Announcement

Collapse
No announcement yet.

আফগানিস্তানে সবচেয়ে বড় বোমা নিক্ষেপ -প্রথম আলো

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আফগানিস্তানে সবচেয়ে বড় বোমা নিক্ষেপ -প্রথম আলো


    আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে সবচেয়ে বড় ‘নন-নিউক্লিয়ার’ বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে বোমাটি নিক্ষেপ করা হয়। কোনো যুদ্ধে এই প্রথম এ ধরনের বোমা নিক্ষেপ করা হলো। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

    জিবিইউ-৪৩ নামের বোমাটির ওজন ২১ হাজার ৬০০ পাউন্ড (৯৭৯৭ কেজি)। বোমাটিতে বিস্ফোরক ছিল ১১ হাজার টন। বোমাটি যে জায়গায় আঘাত হানে চারপাশের তাঁর চারপাশে ৩০০ মিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্ফোরিত হয় বলে ধারণা করা হচ্ছে। এই বোমাকে ‘মাদার অব অল বোম্বস’ বর্ণনা করা হয়। এটি ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্ল্যাস্ট বা এমওবি নামে পরিচিত।

    পেন্টাগন এর সত্যতা নিশ্চিত করে বলেছে, আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে বোমাটি নিক্ষেপ করা হয়। এমসি-১৩০ বিমান থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বোমাটি নিক্ষেপ করা হয় বলে খবর পাওয়া গেছে।

    পেন্টাগনের মুখপাত্র অ্যাডাম স্ট্যাম্প বলেন, কোনো যুদ্ধে প্রথমবারের মতো এই বোমা ব্যবহার করা হলো। এই বোমায় রয়েছে ১১ হাজার টন বিস্ফোরক। পাকিস্তানের সীমান্তবর্তী অচিন এলাকায় কয়েকটি গুহায় তৈরি একটি স্থাপনায় এই বোমা নিক্ষেপ করা হয়। ওই স্থাপনাটি আইএস ব্যবহার করত বলে ধারণা করা হয়।

    যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই বোমার আঘাতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ করছে। আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল জন নিকলসন এই বোমা নিক্ষেপের অনুমোদন দেন।

  • #2
    আফগানিস্তানে পড়ল বিশ্বের সবচেয়ে বড় বোমা



    আফগানিস্তানে ইসলামিক স্টেটের ঘাটি লক্ষ্য করে সবচেয়ে বড় বোমা নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। এই বোমাকে বলা হয়, দ্য মাদার অব অল বম্বস অর্থাৎ পরমাণু অস্ত্রের বাইরে দেশটির সবচেয়ে বড় বোমা এটি।
    বলা হচ্ছে, জিবিইউ-ফরটিথ্রি নামে বোমাটি যুক্তরাষ্ট্র প্রথমবারের মত ব্যবহার করলো।
    এই হামলার নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই।
    পেন্টাগন জানিয়েছে, পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আইএসের একটি গোপন ঘাটি ছিল এই হামলার লক্ষ্য।
    কোনো যুদ্ধে এই প্রথম এ ধরনের বোমা নিক্ষেপ করা হলো। জিবিইউ-ফরটিথ্রি নামের বোমাটিতে প্রায় দশ হাজার কেজি বিস্ফোরক ছিলো আর এটি ৩০ ফুটের বেশি লম্বা।
    হামলা চালানোর পর সন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    সিরিয়ায় কয়েকদিন আগে এক মার্কিন বিমান হামলায় ভুলক্রমে ১৮জন মানুষ নিহত হবার ঘটনা স্বীকার করে নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানে এই হামলা চালায় যুক্তরাষ্ট্র।
    বলা হচ্ছে, গত সপ্তাহে নাঙ্গারহার প্রদেশে আইএস যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের একজন সদস্য নিহত হবার জবাবেই এই বোমা হামলা চালানো হল।
    এদিকে, আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই এই হামলার নিন্দা জানিয়েছেন।
    তিনি বলেছেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।

    Comment


    • #3
      বোমাটির ওজন, বিস্ফোরক ইত্যাদীর হিসেবে গরমিল হয়ে গেছে মনে হচ্ছে। আবার দেখার অনুরোধ রইল।

      Comment


      • #4
        বোমাটির ওজন, বিস্ফোরক ইত্যাদীর হিসেবে গরমিল হয়ে গেছে মনে হচ্ছে। আবার দেখার অনুরোধ রইল।

        Comment


        • #5
          আসলে আমি শুধু কয়েটকটা পত্রিকার নিউজ শেয়ার করেছি। তারা যা বলেছে আমি হুবহু তা উঠিয়ে দিয়েছি।
          প্রথম আলোর লিঙ্ক- http://www.prothom-alo.com/internati...A7%87%E0%A6%AA

          বিবিসির লিঙ্ক- http://www.bbc.com/bengali/news-39597412

          Comment

          Working...
          X