আফগানিস্তানের লোগার প্রদেশের খনিজ খাত থেকে ২২৩ মিলিয়ন অর্থ রাজস্ব সংগ্রহ
আফগানিস্তানের লোগার প্রদেশের খনিজ ও তেল বিভাগ সৌর হিজরি ১৪০৩ সালে ২২৩ মিলিয়ন আফগানি অর্থ রাজস্ব সংগ্রহ করেছে। এই রাজস্বগুলো ক্রোমাইট খনি এবং বেশ কয়েকটি পাথরের খনি থেকে অর্জিত হয়েছে।
গত ১৫ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বখতার নিউজ এজেন্সি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, অর্জিত রাজস্ব চারটি প্রধান ক্রোমাইট খনি এবং প্রদেশের বেশ কয়েকটি পাথরের খনি কার্যক্রমের মাধ্যমে অর্জিত হয়েছে। অর্জিত রাজস্বগুলো ইতোমধ্যে সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
এছাড়াও, লোগার প্রদেশে আরও ২৪টি খনি থেকে রাজস্ব মূল্যায়নের ফলাফল খনি ও তেল মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই এগুলোর ফলাফলও ঘোষণা করা হবে।
উল্লেখ্য যে, দেশটির লোগার প্রদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ খনি রয়েছে, যার মধ্যে ক্রোমাইট, নেফ্রাইট এবং মার্বেল অন্যতম। এছাড়াও লোগার প্রদেশে মেস আয়নাক তামা খনি বিশ্বে দ্বিতীয় বৃহত্তম খনি হিসেবে পরিচিত লাভ করেছে এবং এটি আন্তর্জাতিকভাবে ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
তথ্যসূত্র:
1. Logar’s Mining Sector Contributes 223 Million AFN to National Revenue
– https://tinyurl.com/3s7b8ywb
Comment