আফগানিস্তানের লোগার প্রদেশে
১৪টি স্কুল নির্মাণের কাজ শেষের দিকে
১৪টি স্কুল নির্মাণের কাজ শেষের দিকে
আফগানিস্তানের লোগার প্রদেশের বিভিন্ন এলাকায় ১৪টি নতুন স্কুল ভবন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। এই প্রকল্পগুলো ৮ মাস আগে শুরু হয়েছিল, এবং মোট ১৫৫ মিলিয়ন আফগানি খরচ হয়েছে। আশা করা হচ্ছে, স্কুলগুলো আগামী মাসের মধ্যে চালু হবে।
আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন স্কুলগুলো চালু হলে প্রায় ২০ হাজার শিক্ষার্থীর জন্য উপযুক্ত এবং নিরাপদ শিক্ষা পরিবেশ সৃষ্টি হবে, যারা বর্তমানে খোলা আকাশের নিচে পড়াশোনা করছেন।
এছাড়াও গত ৩ মাসে লোগার প্রদেশে আরও ১৯টি স্কুল নির্মাণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। ওই স্কুলগুলোতে এখন শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে।
তথ্যসূত্র:
1. لوګر ولایت کې د ۱۵۵ مېلیونه افغانیو په لګښت د ۱۴ بابه ښوونځیو رغولو چارې د پای ته رسېدلو په درشل کې دي
– https://tinyurl.com/45dadpzb
Comment