Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ৩০ রজব, ১৪৪৭ হিজরি || ২০ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ৩০ রজব, ১৪৪৭ হিজরি || ২০ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    দোহায় আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন ইমারাতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনী প্রধান


    ১৯ জানুয়ারি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ও সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার সশস্ত্র বাহিনী প্রধান ক্বারি মুহাম্মদ ফাসিহউদ্দিন ফিতরাত হাফিযাহুল্লাহ।

    দোহায় প্রতি বছর প্রতিরক্ষা বিষয়ক এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে থাকে। আফগানিস্তান ছাড়াও অন্যান্য বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনী প্রধান ও সামরিক কর্মকর্তাবৃন্দ এতে অংশগ্রহণ করেছেন।

    উল্লেখ্য যে, গত বছর ইমারাতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মুহাম্মদ ইয়াকুব মুজাহিদ হাফিযাহুল্লাহ এবং সশস্ত্র বাহিনী প্রধান ফিতরাত হাফিযাহুল্লাহ উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন।


    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/5n87crh4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের বাণিজ্য কর্মকর্তাদের সাথে ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দলের বৈঠক



    ১৯ জানুয়ারি বাংলাদেশের বাণিজ্য সচিব জনাব মাহবুবুর রহমানের সাথে এক বৈঠক অংশগ্রহণ করেছেন ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভী আহমদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ।

    শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উল্লেখ করা হয়, ইমারাতে ইসলামিয়ার প্রতিনিধি দলকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ। দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক উন্নয়নের উদ্যোগে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

    উক্ত বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য চুক্তি সম্পাদন, ব্যাংকিং পরিষেবা, আফগান পণ্যের জন্য অগ্রাধিকারমূলক শুল্ক, বাণিজ্য বৃদ্ধি এবং আফগানিস্তানে বাংলাদেশের ওষুধ ও টেক্সটাইল পণ্য আমদানির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

    এছাড়া কাবুল ও ঢাকায় যৌথ বাণিজ্য প্রদর্শনী আয়োজন, উভয় দেশে বাণিজ্য প্রতিনিধি নিয়োগ এবং বাণিজ্য বাধা দূরীকরণের লক্ষ্যে একটি যৌথ কমিটি গঠনে সম্মত হয়েছে দুই পক্ষ।

    বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য সুযোগ উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে একটি শক্তিশালী ভিত্তিস্বরূপ। ভবিষ্যতে সহযোগিতা বজায় রাখার লক্ষ্যে কাবুল ও ঢাকায় অনুরূপ বৈঠক আয়োজনে তারা আগ্রহ প্রকাশ করেছেন।

    উল্লেখ্য যে, ১৮ জানুয়ারি ৫০ জন আফগান ব্যবসায়ী সমন্বয়ে ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী নেতৃত্বাধীন প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছেন।

    তথ্যসূত্র:
    1. https://tinyurl.com/3pxbydez
    2. https://tinyurl.com/39s8vxr6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      বুরকিনা ফাসোতে জেএনআইএম এর ১৬টি পৃথক অভিযানে ৬টি সামরিক অবস্থান বিজয়; নিহত অন্তত ১৬ শত্রু সেনা



      গত ১১ থেকে ১৯ জানুয়ারি বুরকিনা ফাসোর কায়া, গৌয়া, ওয়াহিগৌয়া, দেদুগু, সেনৌ, লোরৌম এবং ফাদাঙ্গুরমা, এই ৭ রাজ্যে পৃথক ১৬টি অভিয়ানে একটি মিলিশিয়া সদর দপ্তর এবং ৫টি মিলিশিয়া চৌকি ও সামরিক পোস্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদগণ। এসময় বুরকিনান জান্তা বাহিনী এবং আঞ্চলিক মিলিশিয়া দলের অন্তত ১৬ সেনা উক্ত অভিযানগুলোতে নিহত হয়।

      এসকল অভিযানের মাধ্যমে জেএনআইএম মুজাহিদিনরা শত্রু বাহিনীর বেশকিছু যানবাহন ধ্বংস এবং পুড়িয়ে দেন। এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল, অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গণিমত হিসেবে জব্দ করেন।

      উক্ত অভিযানগুলোতে প্রাপ্ত গণিমতের কিছু দৃশ্য…

      তথ্যসূত্র
      https://tinyurl.com/3j7n6jzc
      https://tinyurl.com/4dpad5ej
      https://tinyurl.com/5n9av47r
      https://tinyurl.com/wna45zn9
      https://tinyurl.com/2kpw89j4
      https://tinyurl.com/5n89c4t7
      https://tinyurl.com/3u45wukc
      https://tinyurl.com/prrh59p5
      https://tinyurl.com/5n98xhct
      https://tinyurl.com/2txcudby
      https://tinyurl.com/mt873b6x
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment


