ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করলে তার অবশিষ্ট মর্যাদাকে ধূলিসাৎ করা হবে: আবু উবাইদাহ


ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদাহ বলেছেন, যদি ইসরায়েল আবারো গাজায় যুদ্ধে ফিরে আসে, তবে এর অবশিষ্ট মর্যাদাকে ধূলিসাৎ করা হবে এবং বাকি জীবিত বন্দিদের জীবন ঝুঁকির মুখে পড়বে।
গত বৃহস্পতিবার ৬ মার্চ, মুখপাত্র আবু উবাইদাহ বিজয়ের মাস পবিত্র রমজানের আগমনে মুসলিমদের, বিশেষ করে ফিলিস্তিন এবং গাজার জনগণকে অভিনন্দন জানিয়ে ১২ মিনিটের একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। বার্তায় তিনি বলেন, আমরা আমাদের দুই বিলিয়ন মুসলিম ভাই-বোনদের বলছি যে, আপনাদের ভাইয়েরা পবিত্র রক্তের ধারা উৎসর্গ করে তাদের রোজা পবিত্র করেছেন।
রমজান মাসকে “বিজয়ের মাস” হিসেবে বর্ণনা করে আবু উবাইদাহ তাঁর বার্তায় বিশ্ব মুসলমানদের সম্বোধন করে বলেন: এই পবিত্র ভূমি দখলদারদের অপবিত্রতা থেকে পরিষ্কার না হওয়া পর্যন্ত ইসলামি জাতি কখনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না এবং এর কোন মর্যাদাও থাকবে না।
মুসলিম বিশ্বের প্রতি বার্তা:
গাজার নির্যাতিত জনগণের সমস্যা এবং সাম্প্রতিক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে, তিনি বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে তার ভাষণে বলেন: আমরা দুই বিলিয়ন জনসংখ্যার শক্তিশালী মুসলিম উম্মাহকে স্মরণ করিয়ে দিচ্ছি যে, এই আরব মুসলিম জনগণ ৭০ বছর ধরে আপনাদের চোখের সামনেই গণহত্যা, অনাহার এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে আপনারা মহান প্রভুর কাছে কী বলবেন?
আবু উবাইদাহ তার বক্তৃতা অব্যাহত রেখে সিরিয়া ও লেবাননে জায়োনিস্ট ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের কথা উল্লেখ করে বিশ্বের মুসলমানদের উদ্দেশ্যে বলেন: “অত্যাচারীদের হাত আপনাদের ঘরে পৌঁছানোর আগে আপনারা নিজেদের সম্মান রক্ষার জন্য কী করেছেন?” অথচ আপনাদের চোখের সামনেই মুসলিমরা গণহত্যা, অনাহার এবং বাস্তুচ্যুত হচ্ছে।
যুদ্ধবিরতি চুক্তি সম্পর্কে আবু উবাইদাহ:
আবু উবাইদাহ আরও বলেন যে, গত ১৯ জানুয়ারী থেকে শত্রুদের সকল প্রচেষ্টা, মিথ্যাচার এবং প্রতারণা সত্ত্বেও আমরা আমাদের জনগণের রক্তপাত এড়াতে যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পালন করে আসছি।
অপরদিকে শত্রুরা অনেক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং চুক্তির শর্তাবলী এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। শত্রুপক্ষের নেতৃত্ব চুক্তি এড়িয়ে আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন চাইছে।
আবু উবাইদাহ বলেন যে, যদি ইসরায়েল চুক্তি মেনে না চলে, তবে শত্রু জিম্মিদের সাথে যা ঘটবে তার জন্য ইসরায়েল দায়ী থাকবে। কেননা আমাদের জনগণের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন শত্রু বন্দিদের হত্যার কারণ হয়ে দাঁড়াবে।
আবু উবাইদাহ পশ্চিমা বিশ্বের “ইসরায়েলি বন্দিদের প্রতি উদ্বেগ প্রকাশের পাশাপাশি ফিলিস্তিনি বন্দিদের প্রতি দুর্ব্যবহার উপেক্ষা করার” সমালোচনাও করে বলেন, বিশ্ব দেখেছে কিভাবে শত্রুরা আমাদের বন্দিদের উপর নির্যাতন চালিয়েছে এবং চালিয়ে যাচ্ছে। অপরদিকে আমাদের থেকে মুক্তিপ্রাপ্ত শত্রু বন্দিদেরও দেখেছে। তথাপি পশ্চিমা শাসকদের অন্ধ চোখ কোনও পার্থক্য দেখতে পায় না, বরং কয়েক ডজন শত্রু বন্দির জন্য কাঁদে, কিন্তু আমাদের বন্দিদের নিরাপত্তার কথা চিন্তা করে না। আমরা সমস্ত ন্যায়পরায়ণ মানুষ এবং মানবাধিকার কর্মীদের প্রতি ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রকাশ করার আহ্বান জানাই।
আমরা শত্রুর আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাম্প্রতিক যুদ্ধে ফিরে যাওয়ার হুমকির জবাবে আবু উবাইদাহ বলেন, শত্রুরা আগ্রাসন ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে পারেনি, তা হুমকি ও প্রতারণার মাধ্যমে অর্জন করতে পারবে না। আর শত্রুর এধরণের হুমকি তাদের দুর্বলতা, পরাজয় এবং অপমানের অনুভূতির বহিঃপ্রকাশ। যুদ্ধের হুমকি কেবল তাদের জন্য হতাশাই এনে দেবে।
তিনি আরও বলেন, আমরা শত্রুর সকল সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত আছি। আসন্ন যেকোনো আগ্রাসনে শত্রুর ক্ষতি করার মতো সক্ষমতা প্রতিরোধ বাহিনীর আছে, যা শত্রুকে প্রকৃত যন্ত্রণা দিবে। সেই সাথে শত্রুর অবশিষ্ট মর্যাদা ও ভাবমূর্তি ধূলিসাৎ করে দেওয়া হবে।