আফগানিস্তানের ৭টি গ্রামে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫
পাকিস্তানি সেনাবাহিনী গত ২৪ ডিসেম্বর রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের ৭টি গ্রামে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। নৃশংস এ হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে, এর মধ্যে এক পরিবারেরই ৫ জন সদস্য রয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই ওয়াজিরিস্তান থেকে আসা শরণার্থী, যারা এই অঞ্চলে আশ্রয় নিয়েছিল।
হামলার লক্ষ্যবস্তু ছিল পাকতিকা প্রদেশের বারমাল জেলার সাতটি গ্রাম, যেখানে একটি স্থানীয় বাজারও ধ্বংস হয়ে গেছে। এই বোমাবর্ষণে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমারতে ইসলামিয়া প্রশাসন উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে, তাদের সাথে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
নৃশংস এ হামলার পর আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আফগান প্রশাসন এই হামলাকে আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারবিরোধী এবং আফগান সার্বভৌমত্বের উপর আক্রমণ হিসেবে চিহ্নিত করেছে। পাকিস্তানকে বুঝতে হবে যে, এ ধরনের সহিংস পদক্ষেপ কোনো সমস্যা সমাধান করবে না। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের এলাকা রক্ষা করা আমাদের বৈধ অধিকার। এই নৃশংস হামলার কোনো প্রতিক্রিয়া ছাড়াই মেনে নেওয়া হবে না।’
তথ্যসূত্র:
1. Pakistani airstrikes in Paktika kill 15, destroy village
– https://tinyurl.com/2s3u39w2
2. Afghan Defense Ministry Condemns Pakistani Army’s Attack on Civilians in Paktika, Vows Response
– https://tinyurl.com/n78uxyvh
Comment