বুরকিনায় সামরিক পয়েন্টে মুজাহিদদের অভিযানে ২০ সেনা নিহত
বুরকিনা ফাসোর দেদুগৌ রাজ্যে দেশটির জান্তা বাহিনীর একটি সামরিক পয়েন্টে অতর্কিত আক্রমণ চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ইসলামি প্রতিরোধ বাহিনীর বীর মুজাহিদিনরা। এতে জান্তা বাহিনীর অন্তত ২০ সেনা নিহত এবং আরও অসংখ্য সৈন্য আহত হয়েছে।
আয-যাল্লাকার রিপোর্ট অনুযায়ী, বুরকিনা ফাসোর দেদুগৌ রাজ্যের কেন্দ্রীয় শহর থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমের শহর কেনকোরালয় একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন ‘জেএনআইএম’ মুজাহিদিনরা। অতর্কিত এই অভিযানটি কেনকোরালয়ে অবস্থিত জান্তা বাহিনীর একটি সামরিক পয়েন্ট লক্ষ্য করে চালানো হয়েছে। পরে সেখানে মুজাহিদিন ও জান্তা বাহিনীর মধ্যে তীব্র লড়াই সংঘটিত হয়। এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে জান্তা বাহিনীর অন্তত ১৫ সৈন্য নিহত এবং আরও কয়েক ডজন সৈন্য আহত হয়েছে।
স্থানীয় সূত্রমতে, এই অভিযানে নিহত জান্তা সদস্যদের সংখ্যা ২০ পর্যন্ত ছাড়িয়ে গেছে, আহত সৈন্যদের একটি বড়সংখ্যকের অবস্থাও আশংকাজনক, ফলে নিহত জান্তা সদস্যদের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিপুল সংখ্যক সৈন্য হতাহত হওয়া ছাড়াও, জেএনআইএম মুজাহিদগণ অভিযান শেষে ঘটনাস্থল থেকে প্রচুর সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ গনিমত লাভ করেছেন। এসবের মধ্যে রয়েছে ১টি সামরিক যান, ১টি ভারি মেশিনগান, ২টি আরপিজি, ২টি ক্লাশিনকোভ, ১টি পিস্তল, এবং অন্যান্য আরও অনেক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ বাক্স।
Comment