট ১৫৭ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।

    ১৭ ডিসেম্বর, বুধবার কাবুলে অনুষ্ঠিত এই সম্মেলনে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, সম্মেলনের মূল লক্ষ্য হলো বিদ্যমান বাণিজ্যিক সুযোগ চিহ্নিত করা, প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তিনি এ উপলক্ষে কাবুলে কিরগিজস্তানের একটি ট্রেড হাউস স্থাপনের ঘোষণা দেন এবং একই সঙ্গে বিশকেকে আফগানিস্তানের নিজস্ব ট্রেড হাউস স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

    মন্ত্রী নূরউদ্দিন আজিজি হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তান ও কিরগিজস্তান ভৌগোলিক ও অর্থনৈতিকভাবে পরস্পর-সম্পূরক দুটি দেশ। আফগানিস্তান দক্ষিণ ও পশ্চিম এশিয়ার সংযোগস্থলে কৌশলগত অবস্থান ধারণ করে আছে, আর কিরগিজস্তান মধ্য এশিয়া ও ইউরেশীয় অর্থনৈতিক জোটের বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার। এই বাস্তবতা উভয় দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের অনন্য সুযোগ সৃষ্টি করেছে।

    সম্মেলনে কিরগিজস্তানের অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রী বাকিত সিদিকভ বলেন, কাবুল ও বিশকেকের মধ্যে বাণিজ্যিক লেনদেন বৃদ্ধিতে তার দেশ আগ্রহী। তিনি জানান, কিরগিজস্তান আফগান বাজারে খাদ্যপণ্য, শিল্পজাত দ্রব্য, বস্ত্র, নির্মাণসামগ্রীসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য রপ্তানি সম্প্রসারণ করতে চায়। তিনি আরও বলেন, ট্রেড হাউস সরাসরি কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, পণ্য পরিবহন ব্যবস্থাপনা এবং বাণিজ্য বৈঠক আয়োজনের একটি কার্যকর মঞ্চ হিসেবে কাজ করবে। এর আগে উজবেকিস্তানের তিরমিজ অঞ্চলে কিরগিজ প্রজাতন্ত্রের একটি ট্রেড হাউস চালু করা হয়।

    সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে সিমেন্ট, তাজা ফল ও শাকসবজি, ওষুধ, কারিগরি সহায়তা, পরিবহন ও ট্রানজিট, টেলিযোগাযোগ এবং নিরাপত্তা ক্যামেরাসহ বিভিন্ন খাতে দশটি প্রতিষ্ঠানের মধ্যে মোট একশ সাতান্ন মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়।

    এদিকে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রধান সাইয়্যিদ করিম হাশেমি বলেন, আফগানিস্তানে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা কাজে লাগাতে চেম্বারটি দুই দেশের বেসরকারি খাতের মধ্যে টেকসই ও মৌলিক সহযোগিতা গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি জানান, ব্যবসায়ীদের মধ্যে সেতুবন্ধন তৈরি, বাণিজ্য সহজীকরণ, প্রতিবন্ধকতা অপসারণ এবং যৌথ প্রদর্শনী আয়োজনে চেম্বার সক্রিয় ভূমিকা পালন করছে।

    উল্লেখ্য, কিরগিজ অর্থনীতি ও বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে এই প্রতিনিধিদল এমন এক সময়ে আফগানিস্তান সফরে এসেছে, যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে বাণিজ্য কার্যক্রম দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত রয়েছে। এই পরিস্থিতি আফগানিস্তানের বাণিজ্যিক দিগন্তে নতুন সুযোগ সৃষ্টি করেছে এবং মধ্য এশিয়ার দেশগুলোর আগ্রহকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

    তথ্যসূত্র:
    1. Afghanistan, Kyrgyzstan Sign $157M Deals, Launch Trade Houses
    https://tinyurl.com/yc2yr7dc
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শেখ জায়েদ হাসপাতালে ইমারাতে ইসলামিয়া সরকারের উদ্যোগ



      ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক বিষয়ক উপমন্ত্রী ক্বারী আবদুল ওয়ালী সিদ্দিকী হাফিযাহুল্লাহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেখ জায়েদ জাতীয় ও বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেছেন। হাসপাতালের চিকিৎসা সেবা, প্রশাসনিক কার্যক্রম এবং বিদ্যমান সক্ষমতা সরেজমিনে মূল্যায়নের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হয়।

      পরিদর্শনকালে প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন কাবুলের বিশেষায়িত হাসপাতালসমূহের পরিচালক ডা. আমিনুল্লাহ মোমান্দ হাফিযাহুল্লাহ। প্রতিনিধিদল হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে চিকিৎসা সেবার বর্তমান অবস্থা, ব্যবস্থাপনা কাঠামো এবং সেবার সামগ্রিক মান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

      পরিদর্শন শেষে আবদুল ওয়ালী সিদ্দিকী হাফিযাহুল্লাহ বলেন, চিহ্নিত সমস্যা ও প্রয়োজনীয় বিষয়গুলো সংশ্লিষ্ট বিভাগসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

      একই সঙ্গে তিনি মানসম্মত ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, প্রশাসনিক সমন্বয় জোরদার করা এবং হাসপাতালের জরুরি চাহিদা পূরণের ওপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সুপারিশও প্রদান করা হয়।

      এই পরিদর্শন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বাস্থ্য খাতকে আরও কার্যকর, সুসংগঠিত ও মানসম্মত করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের চলমান প্রচেষ্টারই অংশ। শেখ জায়েদ জাতীয় ও বিশেষায়িত হাসপাতালের সমস্যা ও প্রয়োজন নিরূপণের মাধ্যমে ভবিষ্যতে সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

      তথ্যসূত্র:
      1. MoPH Delegation Reviews Healthcare Services at Sheikh Zayed National and Specialized Hospital
      https://tinyurl.com/msm4anze
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        হেরাত নগরীতে যানজট নিরসনে আন্ডারপাস প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন



        ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত নগরীর কেন্দ্রস্থলে যানজট নিরসনের লক্ষ্যে নির্মাণাধীন যানবাহন আন্ডারপাস প্রকল্পের ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। হেরাত পৌরসভা জানিয়েছে, এটি পৌরসভার ইতিহাসে বাস্তবায়িত সর্ববৃহৎ প্রকল্প, যা নগরীর অন্যতম ব্যস্ত সড়কে চলাচল স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

        হেরাত পৌরসভার কর্মকর্তারা জানান, প্রায় ৬৪০ মিটার দীর্ঘ এই আন্ডারপাসটি ৭ কোটি আফগানির ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি সম্পন্ন হলে এটি আধুনিক ও মানসম্মত নগর অবকাঠামো হিসেবে শহরের যান চলাচল ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

        হেরাত পৌরসভার মুখপাত্র নাসের আরমাল বলেন, প্রকল্পটি সম্পন্ন হলে হেরাতের সবচেয়ে ব্যস্ত সড়কগুলোর একটি আধুনিক নগর অবকাঠামোয় রূপ নেবে এবং এর মাধ্যমে শহরের যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

        প্রকল্প ব্যবস্থাপক গুল আহমদ মুমতাজ জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ এগিয়ে চলছে এবং জাতীয় ও আন্তর্জাতিক মান বজায় রেখেই নির্মাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি বলেন, চাওক-ই-গুলহা থেকে পানি সরবরাহ অধিদপ্তর পর্যন্ত বিস্তৃত দুই অংশের এই প্রকল্পের ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই এটি উদ্বোধনের জন্য প্রস্তুত হবে।

        প্রকল্পে নিয়োজিত প্রকৌশলী বশির আহমদ রহমানি জানান, ঢালু অংশ ব্যতীত আন্ডারপাসটির প্রায় সব অংশই সম্পূর্ণভাবে আবৃত থাকবে, যা নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করবে।

