সোমালিয়ায় মার্কিন হামলায় আশ-শাবাবের জ্যেষ্ঠ নেতার শাহাদাত বরণ
সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় শাবেলি রাজ্যে বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দেশটির জনপ্রিয় ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাবের অন্যতম সিনিয়র নেতা মোহাম্মদ মেরি (আবু আব্দুর রহমান) শাহাদাত বরণ করেছেন বলে জানা গেছে।
প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ৩ পৃষ্ঠার একটি প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে, দক্ষিণ সোমালিয়ার সাকু অঞ্চলের কুনিয়া বারো এলাকায় গত ২৪ ডিসেম্বর রাতে ক্রুসেডার মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো থেকে হামলা চালানো হয়েছে। আর তাতেই প্রথম প্রজন্মের মুজাহিদ নেতা মোহাম্মদ মেরি (রহমাতুল্লাহি আলাইহি) শাহাদাত বরণ করেন।
তিনি শাহাদাতের আগ পর্যন্ত দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে মহান রব্বুল আলামিনের সত্য দ্বীনের খেদমত করে গেছেন। তিনি মহান রবের বাণীকে সমুন্নত রাখতে এবং তাঁর আইনকে বাস্তবায়ন করতে প্রচেষ্টা চালিয়ে গেছেন। অবশেষে, তিনি যা চেয়েছিলেন শাহাদাতের মাধ্যমে তা অর্জন করেছেন, আর এমনটিই আমরা মনে করি।
জানা যায় যে, শাইখ মোহাম্মদ মেরি (রহমাতুল্লাহি আলাইহি) হারাকাতুশ শাবাব নিয়ন্ত্রিত ইসলামি প্রদেশগুলোর সম্মিলিত গভর্নর (অভ্যন্তরীণ আমির) ছিলেন। তাকে প্রতিরোধ বাহিনীর “স্বরাষ্ট্রমন্ত্রী” সমমানের একজন ব্যবস্থাপক বলে জানা হতো। একই সাথে শাবাবের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি তিনি মুজাহিদদের কেন্দ্রীয় শুরা কাউন্সিলের সদস্য ছিলেন।
শাইখ মোহাম্মদ মেরি আশ-শাবাবের সবচেয়ে সিনিয়র নেতাদের মধ্যে একজন ছিলেন। সেই সাথে ২০২০ সালের পর শহিদ হওয়া শাবাবের সর্বোচ্চ নেতা। তিনি ১৯৯০ সাল থেকে সোমালিয়ায় ইসলামি শরিয়াহ্ শাসন ফিরিয়ে আনতে জিহাদি কার্যক্রমের সাথে সক্রিয় হন। এই ধারাবাহিকতায় তিনি সোমালিয়ায় প্রতিষ্ঠিত “ইউনিয়ন অব ইসলামিক কোর্টস” (আইসিইউ) প্রাশাসনের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন। অতঃপর ২০০৬ সালে সম্মেলিত কুফ্ফার জোট ততকালীন সোমালিয়ার ইসলামি ইমারাত প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে, তিনি ইমারাতের সামরিক শাখা আশ-শাবাবে যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন।
আশ-শাবাব ঘোষণা করেছে যে, মুজাহিদিনরা মুহাম্মদ মেরির শাহাদাতকে ভুলে যাবেন না। কেননা শাহাদাতের মাধ্যমে মুহাম্মদ মেরির রক্ত ”আলো এবং আগুনে পরিণত হয়েছে। এটি এমন এক আলো যা মুজাহিদদের চলার পথকে আলোকিত করে। আর এটি এমন আগুন, যা শত্রুদের বিরুদ্ধে মুজাহিদদের হৃদয় প্রতিশোধের আগুন প্রজ্জলিত করে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/3csew5sc