রাসুল সাল্লাল্লাহু আলায়হি ওয়াসসাল্লাম বলেছেন, আলিমগণ নবীদের উত্তরাধিকারী। অর্থাৎ যখন আমাদের মাঝে নবী রাসুলগণ উপস্থিত থাকবেন না তখন আমাদেরকে কোরআন ও হাদীস অনুসারে পথপ্রদর্শন করবেন আলিমগণ।
অপরদিকে অন্য হাদীসে এসেছে, "শেষ যামানায় আল্লাহ্* ইলম উঠিয়ে নিবেন। এবং তিনি তা করবেন হক্ব পন্থী আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে"
বর্তমানে আমাদের মাঝে আলিমের অভাব নেই কিন্তু ইলমের যথেষ্ট অভাব রয়েছে। যে আলিমগণের হওয়ার কথা ছিল দ্বীনের ঝাণ্ডাবাহক সে আলিমগণ দুঃখজনকভাবে আজকে বাতিলের তল্পীবাহক। এই তল্পীবাহক আলিমহগণ রেডিও টিভির মাধ্যমে তাদের গোমরাহী মুসলিম জনসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। তার অর্থ এই নয় যে বর্তমানে হক্ব আলিম নেই। কিন্তু যারা হক্বের নিশানাবাহক তাদেরকে হয় আজ কারাগারের অন্ধকার প্রোকষ্টে পোকা মাকড়ের সাথে দিনতিপাত করতে হচ্ছে নয়ত নিজ দেশে পরবাসীরমত থাকতে হচ্ছে।
আলহামদুলিল্লাহ্*, ছুম্মা আলহামদুলিল্লাহ্*। বাতিলের হাযার বাধা, দৈন্দিন জীবনের শত ব্যস্ততা থাকা সত্ব্যেও আজকে ত্বগুতের সাথে আপোষহীন কিছু আলিম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কিছু সময় দেওয়ার সীধান্ত নিয়েছেন।
আমাদের সবার দায়িত্ব উনাদের প্রোফাইলগুলো নিয়মিত ভিসিট করা, উনাদের লিখাগুলো শেয়ার করা। এই পোস্ট যারা দেখবেন তাদের সবার প্রতি বিনীত নিবেদন আপনারা উনার প্রোফাইল লিংকটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন, আপনার বন্ধু ও ফলোয়ারদের উনাদের বন্ধু ও ফলোয়ার হওয়ার জন্য উৎসাহিত করুন।
শায়খুল হাদীস আবু ইমরান (হাফিজাহুল্লাহ)
শেইখ তামিম আদনানী (হাফিজাহুল্লাহ)
উস্তায আহমাদ নাবিল (হাফিজাহুল্লাহ)
অপরদিকে অন্য হাদীসে এসেছে, "শেষ যামানায় আল্লাহ্* ইলম উঠিয়ে নিবেন। এবং তিনি তা করবেন হক্ব পন্থী আলিমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে"
বর্তমানে আমাদের মাঝে আলিমের অভাব নেই কিন্তু ইলমের যথেষ্ট অভাব রয়েছে। যে আলিমগণের হওয়ার কথা ছিল দ্বীনের ঝাণ্ডাবাহক সে আলিমগণ দুঃখজনকভাবে আজকে বাতিলের তল্পীবাহক। এই তল্পীবাহক আলিমহগণ রেডিও টিভির মাধ্যমে তাদের গোমরাহী মুসলিম জনসাধারণের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিচ্ছে। তার অর্থ এই নয় যে বর্তমানে হক্ব আলিম নেই। কিন্তু যারা হক্বের নিশানাবাহক তাদেরকে হয় আজ কারাগারের অন্ধকার প্রোকষ্টে পোকা মাকড়ের সাথে দিনতিপাত করতে হচ্ছে নয়ত নিজ দেশে পরবাসীরমত থাকতে হচ্ছে।
আলহামদুলিল্লাহ্*, ছুম্মা আলহামদুলিল্লাহ্*। বাতিলের হাযার বাধা, দৈন্দিন জীবনের শত ব্যস্ততা থাকা সত্ব্যেও আজকে ত্বগুতের সাথে আপোষহীন কিছু আলিম সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কিছু সময় দেওয়ার সীধান্ত নিয়েছেন।
আমাদের সবার দায়িত্ব উনাদের প্রোফাইলগুলো নিয়মিত ভিসিট করা, উনাদের লিখাগুলো শেয়ার করা। এই পোস্ট যারা দেখবেন তাদের সবার প্রতি বিনীত নিবেদন আপনারা উনার প্রোফাইল লিংকটি আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করুন, আপনার বন্ধু ও ফলোয়ারদের উনাদের বন্ধু ও ফলোয়ার হওয়ার জন্য উৎসাহিত করুন।
শায়খুল হাদীস আবু ইমরান (হাফিজাহুল্লাহ)
শেইখ তামিম আদনানী (হাফিজাহুল্লাহ)
উস্তায আহমাদ নাবিল (হাফিজাহুল্লাহ)
Comment