ভিডিও || ইমারতে ইসলামিয়া আফগানিস্তান থেকে গাজায় ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে
গাজায় নিপীড়িত মুসলিমদের জন্য ইমারতে ইসলামিয়া আফগানিস্তান থেকে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। গত ১২ নভেম্বর আফগানিস্তানের একটি বেসরকারি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এই সহায়তা প্রকল্পটি গাজায় পৌঁছেছে। এই প্রকল্পের আওতায় গাজার মুসলিমদের জন্য খাদ্য বিতরণ এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
এই ত্রাণ সহায়তার একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে, এতে ত্রাণ কার্যক্রমের বিস্তারিত দেখানো হয়েছে।
video link = https://archive.org/serve/aid-for-ga...for%20Gaza.mp4
এছাড়াও অপর একটি ভিডিওতে দেখা যায়, গাজায় আফগানিস্তানের ত্রাণ সহায়তা পৌঁছার পর স্থানীয় এক বাসিন্দা ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জন্য দোয়া করছেন। দোয়ার শুরুতে তিনি সাদাকাহ সম্পর্কিত পবিত্র কুরআনের একটি আয়াত ও একটি হাদিস উদ্বৃত্ত করার পর আফগানিস্তানের জন্য দোয়া করেন। তিনি দোয়াতে বলেছেন, ‘আমরা আফগানিস্তানের সম্মানিত নেতৃবৃন্দের জন্য এবং সেখানে বসবাসরত মুসলিম ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তায়ালা যেন তাদের ধন-সম্পদ, সন্তান এবং জীবনে বরকত দান করেন। আল্লাহ তাদের রক্ষা করুন এবং আমাদের সকলকে উত্তম পুরস্কার দিন।’
video link = https://archive.org/serve/aid-for-ga...or%20gaza1.mp4
তথ্যসূত্র:
1. يد واحدة وقلب واحد، دعمًا لصمود أهلنا في غـ.ـزة.
وتجسيدًا لمعاني الأخوة الإيمانية
– https://tinyurl.com/yc5dvfb5
Comment