শেষ হইয়াও হইল না শেষ... জিহাদ ছিল, চলছে, চলবে ইনশাআল্লাহ্*...
খোদ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এখন এমনটি মনে করছে যে, দেশে জিহাদি কার্যক্রম যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। মাস্টারমাইন্ড মেজর জিয়া না ধরা পড়া পর্যন্ত দেশ থেকে নির্মূল হবে না এই জিহাদি পদক্ষপে বলে মনে করছে তারা। কোণঠাসা হলওে তারা মোটেও দমে যায় নি। তারা এখন স্পর্শকাতর স্থাপনা ও লোকসমাগমস্থল বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপর আঘাত হানতে পারে। এ ব্যাপারে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) হুমায়ুন কবীর বলেন, জিহাদি এই র্কাযক্রম শেষ হয়েও যেন শেষ হচ্ছে না।
সরকারী বাহিনীর একাধিক ইন্টিলেজেন্স ইউনিট ভাই মেজর জিয়া ও ভাই মারজানের সন্ধানে রয়েছে। মারজান ভাইর অবস্থান তারা জানতে না পারলেও মেজর জিয়া ভাই দেশেই আছেন বলে তারা জানিয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে র*্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা যারপর নাই চেষ্টা করছে। সূত্রের দাবি মেজর জিয়া তার অবস্থান ঘনঘন পরিবর্তন করছে। গত একমাসে কমপক্ষে ২ বার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে ফসকে গেছে এই জিহাদি নেতা।
পুলিশ সদর দফতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যরা সম্প্রতি মেজর জিয়া ভাইর অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালায়। কিন্তু তার কিছুক্ষণ আগে ভাই মেজর জিয়া সেখান থেকে সটকে পড়ে। গোয়েন্দা সূত্র জানায়, মেজর জিয়া ও মারজান আত্মগোপনে রয়েছে। বিচ্ছিন্নভাবে তাদের অনুসারীরাও রয়েছে আত্মগোপনে। আত্মগোপনে থেকেই তারা নতুন ছক কঁষছেন। ধারণা নিরাপত্তা বাহিনীর।
এবং আল্লাহ্*ই তার বান্দার উত্তম সাহায্যকারী; উত্তম হেফাজতকারী।
খোদ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই এখন এমনটি মনে করছে যে, দেশে জিহাদি কার্যক্রম যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। মাস্টারমাইন্ড মেজর জিয়া না ধরা পড়া পর্যন্ত দেশ থেকে নির্মূল হবে না এই জিহাদি পদক্ষপে বলে মনে করছে তারা। কোণঠাসা হলওে তারা মোটেও দমে যায় নি। তারা এখন স্পর্শকাতর স্থাপনা ও লোকসমাগমস্থল বা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপর আঘাত হানতে পারে। এ ব্যাপারে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) হুমায়ুন কবীর বলেন, জিহাদি এই র্কাযক্রম শেষ হয়েও যেন শেষ হচ্ছে না।
সরকারী বাহিনীর একাধিক ইন্টিলেজেন্স ইউনিট ভাই মেজর জিয়া ও ভাই মারজানের সন্ধানে রয়েছে। মারজান ভাইর অবস্থান তারা জানতে না পারলেও মেজর জিয়া ভাই দেশেই আছেন বলে তারা জানিয়েছে। তাকে গ্রেফতারের লক্ষ্যে র*্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা যারপর নাই চেষ্টা করছে। সূত্রের দাবি মেজর জিয়া তার অবস্থান ঘনঘন পরিবর্তন করছে। গত একমাসে কমপক্ষে ২ বার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে ফসকে গেছে এই জিহাদি নেতা।
পুলিশ সদর দফতরের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, আইন-শৃক্সখলা বাহিনীর সদস্যরা সম্প্রতি মেজর জিয়া ভাইর অবস্থান জানতে পেরে সেখানে অভিযান চালায়। কিন্তু তার কিছুক্ষণ আগে ভাই মেজর জিয়া সেখান থেকে সটকে পড়ে। গোয়েন্দা সূত্র জানায়, মেজর জিয়া ও মারজান আত্মগোপনে রয়েছে। বিচ্ছিন্নভাবে তাদের অনুসারীরাও রয়েছে আত্মগোপনে। আত্মগোপনে থেকেই তারা নতুন ছক কঁষছেন। ধারণা নিরাপত্তা বাহিনীর।
এবং আল্লাহ্*ই তার বান্দার উত্তম সাহায্যকারী; উত্তম হেফাজতকারী।
Comment