Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ১০ রজব, ১৪৪৭ হিজরি || ৩১ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী​

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ১০ রজব, ১৪৪৭ হিজরি || ৩১ ডিসেম্বর, ২০২৫ ঈসায়ী​

    ডি-৩০ আর্টিলারি বিভাগে প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়ার আরও ৯৬ জন সেনাসদস্য


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আবদুল্লাহ বিন মাসউদ (রাদিআল্লাহু আনহু) যৌথ সামরিক প্রশিক্ষণ কমান্ডের ডি-৩০ আর্টিলারি ও যৌথ সিস্টেম বিভাগে ৯৬ জন প্রশিক্ষণার্থী তিন মাসব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

    উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। বক্তারা পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও বাস্তব জীবনে তা প্রতিফলনের পরামর্শ দেন।

    অপরদিকে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আর্টিলারি প্রশিক্ষণ লাভকারী সেনাসদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

    তথ্যসূত্র:
    1.د عبدالله بن مسعود رضي الله عنه د جگړه ایزو ګډو زده کړو قوماندانۍ د توپچي زده کړو څخه 96 تنه منسوبین فارغ شول
    https://tinyurl.com/e3smdyv7
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    সোমালিয়ায় আশ-শাবাবের অভিযানে ব্যাটালিয়ন কমান্ডার সহ ৩৮ শত্রু সেনা হতাহত



    পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যে আশ-শাবাব মুজাহিদদের এক অভিযানে মোগাদিশু বাহিনীর অন্তত ৩৮ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।

    শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৯শে ডিসেম্বর, সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের ওয়ারশেখ জেলা উপকণ্ঠে আশ-শাবাব মুজাহিদিনের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মোগাদিশু প্রশাসনের সাথে যুক্ত স্পেশাল ফোর্স ও মিলিশিয়া বাহিনী। শত্রুর এই হামলার প্রতিক্রিয়ায় আশ-শাবাব মুজাহিদিনরা তীব্র পাল্টা আক্রমণ শুরু করলে জেলার নিকটবর্তী শিখিয়ালো এলাকায় মোগাদিশু বাহিনী ও আশ-শাবাব মুজাহিদদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।

    রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়ারশেখ জেলার উপকন্ঠে এদিন উভয় বাহিনীর মধ্যে কয়েক ঘন্টা ধরে তীব্র লড়াই সংঘটিত হয়। এসময় মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ২৪ সৈন্য নিহত এবং আরও ১৪ সৈন্য আহত হয়। অভিযানে গুরুতর আহত শত্রু সদস্যদের মধ্যে একজন ব্যাটালিয়ন কমান্ডারও রয়েছে।


    তথ্যসূত্র:
    https://tinyurl.com/4k29e63w
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      কেনিয়ায় আশ-শাবাব মুজাহিদদের হামলায় শত্রুর সামরিক যান ধ্বংস


      আল-কায়েদা পূর্ব আফ্রিকা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা সোমালিয়া এবং কেনিয়ার কৃত্রিম সীমান্তে অবস্থিত উপকূলীয় অঞ্চলে একটি সফল অভিযান পরিচালনা করেছেন।

      শাহাদাহ এজেন্সির বরাতে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর, কেনিয়ার লামু জেলার কিউঙ্গা শহরের কাছে একটি বোমা হামলা চালিয়েছেন আশ-শাবাব মুজাহিদিনরা। উক্ত বোমা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ান বাহিনীর ভারী মেশিনগান সজ্জিত একটি সামরিক যান ধ্বংস হয়ে যায়। এসময় সামরিক যানটিতে থাকা সমস্ত শত্রু সৈন্য নিহত হয়।


      তথ্যসূত্র:
      https://tinyurl.com/ycbrkes8
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        ইমারাতে ইসলামিয়ার ঘোর প্রদেশে টেলিযোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ, সক্রিয় হলো ২৬টি নতুন সাইট



        ইমারাতে ইসলামিয়ার ঘোর প্রদেশে টেলিযোগাযোগ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ২৬টি নতুন টেলিযোগাযোগ সাইট চালু করা হয়েছে। এর ফলে কয়েক হাজার পরিবার আধুনিক টেলিযোগাযোগ সেবার আওতায় এসেছে।

        ঘোর প্রদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক মৌলভী মোহাম্মদ ইউসুফ হাফিযাহুল্লাহ জানান, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রদেশের বিভিন্ন এলাকায় মোট ২৬টি টেলিযোগাযোগ সাইট চালু করা হয়েছে এবং বর্তমানে সাধারণ জনগণ এগুলো ব্যবহার করছেন।

        তিনি বলেন, এসব সাইটের মধ্যে ১২টি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উন্নয়ন বাজেট থেকে এক মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ে স্থাপন করা হয়েছে। বাকি ১৪টি সাইট সংশ্লিষ্ট টেলিযোগাযোগ কোম্পানিগুলোর নিজস্ব উদ্যোগে চালু করা হয়।

