মালি
তামবাক্তু সামরিক বিমান ঘাঁটিতে আবারো গোলা ছুড়েছেন গেরিলারা।
গতকাল মালির ১৫ মে সোমবার জাতিসংঘ কর্তৃক পরিচালিত মেনুসমা বাহিনীর অবস্থানস্থল তামবাক্তু সামরিক বিমান ঘাঁটিতে আবারো গোলা ছুড়েছেন জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের গেরিলা যোদ্ধারা। গতকাল স্থানীয় সময় সকালে এই হামলা চালান তারা। হামলার পর ঘাঁটি থেকে ধুঁয়া উঠতে দেখা গিয়েছে।
সুত্র জানায় এই হামলায় ফ্রান্সের সেনাবাহিনীর একটি সামরিক যান বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এখানে আল কায়েদা গেরিলাদের হামলার ঘটনা ঘটলো।
উল্লেখ্য মালিতে দীর্ঘ দিন যাবত দখলদারদের উৎখাত ও শরিয়াহ শাসন কায়েমের জন্য আল কায়েদা সংশ্লিষ্ট গেরিলারা লড়াই চালিয়ে যাচ্ছে।
তামবাক্তু সামরিক বিমান ঘাঁটিতে আবারো গোলা ছুড়েছেন গেরিলারা।
গতকাল মালির ১৫ মে সোমবার জাতিসংঘ কর্তৃক পরিচালিত মেনুসমা বাহিনীর অবস্থানস্থল তামবাক্তু সামরিক বিমান ঘাঁটিতে আবারো গোলা ছুড়েছেন জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের গেরিলা যোদ্ধারা। গতকাল স্থানীয় সময় সকালে এই হামলা চালান তারা। হামলার পর ঘাঁটি থেকে ধুঁয়া উঠতে দেখা গিয়েছে।
সুত্র জানায় এই হামলায় ফ্রান্সের সেনাবাহিনীর একটি সামরিক যান বিধ্বস্ত হওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার এখানে আল কায়েদা গেরিলাদের হামলার ঘটনা ঘটলো।
উল্লেখ্য মালিতে দীর্ঘ দিন যাবত দখলদারদের উৎখাত ও শরিয়াহ শাসন কায়েমের জন্য আল কায়েদা সংশ্লিষ্ট গেরিলারা লড়াই চালিয়ে যাচ্ছে।
Comment