দেশে বেকারত্ব দূরীকরণ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি ইসলামিক ত্রাণ সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়ার যুব বিষয়ক উপমন্ত্রণালয়। এই চুক্তির মূল্য ১৩১ মিলিয়ন আফগানি। চুক্তিতে স্বাক্ষর করেছেন যুব বিষয়ক উপমন্ত্রী মৌলভী মুহাম্মদ ইউনুস রশিদ হাফিযাহুল্লাহ ও ইসলামি ত্রাণ সংস্থার প্রধান মুহাম্মদ যুলকারনাঈন আব্বাস।
স্বাক্ষরিত চুক্তির বিষয়াদি হল নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, যুবকদের সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়ন। চুক্তিটির আওতায় সংশ্লিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করে ৭টি কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ফলে কাবুল, বালখ ও নানগারহার প্রদেশের ১ হাজার ৮২৫ জন তরুণ কর্মসূচিগুলো থেকে উপকৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অর্থনৈতিক স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে যুবকদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন মন্ত্রী ইউনুস রশিদ হাফিযাহুল্লাহ। বেকারত্ব দূরীকরণে বাস্তবসম্মত এই সকল উদ্যোগের প্রশংসা করেছেন ত্রাণ সংস্থার প্রধান যুলকারনাঈন আব্বাস।
তথ্যসূত্র:
1. Deputy Minister of Youth Affairs and Islamic Relief Ink 131 Million AFN Deal to Boost Youth Empowerment
– https://tinyurl.com/2mm4ucyx