কাবুল-কান্দাহার মহাসড়কের ৮০ কিলোমিটার অংশে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের অগ্রাধিকারপূর্ণ মৌলিক প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটি হল কাবুল-কান্দাহার মহাসড়ক পুনর্নির্মাণ। সম্প্রতি এই মহাসড়কের ৮০ কিলোমিটার অংশে নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে ইমারতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়। এই অংশটি জাবুল প্রদেশের নূরাক এলাকা থেকে গজনি প্রদেশের মুকুর জেলা পর্যন্ত বিস্তৃত। এটি সম্পন্ন করতে ব্যয় হয়েছে ২.৭ বিলিয়ন আফগানি।
মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মান বজায় রেখে একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক উক্ত কাজ সম্পাদিত হয়েছে। এতে সময় লেগেছে ১৪ মাস।
এছাড়া মহাসড়কটির অন্যান্য অংশে ৭টি ভিন্ন ভিন্ন ভাগে পুনর্নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। এতে হাজার হাজার নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। প্রকল্পটি দেশের অর্থনীতি ও নাগরিকদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব তৈরি করবে বলে বিবেবনা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. 80-Kilometers of Highway Completed Between Zabul and Ghazni
– https://tinyurl.com/3ef7e6vz