      • #4
        আকাশপথে বাণিজ্যে নতুন অধ্যায়: কাবুলে পৌঁছাল আরিয়ানার বিশেষ কার্গো উড়োজাহাজ


        আফগানিস্তানের আকাশপথে বাণিজ্যিক পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং দেশের প্রাচীনতম বিমান সংস্থা আরিয়ানা আফগান এয়ারলাইন্স নতুন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি, সোমবার কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করেছে সংস্থাটির একটি বিশেষ চার্টার কার্গো উড়োজাহাজ।

        প্রাপ্ত তথ্যানুযায়ী, আরিয়ানা আফগান এয়ারলাইন্সের এই বিশেষ কার্গো উড়োজাহাজটি বোয়িং ৭৩৭-৩০০ মডেলের, যা একবারে প্রায় ১৬ দশমিক ৫ টন বাণিজ্যিক পণ্য পরিবহনে সক্ষম। উড়োজাহাজটি মূলত কাবুল–দিল্লি রুটে বাণিজ্যিক পণ্য পরিবহনের জন্য নির্ধারিত থাকবে। এ লক্ষ্যে সংস্থাটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সারপ্লেক্স নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ছয় মাস মেয়াদি একটি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে।

        আরিয়ানা আফগান এয়ারলাইন্সের সভাপতি হাজি মৌলভী বখতুর রহমান শরাফত হাফিযাহুল্লাহ জানান, জাতীয় ব্যবসায়ীদের সহায়তা এবং দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কার্গো নেটওয়ার্ক সম্প্রসারণ, আকাশপথে রপ্তানি বৃদ্ধি, বাণিজ্যিক পরিবহন সহজীকরণ এবং আফগানিস্তানের বিমান পরিবহন সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবেই এই বিশেষ কার্গো উড়োজাহাজ চালু করা হয়েছে।

        এই কার্গো উড়োজাহাজ চালুর মাধ্যমে রপ্তানি পণ্যের দ্রুত পরিবহন, আকাশপথে লজিস্টিক সুবিধা বৃদ্ধি এবং জাতীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত সমস্যাগুলো অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবসায়ীরা স্বল্প খরচে, নিরাপদ উপায়ে তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পাবেন।

        আরিয়ানা আফগান এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাতীয় ব্যবসায়ীদের জন্য মানসম্মত, নির্ভরযোগ্য বিমান কার্গো সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। একই সঙ্গে আফগানিস্তানকে আঞ্চলিক পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।


        তথ্যসূত্র:
        1. د آريانا افغان هوايي شرکت ځانګړې چارتر کارګو الوتکه کابل ته راورسېده
        https://tinyurl.com/2nak6rv8
        নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

        Comment


        • #5
          মালির কায়েস অঞ্চলে জান্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে জেএনআইএম এর হামলায় পাঁচ শত্রু সেনা নিহত



          জেএনআইএম মুজাহিদরা পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে অর্থনৈতিক ও জ্বালানি অবরোধের পাশাপাশি শহরের উপকণ্ঠের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা এবং সেগুলো নিয়ন্ত্রণ নিতে শুরু করেছেন।

          এর মাঝে গত ১৮ জানুয়ারী মালির কায়েস অঞ্চলে জান্তা বাহিনীর কনভয় লক্ষ্য করে জেএনআইএম মুজাহিদদের পরিচালিত একটি অতর্কিত হামলায় পাঁচ সেনা নিহত হয়। এসময় বেশ কিছু মেশিনগান, প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম গণিমত হিসেবে জব্দ করেন জেএনআইএম মুজাহিদরা। কায়েস রাজ্যের ফোসো এবং বেমা’র মধ্যবর্তী সড়কে পরিচালিত উক্ত হামলায় মালির জান্তা বাহিনীর দুইটি সাঁজোয়া যানও ধ্বংস হয়।

          উক্ত অভিযানের কিছু স্থির চিত্র…



          একইদিন সকালে মালির নোসোম্বোগো এবং কৌলিকোরো অঞ্চলে অতর্কিত আক্রমন চালিয়ে মালির জান্তা বাহিনী একটি সামরিক চেকপয়েন্ট সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেন জেএনআইএম মুজাহিদরা।

          এছাড়া এদিন সিকাসো রাজ্যের সিকাসো এবং লুলোনির মধ্যবর্তী সড়কে জান্তা বাহিনীর অপর এক সাঁজোয়া যানকে বিস্ফোরক ডিভাইস দ্বারা লক্ষ্যবস্তু বানান জেএনআইএম মুজাহিদরা।

