Announcement

Collapse
No announcement yet.

বার্ষিক প্রতিবেদন প্রদান করল ইমারাতে ইসলামিয়ার কৃষি ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • বার্ষিক প্রতিবেদন প্রদান করল ইমারাতে ইসলামিয়ার কৃষি ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়

    বার্ষিক প্রতিবেদন প্রদান করল ইমারাতে ইসলামিয়ার কৃষি ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়


    গত ৩ বছরে দেশজুড়ে ৮২ মিলিয়ন গাছের চারা রোপণ ও ৭ লক্ষ ফলজ-বনজ চারা বিতরণ করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

    বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশটির কৃষি, সেচ ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, বনায়ন ও দেশকে সবুজায়নের কর্মসূচির আওতায় গত ৩ বছরে দেশজুড়ে ৮২ মিলিয়ন গাছের চারা রোপণ করেছে দেশটি। এছাড়া রাষ্ট্রের ১.৭ মিলিয়ন একর জমি পুনরুদ্ধারে করেছে দেশটি।

    প্রতিবেদনে আরও বলা হয়, ৩৪টি প্রদেশে দুগ্ধ সংগ্রহ এবং প্রক্রিয়াকরণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বিভিন্ন পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে হাঁস-মুরগি, গবাদি পশু এবং ছাগল প্রদান করা হয়েছে। পাশাপাশি ছোট পরিসরে লোকজনকে খামার স্থাপন করে দেয়া হয়েছে।

    এছাড়াও গবাদি পশুর সুরক্ষায় ২৭২টি নতুন পশু ক্লিনিকের লাইসেন্স দেয়া হয়েছে। ২ হাজার ১৫১টি ক্লিনিকের লাইসেন্স নবায়ন করা হয়েছে। এর পাশাপাশি দেশটিতে পোল্ট্রি ফার্মের সংখ্যা দেড় হাজার থেকে সাড়ে তিন হাজারে এ উন্নীত করা হয়েছে।


    তথ্যসূত্র:
    1. Last Year Performance Report of Ministry of Agriculture
    https://tinyurl.com/ytnnstrk
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাইদের কৃষি খাতে বারাকাহ দকন করুন, আমিন।

    Comment


    • #3
      আল-হামদুলিল্লাহ।

      [এক শব্দের কমেন্ট গ্রহণযোগ্য নয় - মোডারেটর]
      Last edited by Rakibul Hassan; 08-31-2024, 10:46 PM.

      Comment


      • #4
        আল-হামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ইমারাতে ইসলামিয়ার আ’মালে ভরপুর বারাকাহ দান করুন। “গাছ লাগান পরিবেশ বাঁচান”। প্রতিটি গাছ একেকটি সাদাকা। হয়ত আমি থাকবো না। কিন্তু মাটির নিচে শুয়ে শুয়ে গাছের তাসবীত তাহলীলের সওয়াব, এর থেকে যে কারো উপকৃত হওয়ার সওয়াব ঠিকই আমার কবরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ইমারার এই কাজটি সুন্নাহ সমর্থিত বলার অপেক্ষা রাখেনা। দেখনু, নবিজি সা. কী বলেন, মুসলিম শরীফে বর্ণিত এক হাদিসে এসেছে,
        عَنْ جَابِرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أُكِلَ مِنْهُ لَهُ صَدَقَةً، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَ السَّبُعُ مِنْهُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَمَا أَكَلَتِ الطَّيْرُ فَهُوَ لَهُ صَدَقَةٌ، وَلَا يَرْزَؤُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَة

        “কোন মুসলিম চারা রোপন করলে, সেই চারা থেকে উৎপন্ন ফল থেকে যা খাওয়া হবে তা তার জন্য সাদাকা হবে, তা থেকে কিছু চুরি হলে তাও তার জন্য সাদাকাহ হবে, কোন হিংস্র প্রাণী তা থেকে খেলে তাও তার জন্য সাদাকা হবে, পাখি খেলেও সাদাকা হবে এবং কেউ তা থেকে কিছু হ্রাস কররে তাও তার জন্য সাদাকা হবে।” -সহীহ মুসলিম, হাদীস: ১৫৫২

        এ জাতীয় হাদীসগুলোর উপর পর্যালোচনা করতে গিয়ে ইমাম নববী রহ. বলেন, “ এ সকল হাদীসে গাছ লাগানো ও কৃষি কাজের ফযিলত বিবৃত হয়েছে, এবং বলা হয়েছে যে, চারা রোপনকারী ও কৃষকের প্রতিদান অব্যাহত থাকবে যতদিন রোপিত চারা ও কৃষি ক্ষেত ও এর থেকে উৎপন্ন জিনিস বাকি থাকবে!”
        সুবহানাল্লহ। তার মানে আমি ধান চাষ করলাম, এই ধানের বীজ নিয়ে আরেক জন চাষ করবে এভাবে এই ধারাবাহিকতা চলতে থাকবে আর আমি সওয়াব পেতে থাকবো।

        এরপর ইমাম নববী বলেছেন,
        কোন পেশা উত্তম এ ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে ইখতেলাফ আছে, কেউ বলেছেন, ব্যবসা উত্তম, কেউ বলেছেন নিজ হাতের উপর্জন উত্তম, কেউ বলেছেন কৃষিকাজ উত্তম। শেষোক্ত মতটিই সহীহ!
        প্রিয় ভাই! উনার কথাটি ভালোভাবে চিন্তা করুন! সুবহানাল্লহ! কৃষিকাজ সবচেয়ে উত্তম পেশা! এই জন্য ইমারতে ইসলামিয়া শুরু থেকে দেশকে কৃষায়ণে গুরুত্ব দিয়ে আসছেন। আল্লাহ তাদের কাজে বারাকাহ দান করুন। আমীন।
        Last edited by abujandal; 09-01-2024, 04:36 PM.

        Comment


        • #5
          আল্লাহ্‌ তাআলা ইমারতে ইসলামিয়াহকে ভরপুর বারাকাহ দান করুন, আমীন

          Comment

          Working...
          X