কিছুদিন পূর্বে চট্টগ্রামে মালাউন হিন্দুরা অস্ত্র হাতে মুসলিমদের বিরুদ্ধে উস্কানি মূলক যুদ্ধ করার জন্য স্লোগান দিয়ে বলছিল-" কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার" কেন এই কুরুক্ষেত্রর কথা টানা হল, কি এই কুরুক্ষেত্র? খ্রিস্টপূর্ব ৫০০ - ৬০০ অব্দে সংগঠিত এই যুদ্ধ (পৌরাণিক কাহিনি, বাস্তবে হয়েছিল কিনা আল্লাহই ভাল জানেন) হিন্দুদের একটি পবিত্র ধর্মযুদ্ধ যার মূল বাণী ছিল-"ধর্মের জয় ও অধর্মের বিনাশ"। তারমানে কি বুঝতে পারলেন এই হিন্দুরা এদেশে কেন আরেকটি কুরুক্ষেত্র দেখতে চায়? এটা হল এক নাম্বার ব্যাপার, আর দ্বিতীয়ত আপনারা খেয়াল করে দেখবেন খ্রিস্টপূর্ব সেই ৫০০-৬০০ বছর আগের শব্দ, স্লোগান তারা এখনো ব্যবহার করছে। খ্রিস্টপূর্ব প্রায় ৩৭০ অব্দে একজন চরম ধূর্ত কূটনীতিবিদের জন্ম হয় ইতিহাস যাকে চাণক্য বা কৌটিল্য বলে চিনে। যে কিনা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। আর তার নীতি অনুসরণ করে রাজা চন্দ্রগুপ্ত বিশাল এক সাম্রাজ্যের মালিক হন, বিশাল সেই অখন্ড ভারতের একনিষ্ঠ অধিকারি হিসেবে সেই সময়টা ছিল হিন্দুদের স্বর্ণযুগ (এটা এক ইন্টারেস্টিং ইতিহাস, লেখা দীর্ঘায়িত হবে বিধায় উল্লেখ করলাম না
) এই যে কূটনীতি বা কুটিল বুদ্ধি ইত্যাদি আমরা বলি এটা এই কৌটিল্য থেকেই এসেছে! যাই হোক, আপনি কি জানেন এই চাণক্য বা কৌটিল্যের রচনা করা সেই নীতিশাস্ত্র গুলি আজও চরমযত্নে সংরক্ষণ করা আছে এবং তার নীতিগুলি হুবুহু বর্তমান ভারতীয় সরকার, প্রশাসন এবং তাদের গোয়েন্দা সংস্থাগুলি অনুসরণ করে সেই বিশাল অখন্ড ভারতবর্ষে একচেটিয়া রাজত্ব করা হিন্দুদের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে? সবাই চায় তাদের সেই স্বর্ণযুগে ফিরে যেতে। এটা যেমন হিন্দু মুশরিকরা চায় ঠিক তেমনি ইসরাইলি ইহুদিরাও চায়।সেই সাথে ইউরোপ, আমেরিকান খ্রিস্টানরাও চায় তাদের সেই রোমান সাম্রাজ্যের যুগকে ফিরিয়ে আনতে। কিন্তু কোন এক আশ্চর্য কারণে শুধু বোকা মুসলমানরাই চায়না তাঁদের নিজেদের স্বর্ণযুগ সেই খুলাফায়ে রাশিদা, সেই উমাইয়া, আব্বাসিয় কিংবা উসমানীয় খিলাফত ব্যবস্থা ফিরিয়ে আনতে!!! যাই হোক, সবাই তাদের নিজ নিজ ইতিহাস, ঐতিহ্য, সেই সভ্যতা খুব ভালভাবেই স্বরন রেখেছে, যে তারা একসময় কি ছিল আর পরবর্তীতে কি হয়েছে। আর এই জন্যই যখন পাকিস্তান কে ভেঙ্গে দিয়ে বাংলাদেশ তৈরি করা হল তখন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল- "এক হাজার সাল কা বাদলা লে লিয়া!" ( গত এক হাজার বছরের প্রতিশোধ নিয়ে নিলাম!) সবাই বুঝলেও মুসলিমরা বোঝেনি! আফসোস!!

Comment