        তিনি আরও জানান, এই টেলিযোগাযোগ সাইটগুলো পাসাবন্দ, দু লায়না, মুর্ঘাব, চারসাদা, দৌলত ইয়ার, সাঘার, তাইওরা, তুলাক, লাল ওয়া সারজাঙ্গল জেলা এবং প্রাদেশিক রাজধানী ফিরোজকোহে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ভয়েস ও ইন্টারনেট সেবা প্রদান করছে।

        নতুন এসব টেলিযোগাযোগ সাইট চালুর ফলে ঘোর প্রদেশে প্রায় ৭০ হাজার পরিবার সরাসরি যোগাযোগ সেবার আওতায় এসেছে। এতে করে প্রদেশটির বিভিন্ন দুর্গম এলাকায় বসবাসকারী জনগণের দৈনন্দিন যোগাযোগ কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।


        তথ্যসূত্র:
        1. 26 New Telecommunication Sites Activated in Ghor
        https://tinyurl.com/mr8htz35
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          যানজট নিরসনে কাবুলে আরও ১টি ফ্লাইওভার নির্মাণ শুরু, মেগাপ্রকল্পে বদলে যাচ্ছে কাবুলের রূপ



          ৩০ ডিসেম্বর কাবুল প্রাদেশিক কার্যালয়ের সামনে নতুন একটি ফ্লাইওভার নির্মাণ প্রকল্প উদ্বোধনের সময় বক্তব্য রাখেন ইমারাতে ইসলামিয়ার প্রশাসনিক উপপ্রধানমন্ত্রী মৌলভী আব্দুস সালাম হানাফি হাফিযাহুল্লাহ। এই সময় আরও উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার হাফিযাহুল্লাহ এবং মন্ত্রীসভার বেশ কয়েকজন সদস্য ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

          বক্তব্যে কাবুল পৌরসভার বাস্তবসম্মত প্রচেষ্টা ও সাফল্যের প্রশংসা করেছেন হানাফি হাফিযাহুল্লাহ।

          এই সময় তিনি মধ্য কাবুলে ২৮৩ মিটার দৈর্ঘ্য ও ১৮ মিটার প্রস্থের একটি বিস্তৃত ফ্লাইওভার নির্মাণের উদ্বোধন ঘোষণা করেন। এতে ব্যয় হবে ৪৬ লক্ষ ২০ লক্ষ আফগানি। আগামী ১৫ মাসের মধ্যে প্রকল্পটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

          তিনি আরও উল্লেখ করেন, চলতি বছরে কাবুল পৌরসভার অধীনে ২৫৮টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন আছে, এর মধ্যে ২০০টি প্রকল্পে বর্তমানে নির্মাণ কাজ চলছে।

          এছাড়া গত ৪ বছরে প্রধান ও শাখা সড়ক মিলিয়ে ৩৫০ কিলোমিটার রাস্তা নির্মাণ সম্পন্ন ও চালু করেছে কাবুল পৌরসভা। ১৪০৪ সৌরহিজরি সালে কাবুল পৌরসভার উন্নয়নে ৮১১.৩ কোটি আফগানি বাজেট বরাদ্দ করা হয়েছে। এই বাজেট সম্পূর্ণ প্রয়োগের ফলে নগরের উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন সাধিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

          ট্রাফিক সাইন ও বোর্ড স্থাপন, পার্কিং সুবিধা নির্মাণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পসহ পৌরসভার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন উপপ্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ভবিষ্যতে শহরের রাস্তায় মেট্রো, ট্রামওয়ে ও বিআরটি (দ্রুত বাস ট্রানজিট) সিস্টেম চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে ইমারাতে ইসলামিয়া। এই সকল উদ্যোগ কাবুল ও অন্যান্য শহরে পরিবেশগত মান উন্নয়ন, সবুজায়ন এবং শহুরে নান্দনিকতায় অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

          উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও সামাজিক কল্যাণ প্রসারে ইমারাতে ইসলামিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন উপপ্রধানমন্ত্রী হানাফি হাফিযাহুল্লাহ। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নির্মল রাখতে কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য নাগরিকদের প্রতি তিনি আহ্বান জানান।


          তথ্যসূত্র:
          1. https://tinyurl.com/26dnpsrf
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            মুজাহিদদের হাতে মালির রাজধানী বামাকোর কেন্দ্রীয় কারাগারের প্রধান সহ আটক ৩



            পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর উপকন্ঠে থেকে জান্তা বাহিনীর এক কর্মকর্তা ও তার ২ দেহরক্ষীকে বন্দী করে নিয়েছেন সশস্ত্র ইসলামি প্রতিরোধ যোদ্ধারা

            আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায়, আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা
            মালির রাজধানী বামাকোর উপকণ্ঠে একটি সফল অভিযান পরিচালনা করেছেন। এই অভিযানের মাধ্যমে মুজাহিদিনরা শত্রু বাহিনীর ৩ সদস্যকে বন্দী করেন। বন্দী এই শত্রু সদস্যদের একজন হচ্ছেন রাজধানী বামাকোর কেন্দ্রীয় কারাগারের প্রধান অফিসার আহমেদ তোরে এবং অন্য দু’জন হচ্ছে তার দেহরক্ষী।

            তথ্যসূত্র:
            https://tinyurl.com/4s9beepj

            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              ইমারাতে ইসলামিয়ার জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বালখ প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের নিবিড় মনিটরিং



              আফগানিস্তানের জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুসংহত ও নিরাপদ রাখতে বালখ প্রদেশে ব্যাপক মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়া। গত এক মাসে বালখ প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের মনিটরিং ও পরিদর্শন টিম প্রদেশজুড়ে চিকিৎসা ও খাদ্যসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি কার্যক্রম সম্পন্ন করে।

              বালখ প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের পরিচালক আল-হাজ্জ রহমতুল্লাহ মানসুর হাফিযাহুল্লাহ-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মনিটরিং ও পরিদর্শন বিভাগের প্রধান ডা. জাভিদ সারাজির নেতৃত্বে এই কার্যক্রম বাস্তবায়িত হয়। উক্ত সময়ে মোট ১৫০টি চিকিৎসা ও খাদ্য প্রতিষ্ঠানে মনিটরিং ও পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

              পরিদর্শনকালে টিমগুলো ৫৮টি ফার্মেসি, ১৬টি পাইকারি বিক্রয় কেন্দ্র, ৪টি ওষুধ কোম্পানি, ১টি উৎপাদন কারখানা, ১টি ক্লিনিক, ২টি হাসপাতাল, ৩৬টি স্বাস্থ্যকেন্দ্র, ১২টি ল্যাবরেটরি এবং ২টি এক্স-রে সেন্টারে মনিটরিং অভিযান চালিয়েছে। সংশ্লিষ্ট টিমগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রম পর্যবেক্ষণ করে।
              পর্যবেক্ষণ শেষে জনস্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত নীতিমালা লঙ্ঘনের অপরাধে ১২টি ফার্মেসি, ২টি পাইকারি দোকান এবং ৪টি স্বাস্থ্য কেন্দ্র বন্ধ করে দিয়েছে।

              বালখ প্রাদেশিক জনস্বাস্থ্য অধিদপ্তরের এই ধারাবাহিক মনিটরিং কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রাদেশিক পর্যায়ে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকলে স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।


              তথ্যসূত্র:
              1.Monitoring and Inspection Department of Balkh Public Health Directorate Carries out Following Monitoring Activities Over the Past One Month
              https://tinyurl.com/3dwy6nze
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                বিএম-২১ রকেট লঞ্চার চালনায় প্রশিক্ষণ সম্পন্ন করল ইমারাতে ইসলামিয়ার আরও ২৫ জন সেনাসদস্য



                ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত আর্টিলারি বিভাগে আরও ২৫ জন সেনা বিএম-২১ রকেট লঞ্চার চালনায় সফলভাবে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। প্রশিক্ষণে সেনাগণ এক মাসব্যাপী তাত্ত্বিক, কৌশলগত ও প্রায়োগিক দক্ষতা অর্জন করেছেন।

                মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টে ৩০ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে। এই উপলক্ষ্যে আয়োজিত সেনা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈতিক দিকনির্দেশনা বিভাগের প্রধান মৌলভী আবু মকবুল আকিফ হাফিযাহুল্লাহ, আর্টিলারি বিভাগের প্রধান মৌলভী রহমতুল্লাহ নাজিম হাফিযাহুল্লাহ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

                কর্মকর্তাগণ তাদের বক্তব্যে বলেন, যদি কোন দেশে শক্তিশালী আর্টিলারি বাহিনী প্রস্তুত থাকে, তবে সে দেশের ওপর বহিঃশক্তি আক্রমণে সাহস পায় না। কাজেই এই ধরনের প্রশিক্ষণ দেশের সীমান্ত রক্ষার জন্য অত্যন্ত কার্যকরী উদ্যোগ।

                আপন দায়িত্বের প্রতি মনোযোগী হতে ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দায়িত্বশীল হতে তাঁরা সেনাদের নসিহত করেন। এছাড়া নৈতিক শক্তি অর্জন, আমিরের প্রতি আনুগত্য ও শ্রদ্ধাশীল হতে তাঁরা পরামর্শ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ লাভকারী সেনাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।


                তথ্যসূত্র:
                1. https://tinyurl.com/8mcdrw82
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment

                Working...
                X