উরুজগান প্রদেশের কোরা জেলায় গতকাল দুপুরে শুরু হওয়া যুদ্ধে ৫টি সামরিক যান, ১টি এপিসি, ১টি মর্টার টিউব, ৪টি পিকেএম মেশিনগান, ৮২টি আর্টিলারি মেশিনগান, ২৫টি একে সহ অন্যান্য সামরিক সরঞ্জাম ইমারাতে ইসলামিয়ার মুজাহিদীনরা আটক করেছেন। ওয়েবসাইটে খবর প্রকাশ করার সময় বলা হয় যুদ্ধ তখনো চলমান এবং খবর পৌছামাত্র পরবর্তী হালনাগাদ জানানো হবে।
সূত্রঃ আল-ইমারাহ ওয়েবসাইট
Comment