কাতারকে বয়কট নাকি মুসলমানদের ভবিষ্যত নিরাপত্তার জন্যই: বলেছেন আস-সুদাইসি
মসজিদে হারামের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি কাতারের বয়কট করা নিয়ে এক ভাষণে বলেছেন, সৌদি সরকারের কাতারকে বয়কট করা একটি দূরদৃষ্টি সম্পন্ন ও উত্তম রাজনৈতিক কৌশলের আলামত। এমন পদক্ষেপ কয়েকটি রাষ্ট্র, বিশেষ করে কাতারের জন্য ভাল হবে বলে মন্তব্য করেন তিনি।
আস-শিহাব নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি বলেছেন, জিহাদি কর্মকাণ্ডের বিরুদ্ধে সৌদি সরকারের এই পদক্ষেপ নাকি বিশ্বের সকল মুসলমান ও কাতারের ভবিষ্যত নিরাপত্তার জন্য।
তিনি আরও বলেছেন, বাদশাহ সালমান নাকি বিশ্ব মুসলিমের নেতা এবং নিরাপত্তার জামিনদার। কাতারকে জিহাদি কর্মকাণ্ডে মদদ দেয়া বন্ধ করানোর জন্য সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন তিনি। মুসলমানদের নিরাপত্তার জন্য নাকি এমন পদক্ষেপ গ্রহণ করা তার কর্তব্য।
উল্লেখ্য, গত সপ্তাহে সৌদিসহ ৬ টি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। এর ফলে সারা বিশ্বে সমালোচনার মুখে পড়ে সৌদি আরব। এরই প্রেক্ষিতে কাবার মসজিদে হারামের ইমাম এ কথা বললেন।
মুসলিম উম্মাহর বিজ্ঞজনরা বলেন- হামাস ও মুসলিম ব্রাদারহুডকে টুকটাক সহায়তা করা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, তাহলে কয়েক পুরুষ ধরে সৌদিসহ আরব রাষ্ট্রগুলো যে আমেরিকা ও ইসরাইলকে সহায়তা করছে, সেটা কি সন্ত্রাস নয়? কাবার ইমাম হয়ে তিনি এমন কথা কিভাবে বলেন? মুলত সমস্যা হল রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার যে কোন কাজকেই আরব রাষ্ট্রগুলো সন্ত্রাস আখ্যা দিচ্ছে, যদিও তা হামাস বা মুসলিম ব্রাদারহুডের মত মোডারেট মুসলিমরাই করুক না কেন! আর এদেরকে সহায়তা করছে আলেম নামের কিছু জালেম।
সূত্র: কুদরত ডকটম
Comment