মালিতে আল কায়েদা শাখা জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন অক্টোবরের প্রথম দশ দিনে তিনটি হামলা চালিয়েছে। এতে একটি ভেহিকল, একটি গাড়ি ধ্বংস, একজন সৈন্য নিহত ও অপর একজন আহত হয়, এবং আল কায়েদা যোদ্ধারা সামরিক যান ও বেশ কিছু অস্ত্রশস্ত্র গণিমত লাভ করেন।
সুত্র জানায় গত পয়েলা অক্টোবর শনিবার আদর আনতাক্লিত অঞ্চলের মাঙ্কা ও আন্তাংসু এর মাঝে সংযোগ স্থাপনকারী সড়কে জাতিসংঘের মেনুসমা বাহিনীর একটি ভেহিকল ধ্বংস করেছেন আল কায়েদা যোদ্ধারা।
৩ রা অক্টোবর মুবতা অঞ্চলের সায়ে গ্রামে মালির সেনাবাহিনীর একটি গাড়ি মাইন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছেন আল কায়েদা যোদ্ধারা। এবং গাড়িতে আরোহী সব সৈন্য হতাহত হয়েছে।
অপরদিকে ১০ এ অক্টোবর মঙ্গলবার আংসাঙ্গু এর অধিনস্ত লাবারজাঙ্কা অঞ্চলে মালির সেনাবাহিনীর একটি পয়েন্টে অতর্কিত হামলা করেন আল কায়েদা যোদ্ধাদের একটি টিম। এক সৈন্য নিহত ও অপর আরেকজন আহত হয়। এবং যোদ্ধারা সামরিক যান ও বেশ কিছু অস্ত্রশস্ত্র গণিমত লাভ করেন।
সুত্র জানায় অপারেশন শেষে যোদ্ধারা নিরাপদে ঘাঁটিতে ফিরে আসেন।
সুত্র জানায় গত পয়েলা অক্টোবর শনিবার আদর আনতাক্লিত অঞ্চলের মাঙ্কা ও আন্তাংসু এর মাঝে সংযোগ স্থাপনকারী সড়কে জাতিসংঘের মেনুসমা বাহিনীর একটি ভেহিকল ধ্বংস করেছেন আল কায়েদা যোদ্ধারা।
৩ রা অক্টোবর মুবতা অঞ্চলের সায়ে গ্রামে মালির সেনাবাহিনীর একটি গাড়ি মাইন বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছেন আল কায়েদা যোদ্ধারা। এবং গাড়িতে আরোহী সব সৈন্য হতাহত হয়েছে।
অপরদিকে ১০ এ অক্টোবর মঙ্গলবার আংসাঙ্গু এর অধিনস্ত লাবারজাঙ্কা অঞ্চলে মালির সেনাবাহিনীর একটি পয়েন্টে অতর্কিত হামলা করেন আল কায়েদা যোদ্ধাদের একটি টিম। এক সৈন্য নিহত ও অপর আরেকজন আহত হয়। এবং যোদ্ধারা সামরিক যান ও বেশ কিছু অস্ত্রশস্ত্র গণিমত লাভ করেন।
সুত্র জানায় অপারেশন শেষে যোদ্ধারা নিরাপদে ঘাঁটিতে ফিরে আসেন।
Comment