
গত ৫ এপ্রিল লাহোরের বাইদিয়া রোডে তেহরিকে তালেবান পাকিস্তানের টিএসজি নামক স্পেশাল গ্রুপের একটি দল পাকিস্তানী সেনাবাহিনীর একটি গাড়িতে আত্মