আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিয়াল্লাহু আনহু) কারিগরি কর্মশালায় ৪৯৪টি সামরিক যানের সংস্কার কাজ সম্পন্ন
বিগত ৩ বছরের শাসনামলে উল্লেখযোগ্য সংখ্যক সামরিক যান সংস্কার ও চালু করেছে তালেবান সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রকৌশল কর্মীগণ। সেই ধারাবাহিকতায় বিগত ৬ মাসে ৪৯৪টি অকেজো সামরিক যান মেরামতের মাধ্যমে সচল করেছে আব্দুল্লাহ বিন মাসউদ (রাযিয়াল্লাহ আনহু) যৌথ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রকৌশল টিমের সদস্যগণ। যানসমূহ ব্যবহারের জন্য এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।
এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৩৬৯টি রেঞ্জার্স যান, ১০টি হামভি ট্যাংক, ৩১টি আন্তর্জাতিক যান, ১৭টি ভারতীয় কোস্টার যান, ৬টি ব্লু বার্ডস যান, ৫টি ববকাইটস যান, ১টি ক্রেন, ২৫টি ফোর্ড গাড়ি, ৪টি মেজ-৫০০ যান ও ২৬টি অন্যান্য সামরিক যান। ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল এক্স পোস্টের একটি বিবৃতিতে তথ্যগুলো জানানো হয়।
বর্ণিত সামরিক যানের মধ্যে বেশ কয়েকটি যান পূর্ববর্তী প্রশাসনের অবহেলার কারণে অকেজো অবস্থায় পড়েছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য যে, বিগত বছরের শেষ ৬ মাসে ৫৮৬টি সামরিক যান মেরামত ও সচল করেছিল এই প্রকৌশল টিমের সদস্যগণ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/y28h9e6t