Announcement

Collapse
No announcement yet.

মুজাহিদীন নিউজ || ০১ শাবান, ১৪৪৭ হিজরি || ২১ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • মুজাহিদীন নিউজ || ০১ শাবান, ১৪৪৭ হিজরি || ২১ জানুয়ারি, ২০২৬ ঈসায়ী

    ইমারাতে ইসলামিয়া এবং ইসলামি শরিয়াহর মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব



    কাবুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ধর্মীয় শিক্ষার্থীদের এক সমাবর্তন অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার আইনমন্ত্রী মৌলভী আব্দুল হাকিম হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে বিদ্যমান ইসলামি ব্যবস্থা অনন্য এবং এর কোনো তুলনা নেই। তিনি বলেন, গত দুই দশকে আফগান জনগণ যে ত্যাগ স্বীকার করেছে, তার মূল উদ্দেশ্য ছিল শরিয়াহভিত্তিক একটি ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা বর্তমানে বাস্তব রূপ লাভ করেছে।

    অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী মন্ত্রী বলেন, এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে আজও সবাইকে ত্যাগের মানসিকতা ধারণ করতে হবে এবং প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হবে।

    তিনি জোর দিয়ে বলেন, জ্ঞান, শরিয়াহ এবং রাষ্ট্রব্যবস্থার মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। এ ক্ষেত্রে সামান্য শিথিলতা দেখা দিলে ইসলামি শিক্ষা, ধর্ম ও শাসনব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ন হবে। তবে দায়িত্বশীলতা ও অঙ্গীকার বজায় থাকলে ইসলামি শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার সম্মান অটুট থাকবে বলে তিনি উল্লেখ করেন।

    আব্দুল হাকিম হাফিযাহুল্লাহ আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে তিনি আলেম সমাজ ও সরকারি দায়িত্বশীলদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।


    তথ্যসূত্র:
    1. Justice Minister: Afghan Islamic System Has No Parallel
    https://tinyurl.com/mwn5bsp4
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ফার্মাসিউটিক্যাল শিল্পে আত্মনির্ভরতার পথে ইমারাতে ইসলামিয়া


    ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানে স্বাস্থ্য খাতে আত্মনির্ভরতার লক্ষ্যে দেশীয় ঔষধ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে। দেশের গুরুত্বপূর্ণ ফার্মাসিউটিক্যাল শিল্পের একটি প্রতিষ্ঠান স্নোফার্মা কারখানায় উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ।

    তিনি জানান, বর্তমানে স্নোফার্মা কারখানায় মোট ১৯৯ ধরনের ঔষধ উৎপাদন করা হচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উৎপাদন সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগ দেশের স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ আরও বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী এই কারখানা শীঘ্রই দেশের মোট ওষুধের চাহিদার প্রায় চল্লিশ শতাংশ পূরণ করতে সক্ষম হবে। এর ফলে আমদানিনির্ভরতা কমে আসবে এবং দেশীয় শিল্প আরও শক্তিশালী ভিত্তি লাভ করবে।

    এর আগে কাবুলের ঔষধ ব্যবসায়ীরা জানিয়েছিলেন, পাকিস্তান থেকে ঔষধ আমদানি বন্ধ হওয়ার পরও দেশীয় উৎপাদন এবং ভারতীয় ওষুধের সরবরাহের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ চাহিদা কার্যকরভাবে পূরণ করা সম্ভব হয়েছে। সামগ্রিকভাবে এসব অগ্রগতি ইমারাতে ইসলামিয়ার অধীনে স্বাস্থ্য খাতে আত্মনির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    তথ্যসূত্র:
    1. Production Rises at Snowpharma Pharmaceutical Facility
    https://tinyurl.com/mvcdfhb6
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      ইমারাতে ইসলামিয়ার বিশেষ ইউনিটের অভিযানে লাঘমান প্রদেশে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার


      লাঘমান প্রদেশে নিরাপত্তা জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ২০১ খালিদ বিন ওয়ালিদ বাহিনীর বিশেষ ইউনিটের পক্ষ থেকে একটি সফল অভিযান চালানো হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

      প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১ খালিদ বিন ওয়ালিদ বাহিনীর অনুসন্ধান ও গোয়েন্দা শাখার সদস্যরা একাধিক সমন্বিত অভিযানের মাধ্যমে লাঘমান প্রদেশের আলিশেং জেলার মিল দরহ এলাকায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন। জব্দকৃত সামগ্রীর মধ্যে বিভিন্ন ধরনের ভারী ও হালকা অস্ত্রের গোলাবারুদভর্তি মোট ২২৬টি বাক্স এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এসব সামগ্রী অবৈধভাবে মজুত করা হয়েছিল এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছিল।

      নিরাপত্তা সংশ্লিষ্ট মহল মনে করছে, এ ধরনের অভিযান লাঘমান প্রদেশে স্থিতিশীলতা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ অপসারণের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ঝুঁকি হ্রাস পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

      তথ্যসূত্র:
      1. د ٢٠١ خالد بن وليد رض قول اردو منسوبینو له لوري ګڼ شمیر وسلې او مهمات ونیول شول
      https://tinyurl.com/msmepnxj
      নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

      Comment

      Working...
      X