ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে আধাসামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্পে গেরিলা হামলায় পাঁচ জওয়ান ও এক পুলিশ নিহত এবং দু জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় তিন গেরিলা নিহত হয়েছেন।
আজ (রোববার) ভোরে পুলওয়ামা জেলার লেঠপোরায় সিআরপিএফ প্রশিক্ষণ শিবিরে কমপক্ষে তিন জন সশস্ত্র গেরিলা ওই আত্মঘাতী হামলা চালায়।
গতকাল (শনিবার) দিবাগত রাত ২টা নাগাদ সিআরপিএফ ক্যাম্পে হামলা হলে উভয়পক্ষের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৫০ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা পৌঁছেছে। সংঘর্ষের সময় এক পুলিশ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
গেরিলারা প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এবং পরে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। জৈশ-ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।
জৈশ-ই মুহাম্মদ গেরিলা গোষ্ঠীর কমান্ডার নূর মুহাম্মদ নিহত হওয়ার বদলা নিতেই ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত ২৬ ডিসেম্বর পুলওয়ামাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।
কাশ্মিরে সম্প্রতি নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশকিছু গেরিলা নিহত হয়েছেন। এসব ঘটনায় আগে থেকেই সেখানে উচ্চসতর্কতা জারি করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আত্মঘাতী গেরিলারা আধাসামরিক ক্যাম্পে হামলা চালিয়েছে। ওই ঘটনার পরে দক্ষিণ কাশ্মিরে ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেয়া হয়েছে।#
তথ্যসূএ:পার্সটুডে/এমএএইচ/এআর/৩১
Comment