আফগানিস্তানের গজনি ও লোগারে, তিনটি ট্যাংক ধ্বংস, কমান্ডো অফিসারসহ ১৬ জন হতাহত।
আফগানিস্তানের গজনি ও লোগারে, তিনটি ট্যাংক ধ্বংস, কমান্ডো অফিসারসহ ১৬ জন হতাহত
ইমারতে ইসলামিয়ার মুজাহিদগন গজনি ও লোগার প্রদেশে বিশেষ বাহিনী ও পুতুল বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছেন।
খবর অনুযায়ী জানা যায়, গজনি প্রদেশের কারাহবাগ জেলার স্পিনকারিজ এলাকায় বোমা হামলায় ২টি সামরিক ট্যাংক ধ্বংস হয়। আর সন্ধ্যাবেলায় লায়লীজাই এলাকায় একই পদ্ধতিতে বোমা বিস্ফোরণে বিশেষ বাহিনীর ১টি ট্যাংক ধ্বংস হয়।
সূত্র মতে জানা যায়, বোমা বিস্ফোরণে তিনটি ট্যাংক ধ্বংস হওয়া ছাড়াও পাঁচ কমান্ডো নিহত এবং সাতজন গুরুতর আহত হয়।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যাবেলায় গজনি শহরের কাবলু দামান এলাকায় মুজাহিদিনের হামলায় একজন শত্রুসৈনিক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়।
রিপোর্ট অনুযায়ী জানা যায়, শুক্রবার সন্ধ্যাবেলায় লোকার প্রদেশের মোহাম্মদ আগা জেলার দোনু এলাকায় লস্কর-ই- খীল স্থানে মুজাহিদগন বিশেষ বাহিনীর উচ্চপদস্থ অফিসার আজমলকে হত্যা করে তার মোটরসাইকেল ও অস্ত্র গনিমত লাভ করে।
ইমারতে ইসলামিয়ার মুজাহিদগন গজনি ও লোগার প্রদেশে বিশেষ বাহিনী ও পুতুল বাহিনীকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছেন।
খবর অনুযায়ী জানা যায়, গজনি প্রদেশের কারাহবাগ জেলার স্পিনকারিজ এলাকায় বোমা হামলায় ২টি সামরিক ট্যাংক ধ্বংস হয়। আর সন্ধ্যাবেলায় লায়লীজাই এলাকায় একই পদ্ধতিতে বোমা বিস্ফোরণে বিশেষ বাহিনীর ১টি ট্যাংক ধ্বংস হয়।
সূত্র মতে জানা যায়, বোমা বিস্ফোরণে তিনটি ট্যাংক ধ্বংস হওয়া ছাড়াও পাঁচ কমান্ডো নিহত এবং সাতজন গুরুতর আহত হয়।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যাবেলায় গজনি শহরের কাবলু দামান এলাকায় মুজাহিদিনের হামলায় একজন শত্রুসৈনিক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়।
রিপোর্ট অনুযায়ী জানা যায়, শুক্রবার সন্ধ্যাবেলায় লোকার প্রদেশের মোহাম্মদ আগা জেলার দোনু এলাকায় লস্কর-ই- খীল স্থানে মুজাহিদগন বিশেষ বাহিনীর উচ্চপদস্থ অফিসার আজমলকে হত্যা করে তার মোটরসাইকেল ও অস্ত্র গনিমত লাভ করে।
Comment