কিসমায়োতে শাবাবের অভিযানে অন্তত ৫ কেনিয়ান সেনা হতাহত
সোমালিয়ার জুবা রাজ্যের কিসমায়োতে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় কেনিয়ান সেনাবাহিনীর অন্তত ৩ সেনা নিহত এবং ২ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ১৯ নভেম্বর মঙ্গলবার জুবা রাজ্যের কিসমায়ো শহরে একটি ভারী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণটি কেনিয়ান সৈন্যদের লক্ষ্য করে চালানো হয়েছে, যারা এই অঞ্চলে জুব্বাল্যান্ড প্রশাসনের প্রধান সদর দফতরগুলির পাহারা দেওয়ার জন্য অভিযুক্ত। আর বোমা হামলাটি এধরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্টগুলির একটিতে চালানো হয়েছে।
সূত্রমতে, বোমা বিস্ফোরণে কেনিয়ান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশ-শাবাবের সামরিক নেতৃত্ব এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে বিস্ফোরণে কমপক্ষে ৩ কেনিয়ান সৈন্য নিহত এবং ২ সৈন্য আহত হয়েছে বলে নিশ্চিত করেছে।
বিস্ফোরণটি এমন এক সময়ে ঘটানো হয়েছে, যখন জুব্বাল্যান্ড প্রশাসন এই অঞ্চলে নিরাপত্তা বাড়িয়েছে। সেই সাথে এই অঞ্চলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যা জুব্বাল্যান্ড প্রশাসন এবং ভিলা সোমালিয়া প্রশাসনের মধ্যে একটি বড় দ্বন্দ্ব তৈরি করেছে।