ডুরান্ড লাইনে আফগান সেনাবাহিনীর পাল্টা আক্রমণ: নিহত অন্তত ১৯ পাকিস্তান সেনা
পাক-আফগান সীমান্তের ডুরান্ড লাইন বরাবর পাকিস্তান সেনাবাহিনীর উপর একযোগে বড়ধরণের পাল্টা আক্রমণ চালিয়েছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এর ফলে দুই দেশের ডুরান্ড লাইন এলাকায় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত এবং আহত হয়েছে অসংখ্য পাকিস্তানি সেনা সদস্য।
স্থানীয় সূত্রমতে, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালিবান মুজাহিদিনরা খোস্ত প্রদেশের আলি শের জেলার সীমান্তবর্তী পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক পোস্টে গত ২৮ ডিসেম্বর ভোররাতে অভিযান পরিচালনা করেছেন। একই সাথে পাকতিকা প্রদেশের সীমান্ত এলাকাগুলোতেও একাধিক পাক-সামরিক পোস্টে অভিযান পরিচালনা করছেন মুজাহিদিনরা। এই অভিযানের মাধ্যমে আফগান মুজাহিদিনরা পাকিস্তান সামরিক বাহিনীর বেশ কয়েকটি সামরিক পোস্ট ধ্বংস করেছেন এবং পাকিস্তান সামরিক বাহিনীর ২টি সীমান্ত পোস্টের নিয়ন্ত্রণ নিয়েছেন।
আফগান গণমাধ্যম হুরিয়াত রেডিও ২৮ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, এই সংঘর্ষে ১৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। এছাড়া সংঘর্ষে ৩ জন আফগান নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য যে, সম্প্রতি পাকতিকা প্রদেশের বারমাল জেলায় নৃশংসভাবে বিমান হামলা চালায় পাকিস্তান। এতে অসংখ্য বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করেন। এর জবাবে প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়া হবে বলে তাৎক্ষণিকভাবে সতর্ক করেছিল আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তথ্যসূত্র:
1. Cleashes end on fictitious Durand line with killing of 19 Pakistani personnel
– https://tinyurl.com/4n7tm9s7
Comment