বৃহৎ আকারের ২১টি খনিতে অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম শুরু করেছে ইমারতে ইসলামিয়া
আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে বৃহৎ আকারের ২১টি খনির সন্ধান পাওয়া গেছে। এই সকল খনিতে খনিজ সম্পদ উত্তোলন প্রক্রিয়া শুরু করেছে ইমারতে ইসলামিয়া সরকার। খনিসমূহে লোহা, সোনা, রুবি, সীসা, দস্তা, ব্যারাইট, ক্রোমাইট, কয়লা ও সিমেন্ট আকরিকের মত মূল্যবান খনিজ সম্পদ রয়েছে। ইমারতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী’র একটি এক্স পোস্টে এই তথ্যসমূহ জানানো হয়।
এগুলোর মধ্যে সবচেয়ে বেশি খনির সন্ধান পাওয়া গেছে হেরাত প্রদেশে। প্রদেশটির বিভিন্ন জেলায় লোহা, ব্যারাইট, কয়লা ও সিমেন্ট আকরিকের খনি রয়েছে। এছাড়া কান্দাহার প্রদেশেও একটি সিমেন্ট আকরিকের খনি রয়েছে। ২টি স্বর্ণের খনি রয়েছে তাখর ও বাঘলান প্রদেশে। ঘোর প্রদেশে রয়েছে সীসা ও দস্তার খনি। অপরদিকে কাবুল প্রদেশে রয়েছে ১টি রুবি পাথরের খনি। আর ক্রোমাইট আকরিকের খনি পাওয়া গেছে পারওয়ান প্রদেশে।
সদ্য কার্যক্রম শুরু হওয়া এই সকল খনি দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে বিবেচনা করছেন বিশ্লেষকগণ।
উল্লেখ্য যে, তালেবান শাসনামলে খনি সংশ্লিষ্ট প্রকল্পসমূহে কাজের পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে। ফলে হাজার হাজার নাগরিক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এতে কর্মসংস্থানের সুযোগ লাভ করছে আলহামদুলিল্লাহ।
তথ্যসূত্র:
1) https://tinyurl.com/3jjwm2cr
2) https://tinyurl.com/2uadkvvm