        সাম্প্রতিক বছরগুলোতে হেরাত নগরীতে যানজট একটি গুরুতর সমস্যায় পরিণত হয়েছে। হেরাত পৌরসভা জানিয়েছে, এই সমস্যা মোকাবিলায় কেন্দ্রীয় সড়কে রিকশা চলাচল নিষিদ্ধকরণ, আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ এবং নতুন সড়ক উন্নয়নের মতো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। পৌরসভা আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ের মধ্যেই আন্ডারপাস প্রকল্পটি সম্পন্ন হলে হেরাত নগরীর যান চলাচলে স্বস্তি ফিরবে।


        তথ্যসূত্র:
        1. 70% Progress Made on Underpass Construction in Downtown Herat
        https://tinyurl.com/hpk7zzvf
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          আফগানিস্তানে এ বছর প্রায় ৪৪৭,০০০ মেট্রিক টন চাল উৎপাদন হয়েছে


          আফগানিস্তানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কর্তৃপক্ষ (এনএসআইএ)-এর তথ্যমতে, চলতি বছর ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে প্রায় ৪ লাখ ৪৭ হাজার মেট্রিক টন চাল উৎপাদিত হয়েছে, যা গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি।

          পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, চলতি বছর দেশের ১৮টি প্রদেশে মোট ১ লাখ ৩৫ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। এবার সর্বোচ্চ চাল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে কুন্দুজ, সার-ই-পুল, তখার, বাগলান, নানগারহার, কুনার ও বালখ প্রদেশের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

          কৃষি খাতে ধান চাষের এলাকা ও মোট উৎপাদন বাড়ার এই প্রবণতা ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খাদ্য নিরাপত্তার জন্য একটি ইতিবাচক সংকেত। যদিও মোট উৎপাদন দেশের চাহিদার তুলনায় কম, তবুও আগামী দিনে কৃষি নীতির সঠিক বাস্তবায়নের মাধ্যমে এই সক্ষমতা আরও বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে।

          তথ্যসূত্র:
          1. 447,000 metric tons of rice harvested this year
          https://tinyurl.com/2pc3p9aj
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            মালিতে শত্রু বাহিনীর সামরিক শিবিরের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা


            আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা মোপ্তি রাজ্যে একটি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন।

            আয-যাল্লাকা মিডিয়ার তথ্য অনুযায়ী, জেএনআইএম মুজাহিদিনরা গত ১৭ ডিসেম্বর বুধবার সকালে, মালির মোপ্তি রাজ্যের বান্দিয়াগারা শহরে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। শহরে উপকন্ঠে জান্তা বাহিনী ও তাদের মিত্র ‘ডোজো’ মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা অভিযানটি পরিচালনা করেছেন। সামরিক ঘাঁটি লক্ষ্য করে মুজাহিদিনরা তীব্র আক্রমণ শুরু করলে জান্তা ও মিলিশিয়া বাহিনী ঘাঁটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। শত্রু বাহিনীর এই পলায়নের পর জেএনআইএম মুজাহিদিনরা সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।


            তথ্যসূত্র:
            https://tinyurl.com/398dsc36
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              তাখার প্রদেশে ১৪ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ১৪৭ ধরনের ওষুধ ধ্বংস



              ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে দোকান, ফার্মেসী ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়ে যাচ্ছে। জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে ইমারতে ইসলামিয়া এধরনের অভিযানগুলো চালায়।

              এরই ধারাবাহিকতায় তাখার প্রদেশে অভিযান চালিয়েছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জনস্বাস্থ্য অধিদপ্তর। অভিযানে দোকান, ফার্মেসী ও ক্লিনিকগুলোতে থাকা ১৪ টন মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ১৪৭ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। তাখার প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের তদারকি ও পরিদর্শন কর্মকর্তারা গত এক মাসে এসব খাদ্যপণ্য ও ওষুধ জব্দ করেন।

              পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দকৃত পণ্যগুলো ধ্বংস করা হয়। জনস্বাস্থ্য অধিদপ্তর জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

              তথ্যসূত্র:
              1. 14 Tons of Expired Food and 147 Drug Items Destroyed in Takhar Province
              https://tinyurl.com/5f6ku9ax
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment

              Working...
              X