          তার আগে গত ১২ জানুয়ারী কায়েস অঞ্চলের নিওরো শহরের দক্ষিণে মালির জান্তা বাহিনীর একটি সাঁজোয়া যানকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তথা আইইডি দিয়ে লক্ষ্যবস্তু করেন জেএনআইএম মুজাহিদরা। এতে শত্রু বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়।

          একইদিন সকালে সেগৌ রাজ্যের বারৌল এলাকায় অতর্কিত আক্রমন চালিয়ে মালির জান্তা বাহিনীর অপর একটি সামরিক পোস্টের নিয়ন্ত্রণ নেন জেএনআইএম মুজাহিদরা।

          তথ্যসূত্র
          https://tinyurl.com/2vvmxw7v
          https://tinyurl.com/2yenj58b
          https://tinyurl.com/ycyjtb3z
          https://tinyurl.com/3a9yf4xt
          https://tinyurl.com/2h55t4mr
          https://tinyurl.com/29k3z55v
          নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

          Comment


          • #6
            কাশ্মীরি স্বাধীনতাকামী মুজাহিদদের সাথে বন্দুক যুদ্ধে দখলদার ভারতীয় বাহিনীর ১ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত


            জম্মু-কাশ্মীরের কিস্তোওয়ার জেলায় কাশ্মীরি স্বাধীনতাকামী মুজাহিদদের সাথে বন্দুক যুদ্ধে এক দখলদার ভারতীয় সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

            ১৮ জানুয়ারি রবিবার সন্ধ্যায় কিস্তোওয়ার জেলার প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল সোনার গ্রামে পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান আরম্ভ করে দখলদার ভারতীয় সেনারা। এই অভিযান গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। এই সময় স্বাধীনতাকামী মুজাহিদিন দখলদার ভারতীয় বাহিনীর হামলা প্রতিহত করতে বন্দুক যুদ্ধে অবতীর্ণ হয়। ফলে দখলদার ভারতীয় বাহিনীর ১ সেনা নিহত এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।

            তবে উক্ত এলাকায় ড্রোন ও স্নিফার কুকুরের সমন্বয়ে দখলদার ভারতীয় সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনীর একাধিক দল তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে।


            তথ্যসূত্র:
            1. https://tinyurl.com/s77bxwpt
            2. https://tinyurl.com/8mpmm827
            নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

            Comment


            • #7
              স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আফগানিস্তান বাণিজ্য আলোচনা


              ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ বাংলাদেশে সফরকালে এদেশের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী পরিদর্শন করেন। এ সময় তিনি বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও বাস্তবভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

              আলোচনায় বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রধান জানান, আফগানিস্তানে উচ্চমানের ওষুধ ও চিকিৎসা সামগ্রী রপ্তানিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বাংলাদেশের ওষুধ শিল্প আন্তর্জাতিক মানের এবং মাননিয়ন্ত্রণ ব্যবস্থাও সুসংহত, যা আফগানিস্তানের স্বাস্থ্যখাতের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

              শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান এ উদ্যোগকে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য স্বাগত জানিয়েছে। একই সঙ্গে উভয় পক্ষ বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাস্তব ও কার্যকর অর্থনৈতিক সহযোগিতায় উন্নীত করার বিষয়ে একমত পোষণ করে।

              সাক্ষাৎ শেষে জানানো হয়, পারস্পরিক আস্থা জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিসর সম্প্রসারণের লক্ষ্যে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে দুই পক্ষ। এই উদ্যোগ আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।


              তথ্যসূত্র:
              1. Deputy Minister of Industry and Commerce of the Islamic Emirate, Ahmadullah Zahid, met with the head
              https://tinyurl.com/3cka5yk7
              নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

              Comment


              • #8
                ইমারাতে ইসলামিয়ার গজনি প্রদেশে ২৬টি নতুন টেলিযোগাযোগ সাইট চালু


                ইমারাতে ইসলামিয়ার গজনি প্রদেশে টেলিযোগাযোগ সেবার পরিধি বিস্তারের লক্ষ্যে সালাম টেলিকম নেটওয়ার্কের ২৬টি নতুন সাইট চালু করে জনসাধারণের ব্যবহারের জন্য হস্তান্তর করা হয়েছে। প্রাদেশিক রাজধানীসহ ১৪টি জেলায় এসব সাইট সক্রিয় হওয়ায় মোবাইল ও ইন্টারনেট সেবার মানে দৃশ্যমান উন্নতি এসেছে। এর ফলে গজনির হাজার হাজার বাসিন্দা নিরবচ্ছিন্ন যোগাযোগ সুবিধার আওতায় আসছেন।

                ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে মোট ৫৬০টি টেলিযোগাযোগ সাইট স্থাপনের একটি জাতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ২০০টির বেশি সাইট সম্পন্ন হয়েছে।

                মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ আলোকজাই হাফিযাহুল্লাহ জানান, পূর্বে যেখানে কোনো টেলিযোগাযোগ সুবিধা ছিল না, এমন এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে এই সাইটগুলো স্থাপন করা হচ্ছে। তিনি বলেন, গজনি প্রদেশে বরাদ্দপ্রাপ্ত ২৬টি সাইট ইতোমধ্যে চালু হয়েছে এবং সেগুলো এখন পুরোপুরি কার্যকর রয়েছে।

                তিনি আরও জানান, সারা দেশে ধীরে ধীরে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের সেবা থেকে চতুর্থ প্রজন্মের সেবায় রূপান্তরের কাজ চলছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এক সময় দেশে চতুর্থ প্রজন্মের সেবাগ্রহীতার সংখ্যা ছিল প্রায় ১২ লাখ, যা বর্তমানে বেড়ে ৭০ লাখে পৌঁছেছে। সেবার মান উন্নয়ন ও জনসাধারণের চাহিদা পূরণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

                সরকারি তথ্য অনুযায়ী, গত চার বছরে গজনি প্রদেশে প্রায় ১৫০টি নতুন টেলিযোগাযোগ সাইট চালু হয়েছে। পাশাপাশি অতীতের সংঘর্ষে ধ্বংস হওয়া ১৫টি সাইট পুনর্নির্মাণ করা হয়েছে। প্রদেশজুড়ে প্রায় ১৩৫টি সাইটে সেবা উন্নীত করে দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম থেকে চতুর্থ প্রজন্মে রূপান্তর সম্পন্ন করা হয়েছে।

                স্থানীয় বাসিন্দারা জানান, নতুন সাইট চালুর ফলে দীর্ঘদিনের যোগাযোগ সংকট অনেকটাই দূর হয়েছে। গজনির বাসিন্দা খাইরুল্লাহ বলেন, আগে একটি ফোনকল করতে হলেও উঁচু জায়গায় উঠতে হতো। এখন সাইটগুলো চালু হওয়ায় যোগাযোগ সহজ হয়েছে এবং ভোগান্তি কমেছে। তবে তিনি উল্লেখ করেন, এখনও কিছু প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছেনি। আরেক বাসিন্দা মোহাম্মদ আনোয়ার বলেন, কিছু এলাকায় এখনো ফোন কাজ করে না এবং সেসব স্থানে নতুন অ্যান্টেনা স্থাপনের প্রয়োজন রয়েছে।

                সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গজনি প্রদেশে যেখানে এখনো টেলিযোগাযোগ সুবিধা নেই অথবা সীমিত রয়েছে, সেখানে আরও ২৪টি নতুন সাইট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে প্রদেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটবে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ হবে বলে আশা করা হচ্ছে।


                তথ্যসূত্র:
                1. Ghazni Expands Mobile and Internet Services with 26 New Sites
                https://tinyurl.com/3ywnwxwc
                নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                Comment


                • #9
                  কাবুলে রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস খারেজি গোষ্ঠী



                  আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি রেস্টুরেন্টে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) খারেজি গোষ্ঠী। ১৯ জানুয়ারি বিকালে শাহর-ই-নাও এলাকার গুলফ্রোশি গলিতে চীনা-আফগান যৌথ মালিকানাধীন একটি রেস্টুরেন্টে এই বিস্ফোরণ ঘটেছে। একটি আত্মঘাতী বোমা হামলার মাধ্যমে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

                  কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান হাফিযাহুল্লাহ বলেছেন, এই বিস্ফোরণে ১ জন চীনা নাগরিকসমহ কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং ১০ জনের বেশি আহত হয়েছেন।

                  তিনি আরও জানান, এটি একটি নুডলস রেস্তোরাঁ ছিল। চীনা মুসলিম আব্দুল মাজিদ, তার স্ত্রী ও আফগান অংশীদার আব্দুল জব্বার মাহমুদ যৌথভাবে এটি পরিচালনা করে আসছিলেন।

                  খারেজি গ্রুপ আইএস এর এই হামলায় চীনা নাগরিকদের টার্গেট করা হয়েছে বলে জানানো হয়েছে। এই হামলায় আফগান ও চীনা নাগরিকসহ সাধারণ মুসলমানদের জানমালের উল্লেখযোগ্য ক্ষতি সাধিত হয়েছে।


                  তথ্যসূত্র:
                  1. https://tinyurl.com/7s5rn394
                  নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

                  Comment


                  • #10
                    হে আল্লাহ, ইমারাতে ইসলামিয়ার উন্নয়ন ও সারা বিশ্বের সকজ মুজাহিদীনের বিজয়ের এই ধারা অব্যহত রাখুন,আমীন।

                    Comment

                    Working...
                    X