আফগানিস্তানে বিদেশি সেনার বিরুদ্ধে হামলার ঘোষণা তালিবানের
| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম
| প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম
ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানে তালিবান যোদ্ধারা শুক্রবার সে দেশে অবস্থিত বিদেশি সৈন্যদের বিরুদ্ধে বসন্তকালীন আক্রমণ ‘অপারেশন মনসুরি’ শুরু করার ঘোষণা দিয়েছে। নিহত তালিবান নেতা মোল্লা আখতার মনসুরের নামে এ অভিযানের নামকরণ করা হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, আফগান ও বিদেশি বাহিনী এবং তাদের গোয়েন্দা অবকাঠামোর বিরুদ্ধে এ অভিযান চালানো হবে। তারা আরও জানায়, দেশটির অর্ধেকেরও বেশি অঞ্চল তারা নিয়ন্ত্রণ করে। গতফেব্রুয়ারি মাসে এক মার্কিন প্রতিবেদনে আফগান সরকার দেশটির জেলাগুলোর ৫২শতাংশ নিয়ন্ত্রণ করে বলে যে দাবি করা হয়েছিল, তা তারা প্রত্যাখ্যান করে।তারা বলে, নতুন এ অভিযান হবে পূর্বের অভিযানগুলোর চেয়ে আলাদা। এবার তারাদুই ভাবে অর্থাৎ, রাজনৈতিক ও সামরিক অভিযানচালাবে। তালিবান নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সরকারি ভবনসমূহ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও নিরাপদ করবে এবং নাগরিকদের সামাজিক ও আইনি নিরাপত্তা জোরদার করবে। গত সপ্তাহে বালখ প্রদেশে এক আফগান সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল তালেবান যোদ্ধারা। ওই হামলায় ১৪০ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছিল। সংগঠনটি জানায়, তারা এ আক্রমণের নাম দিয়েছে ‘বসন্তকালীন আক্রমণ’। সাবেক তালেবান নেতা মোল্লা আখতার মনসুর গত বছর এক মার্কিন বিমান হামলায় নিহত হন। তার নামেই এ অভিযানের নামকরণ করা হয়েছে। ডিপিএ।
Comment