গত ৫ এপ্রিল উত্তর মালির মালি- বুরকিনিয়্যাহ সীমান্তের নিকটবর্তী দুনযা নামক অঞ্চলে আফ্রিকান গেরিলা জিহাদি গ্রুপ জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিনের একদন যোদ্ধা ফ্রান্সের সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায়। মালির মিডিয়া সুত্র জানায় এই হামলায় সাঁজোয়া যানটি সম্পূর্ণরুপে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং ওটাতে আরোহী সকল সেনা নিহত ও আহত হয়।
গেরিলা জিহাদি গ্রুপটি এক টেলিগ্রাম বার্তায় আরও জানায় যে, হামলার পর ফ্রান্সের সেনাবাহিনী স্থানীয় বসতিতে প্রতিশোধ নিতে হামলা চালাতে যায়, কিন্তু পূর্ব থেকে গেরিলারা ওঁত পেতে থাকে, ফলে এখানেও ফ্রান্সের সেনারা হতাহত হয়।
উল্লেখ্য কিছুদিন পূর্বে মালির বড় বড় বেশ কয়েকটি গ্রুপ আল কায়েদার অধিনে জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন নামে ঐক্যবদ্ধ হয়।
Comment