Announcement

Collapse
No announcement yet.

আফগানিস্তানে ৯০০ তরুণের সামরিক ও শরিয়াহ প্রশিক্ষণ সম্পন্ন

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আফগানিস্তানে ৯০০ তরুণের সামরিক ও শরিয়াহ প্রশিক্ষণ সম্পন্ন

    আফগানিস্তানে ৯০০ তরুণের সামরিক ও শরিয়াহ প্রশিক্ষণ সম্পন্ন


    আফগানিস্তানে ৯০০ জন তরুণ সফলতার সাথে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করে স্নাতক অর্জন করেছেন। একই সঙ্গে তাদের ইসলামি শরিয়াহ সম্পর্কিত ধর্মীয় প্রশিক্ষণও প্রদান করা হয়েছে।

    আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ২০৯ আল-ফাতাহ আঞ্চলিক সামরিক প্রশিক্ষণ কেন্দ্র থেকে যুবকরা তিন মাসের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হয়েছেন। ১৮ ডিসেম্বর এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান শেইখ দাদ মুহাম্মদ হাফিযাহুল্লাহ, ২০৯ আল-ফাতাহ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডার মোল্লা রহমতুল্লাহ হাফিযাহুল্লাহ, এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও সদস্যরা।

    শেইখ দাদ মুহাম্মদ হাফিযাহুল্লাহ তাঁর বক্তৃতায় আফগানিস্তানের ইসলামি মুজাহিদ সেনাবাহিনীর প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ‘আজকের তরুণ সেনারা দেশের স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা শত্রুদের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলবে এবং জাতির প্রতি তাদের কর্তব্য পালন করবে, ইনশাআল্লাহ।’


    তথ্যসূত্র:
    1. د ٢٠٩ الفتح قول اردو قوماندانۍ اړوند د ساحوي ښوونیز مرکز څخه ٩٠٠ تنه ځوان منسوبین فارغ شول
    https://tinyurl.com/5n782tc5
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

  • #2
    ৩ বছরে আফগান সিমেন্ট খাতে সর্বমোট বিনিয়োগ হয়েছে ৪৩ বিলিয়ন আফগানি




    অর্থনৈতিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ গ্রহণ করে চলেছে ইমারতে ইসলামিয়া সরকার। এই সরকারের আমলে দেশে বিদ্যমান সিমেন্ট কারখানাসমূহের কার্যক্রম আরও বেগবান হয়েছে। পাশাপাশি গড়ে উঠছে নতুন নতুন সিমেন্ট কারখানা। বিগত ৩ বছরে দেশটির সিমেন্ট উৎপাদন খাতে সর্বমোট ৪৩ বিলিয়ন আফগানি বিনিয়োগ করেছে বিভিন্ন দেশী-বিদেশি কোম্পানি।

    ৭০ মিলিয়ন আফগানি ব্যয়ে পারওয়ান প্রদেশের জাবাল আল-সারাজ সিমেন্ট কারখানার প্রাথমিক পর্যায় নির্মাণ সম্পাদন করেছিল ইমারতে ইসলামিয়া সরকার। বর্তমানে এটি সম্প্রসারণে প্রায় ১৫ বিলিয়ন আফগানি বিনিয়োগ করেছে একাধিক দেশী-বিদেশি কোম্পানি।

    একইভাবে ৭ বিলিয়ন আফগানি বিনিয়োগ করা হয়েছে কান্দাহার প্রদেশের শোরানডাম সিমেন্ট প্লান্টে। আর হেরাত সিমেন্ট প্লান্টে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১০ বিলিয়ন আফগানি।

    অপরদিকে জাওযান প্রদেশের ইয়াতিক তাক জেলায় একটি সিমেন্ট কারখানা গড়ে তুলতে চুক্তি স্বাক্ষর করেছে ইমারতে ইসলামিয়া সরকারের পেট্রোলিয়াম ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ৭৭টি তুর্কী কোম্পানির সাথে এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এতে বিনিয়োগ করা হচ্ছে প্রায় ১১ বিলিয়ন আফগানি। এছাড়া বালখ প্রদেশে একটি সিমেন্ট কারখানা স্থাপনের জন্য বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ২টি আফগান ও চীনা কোম্পানি।

    এই সকল উদ্যোগের ফলে দেশে সিমেন্ট উৎপাদন উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ফলে শীঘ্রই সিমেন্ট উৎপাদন খাতে আফগানিস্তান স্বয়ংসম্পূর্ণতা লাভ করবে ইনশাআল্লাহ।


    তথ্যসূত্র:
    1. 43 billion AFN invested in cement production since the advent of IEA
    https://tinyurl.com/5d9rxz3z
    নিয়মিত খবর পড়তে ভিজিট করুনঃ https://alfirdaws.org

    Comment


    • #3
      উম্মতের রাহবার ও রক্ষকরা যতদিন পর্যন্ত “শিক্ষা ও প্রশিক্ষণ”কে একসাথে আকড়ে ধরেছিল, ততদিন উম্মত বিজয়ী ছিল। যেদিন থেকে দুটি দুই দিকে মোড় নিয়েছে, সেদিন থেকে অধঃপতন শুরু হয়েছে। উম্মত পূণঃরত্থানের জন্য আবারও “শিক্ষা ও প্রশিক্ষণ”কে একসাথে আকড়ে ধরে আগাতে হবে। তালেবানরা যা আমাদেরকে দেখিয়ে দিল। পুরো উম্মতের পক্ষ থেকে আপনাদেরকে হাজারো ‘জাযাকুমুল্লাহু খাইরা।
      رحم الله عبدا صوبني فيما أخطأت وحرضني فيما أصبت

      Comment


      • #4
        আলহামুলিল্লাহ খুবই খুশির খবর।জাজাকাল্লাহ খাইর।

        Comment

        Working...
        X