নানগারহার, জানুয়ারী-১০
পাচির ওয়া আগাম জেলায় মঙ্গলবার রাস্তার পাশের একটি বোমা বিস্ফোরিত হয়ে একজন শত্রুসৈন্য নিহত এবং আরও ২জন আহত হয়েছে।
পার্শ্ববর্তী লাঘমান প্রদেশের এক রিপোর্টে প্রকাশ যে, প্রাদেশিক রাজধানী মেহতারলাম শহরে মঙ্গলবার মুজাহিদীনদের সাথে গুলি বিনিময়ে ২জন পুতুলসৈন্য নিহত এবং আরও ২জন আহত হয়েছে। অপরদিকে একজন মুজাহিদও শহীদ হয়েছেন।
খোস্ত, জানুয়ারী-১০
নিজস্ব সংবাদদাতা বলেছেন: দক্ষিণপূর্ব্ আফগানিস্তানে শেষ রাতের এক আক্রমনে মুজাহিদীনগণ ৫জন শত্রু সৈন্যকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিয়েছেন। তিনি জানিয়েছেন যে, গতরাতে খোস্ত প্রদেশের *আলী শির জেলায় শেষ রাতে মুজাহিদীনগণ হামলা পরিচালনা করেন যা প্রায় ৫ঘন্টা স্থায়ী হয়। ফলে ৫জন সৈন্য নিহত ও একটি গাড়ি ধ্বংস হয়।
পাকতিয়া, জানুয়ারী-১০
গত মঙ্গলবার দক্ষিণ পাকতিয়া প্রদেশের সারওয়াযা জেলায় এক বিষ্ফোরনে ২পুতুল সৈন্য নিহত ও আরও ৬জন আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পারওয়ান, জানুয়ারী-১০
গত মঙ্গলবার উত্তর পারওয়ান প্রদেশের সায়াগার্দ্ জেলায় একজন পুলিশ তার অস্ত্রসহ মুজাহিদীনদের নিকট আত্মসমর্প্ণ করে
কাবুল, জানুয়ারী-১০
বুধবার কাবুলের সারোবী জেলায় শত্রুদের অপারেশন চলাকালীন মুজাহিদীনগনের প্রতিআক্রমনে অসংখ্য শত্রুসৈন্য হতাহত হয়েছে এবং শত্রুরা ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার হয়।
কুনার, জানুয়ারী-১০
কুনার প্রদেশের চাপা জেলায় মঙ্গলবার ইসলামী ইমারাহ আফগানিস্তানের মুজাহিদীনগণ শত্রুদের পোষ্টসমূহে ব্যাপক আক্রমণ পরিচালনা করেন। অপরদিকে গতরাতে সুরকানী জেলার একটি পোষ্ট মুজাহিদীনগণের হস্তগত হয়। সেখানে শত্রুদের হতাহতের খবরাখবর এখনও পাওয়া যায়নি।
হেলমান্দ, জানুয়ারী-১০
স্থানীয় সময় সন্ধ্যা ০৭:৩০ টায় বোলান এর নামরো এলাকায় আগ্রাসীদের একটি চেকপোষ্ট মুজাহিদীনগণের আক্রমনের স্বীকার হয়। এতে ৭জন শত্রুসৈন্য নিহত হয়। তবে এতে মুজাহিদীনদের কোন ক্ষতি হয়নি।
হেলমান্দ, জানুয়ারী-১০
খবরে প্রকাশ, গতরাতে গেরিশ্*ক জেলার পারচাও এলাকায় এ,এন,পি এবং এ,এল,পি সৈন্যদের চেকপোষ্টে মুজাহিদীনদের আক্রমনে অন্তত ৪জন বিদেশী সৈন্য নিহত এবং আহত হয়েছে।উক্ত অপারেশনে ২জন মুজাহিদীনও আহত হয়েছেন।
এমনিভাবে গতরাতে গেরিশ্*ক এবং *সানগীন জেলার মাঝামাঝি হায়দারাবাদ এলাকায় পোষ্টে মুজাহিদীনগণের আক্রমনে ৬জন নিহত এবং বাকীরা পলায়ন করায় পোষ্টটি মুজাহিদীনদের দখলে আসে। তারা ৩টি রাইফেল, ১টি পি,কে,এম মেশিনগান, ১টি আর,পি,জি লাঞ্চার এবং অন্যান্য সরঞ্জামাদি রেখে পলায়ন করে।
.
Comment