Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ০২ রজব, ১৪৪৭ হিজরি|| ২৩ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ০২ রজব, ১৪৪৭ হিজরি|| ২৩ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী​

    কুশ তেপা ও দরযাব জেলায় বিদ্যুৎ সরবরাহে ১.৮৮৬ বিলিয়ন আফগানি মূল্যের চুক্তি সাক্ষর



    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে জাওযজান প্রদেশের দুর্গম কুশ তেপা ও দরযাব জেলায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকারি তথ্য ও গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পানি ও জ্বালানি মন্ত্রণালয় (MoEW) দেশীয় প্রতিষ্ঠান স্টেট কর্পসের সঙ্গে ১.৮৮৬ বিলিয়ন আফগানি মূল্যের এই চুক্তি সাক্ষর করে। অনুষ্ঠানে অর্থনৈতিক বিষয়ক উপ প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ ও মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের নবায়নযোগ্য শক্তি বিভাগের পরিচালক মৌলভী আবদুর রহমান রহমানী হাফিযাহুল্লাহ জানান, এই প্রকল্পের মাধ্যমে কুশ তেপা ও দরযাব জেলার প্রায় সকল পরিবারকেই বিদ্যুৎ সুবিধা প্রদান করা হবে। প্রকল্পের আওতায় প্রাদেশিক রাজধানী শিবরগান থেকে ৮৫.৪ কিলোমিটার দীর্ঘ একটি ট্রান্সমিশন লাইন নির্মাণ, সাবস্টেশন স্থাপন এবং উভয় জেলায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক প্রতিষ্ঠা করা হবে।

    স্টেট কর্পসের প্রতিনিধি আলাউদ্দিন সালিম এই উদ্যোগকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে বলেন, প্রকল্পটি তিন বছরের মধ্যে সম্পন্ন করা হবে ইনশাআল্লাহ। তিনি উল্লেখ করেন যে স্টেট কর্পসের মতো দেশীয় প্রতিষ্ঠানগুলো বিদেশি কোম্পানির তুলনায় প্রকল্প বাস্তবায়নে বেশি নিষ্ঠাবান।

    মন্ত্রণালয় সূত্রে জানা যায়, আফগানিস্তানের খনিজ খাতের রাজস্ব থেকে এই প্রকল্পের অর্থায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে জাওযজান প্রদেশের উল্লিখিত দুই জেলার প্রায় ৪৭ হাজার পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে। মন্ত্রণালয় প্রকল্পটি সময়মতো ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতি জোরালো তাগিদ দিয়েছে।


    তথ্যসূত্র:
    1. Power project signed to electrify 47,000 homes in Jawzjan
    https://tinyurl.com/y5jpx4cr
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    পাঞ্জশির থেকে বাদাখশান প্রদেশ পর্যন্ত ২৯৫ কিলোমিটার রাস্তা নির্মাণ সমাপ্ত


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের পারিয়ান জেলা থেকে বাদাখশান প্রদেশের কারান ও মানজান জেলা পর্যন্ত ২৯৫ কিলোমিটার দীর্ঘ একটি সড়ক নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পাঞ্জশির প্রদেশের সেনাবাহিনীর একটি ব্রিগেড ও বিভিন্ন জন উদ্যোগের সহায়তায় গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির কাজ সম্পন্ন হয়েছে।

    প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঞ্জশিরকে প্রতিবেশী প্রদেশগুলোর সাথে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার অংশ হিসেবে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছে। রাস্তাটি পাঞ্জশিরের জনগণের যাতায়াত ও অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে এবং প্রদেশটিকে কাপিসা, তখার, বাদাখশান এবং নুরিস্তান প্রদেশের সাথে সংযুক্ত করবে।

    ২৯৫ কিলোমিটার দীর্ঘ ও ১০ থেকে ১২ মিটার প্রশস্ত সড়কটি কেবল পাঞ্জশির ও বাদাখশানকেই নয়, পরবর্তীতে ওয়াখান করিডোর পর্যন্ত সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিকশিত করবে।

    উল্লেখ্য, সেনাবাহিনীর এই ব্রিগেডটি বর্তমানে পাঞ্জশির থেকে নুরিস্তান প্রদেশের সাথে সংযোগকারী ২০৪ কিলোমিটার দীর্ঘ আরেকটি সড়ক নির্মাণে নিয়োজিত রয়েছে।

    পাশাপাশি, কৃষি সেচের জন্য নির্মিত ১১০০ মিটার দীর্ঘ একটি খালের কাজও সম্পন্ন হয়েছে, যা অঞ্চলটির কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই সকল প্রকল্প ইমারাতে ইসলামিয়া সরকারের আঞ্চলিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গৃহীত বহুমুখী প্রচেষ্টারই অংশ।


    তথ্যসূত্র:
    1. Construction of 295-Kilometer Road completed in Panjshir
    https://tinyurl.com/b7f2h65y
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কান্দাহার প্রদেশে ৭৬,১৮,৫২৪ আফগানি ব্যয়ে স্কুল ভবন নির্মাণ সম্পন্ন




      কান্দাহার প্রদেশের পাঞ্জওয়াই জেলার নাখোনি এলাকায় ইমাম সাহিব স্কুলের একটি নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে এবং শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় এবং একটি সহায়ক প্রতিষ্ঠানের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে।

      সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রদেশে শিক্ষা খাত শক্তিশালী করার প্রচেষ্টার অংশ হিসেবে একটি শিক্ষা সহায়তা সংস্থার অর্থায়নে ৭৬,১৮,৫২৪ আফগানি ব্যয়ে স্কুল ভবনটি নির্মাণ করা হয়েছে।

      নবনির্মিত এই স্কুল ভবনে রয়েছে ছয়টি শ্রেণীকক্ষ, একটি সৌর বিদ্যুৎ ব্যবস্থা, একটি বিশুদ্ধ পানির কূপ এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ, যা এলাকার শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে।


      তথ্যসূত্র:
      1. Construction of a school building completed in Kandahar
      https://tinyurl.com/57dzptws
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X