Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ২৩ রজব, ১৪৪৭ হিজরি || ১৩ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ২৩ রজব, ১৪৪৭ হিজরি || ১৩ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    স্বচ্ছ নিলাম প্রক্রিয়ায় আরও ৪,১৭৭ ক্যারেট পান্না বিক্রয় করল ইমারাতে ইসলামিয়া প্রশাসন



    আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত এক নিলামে উল্লেখযোগ্য পরিমাণ পান্না বিক্রি করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন।

    পাঞ্জশির প্রদেশের প্রাদেশিক সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক এক নিলামে মোট ৪ হাজার ১৭৭ ক্যারেট পাঞ্জশিরের পান্না স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। এই পান্নাগুলোর মোট বিক্রয়মূল্য নির্ধারিত হয় ৪৭ হাজার ৬১০ মার্কিন ডলার।

    নিলাম কার্যক্রমটি প্রদেশের খনিজ তদারকি কমিটির একটি প্রতিনিধিদলের উপস্থিতিতে সম্পন্ন হয়। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পান্না বিক্রির পরিমাণ ক্রমান্বয়ে বাড়ায় স্থানীয় বাজারে অর্থনৈতিক সচলতা বৃদ্ধি পাচ্ছে এবং একই সঙ্গে ইমারাতে ইসলামিয়ার রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে।

    উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারাতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।


    তথ্যসূত্র:
    1.4,177 carats of Panjshir emeralds were sold to local traders for $47,610
    https://tinyurl.com/37akwxbf
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে কাবুলে আফগান–চীন যৌথ বাজারের উদ্বোধন


    আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উদ্যোগে কাবুলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আফগান–চীন যৌথ বাজার। আফগান ও চীনা ব্যবসায়ীদের সম্মিলিত বিনিয়োগে প্রতিষ্ঠিত এই বাজারটি দেশের বাণিজ্যিক পরিসর সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    ১২ জানুয়ারি, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানায়, নতুনভাবে চালু হওয়া এই আফগান–চীন বাজারে প্রায় ২৮,০০০ ধরনের চীনা পণ্য পাওয়া যাচ্ছে। বাজারটি ইতোমধ্যে কাবুলবাসীর জন্য উন্মুক্ত করা হয়েছে।

    প্রকল্প তত্ত্বাবধায়ক কর্মকর্তারা জানিয়েছেন, বাজারে সরবরাহকৃত পণ্যসমূহ মানসম্মত হওয়ার পাশাপাশি প্রতিযোগিতামূলক মূল্যে বিক্রি করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন ভোক্তাদের পণ্যের পছন্দের পরিসর বাড়বে, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীরাও প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।

    তারা আরও বলেন, এ ধরনের যৌথ উদ্যোগ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, আফগানিস্তান ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়ক হবে এবং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ প্রশস্ত করবে।

    আফগান–চীন বাজারের উদ্বোধন আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বৃহত্তর প্রয়াসের একটি অংশ। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।


    তথ্যসূত্র:
    1.Afghanistan–China joint market opens in Kabul
    https://tinyurl.com/2kav4wfx
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ৭৮০ মিলিয়ন আফগানি ব্যয়ে তাখার প্রদেশে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের কাজ শুরু


      তাখার প্রদেশে যোগাযোগ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পের প্রথম ধাপের নির্মাণকাজ শুরু করেছে ইমারাতে ইসলামিয়া। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ৭৮০ মিলিয়ন আফগানি ব্যয় নির্ধারণ করা হয়েছে।

      তাখার প্রাদেশিক গণপূর্ত বিভাগ জানিয়েছে, চলমান প্রকল্পগুলোর মধ্যে রয়েছে দাশত-ই-আর্চি–খাজা ঘার সড়ক, খাজা বাহাউদ্দিন–ইয়াঙ্গি কালা সড়ক এবং খাজা ঘার–দাশত-ই-ক্বালা সড়ক। তাখার প্রাদেশিক গণপূর্ত বিভাগের প্রধান আমির মোহাম্মদ হুদাইফা জানান, দাশত-ই-আর্চি–খাজা ঘার সড়ক নির্মাণে ৪৭০ মিলিয়ন আফগানি বরাদ্দ করা হয়েছে এবং সেখানে কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, খাজা ঘার–দাশত-ই-ক্বালা সড়কের দৈর্ঘ্য ৭০ কিলোমিটার এবং চলতি বছরে এ সড়কের নির্মাণকাজের জন্য ১৩১ মিলিয়ন আফগানি বরাদ্দ দেওয়া হয়েছে।

      সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করলেও কাজের গতি আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। দাশত-ই-ক্বালা এলাকার বাসিন্দা আবদুল বাসির বলেন, গ্রীষ্মকালে ধুলাবালি আর শীতকালে কাদার কারণে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। কাজ পুনরায় শুরু হওয়ায় মানুষের মনে আবার আশা জেগেছে।

      গণপূর্ত বিভাগ জানিয়েছে, প্রথম ধাপের কাজ শেষ হলে এসব সড়ক প্রকল্পের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ শুরু করা হবে। স্থানীয়দের প্রত্যাশা, ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ উন্নয়ন কার্যক্রমে আরও গতি এনে তাখার প্রদেশের যোগাযোগ ও জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।


      তথ্যসূত্র:
      1.Takhar Begins Construction on Three Key Roads Worth 780 Million Afghanis
      https://tinyurl.com/2wvhdejn
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আল্লাহ তা’আলা ইমারাতে ইসলামিয়াতে ভরপুর বারাকাহ দান করুন। এবং আমাদেরকে ইসলামী ইমারাতের ছায়াতলে আসার তাউফীক দান করুন, আমীন।

        Comment

        Working...
        X