কাশ্মীরে সিআরপিএফের বহরের ওপর অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ৬ জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় এক কিশোরীর গায়েও গুলি লেগেছে।
সোমবার শ্রীনগরের পন্থা চক এলাকায় অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা এই হামলা চালায়।
সিআরপিএফ সূত্রে জানা গেছে, আহত জওয়ানরা অতিরিক্ত বাহিনীর, নির্বাচনের ডিউটিতে তাদের নিয়োগ করা হয়েছিল। সোমবার জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পান্থ চকে সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে অস্ত্রধারীরা গুলি ছোড়ে।
সিআরপিএফের পিআরও বি চৌধুরী জানিয়েছেন, আমাদের জওয়ানরা জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। সেসময় জওয়ানদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে নির্বাচন বয়কট করেছে। ফলে, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। সিআরপিএফ তার কাজ করে যাচ্ছে।
(times of india)
সোমবার শ্রীনগরের পন্থা চক এলাকায় অজ্ঞাতপরিচয় অস্ত্রধারীরা এই হামলা চালায়।
সিআরপিএফ সূত্রে জানা গেছে, আহত জওয়ানরা অতিরিক্ত বাহিনীর, নির্বাচনের ডিউটিতে তাদের নিয়োগ করা হয়েছিল। সোমবার জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে পান্থ চকে সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে অস্ত্রধারীরা গুলি ছোড়ে।
সিআরপিএফের পিআরও বি চৌধুরী জানিয়েছেন, আমাদের জওয়ানরা জম্মু থেকে শ্রীনগরে যাচ্ছিলেন। সেসময় জওয়ানদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায় অস্ত্রধারীরা। আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরে নির্বাচন বয়কট করেছে। ফলে, আমরা অত্যন্ত সতর্ক রয়েছি। সিআরপিএফ তার কাজ করে যাচ্ছে।
(times of india)
Comment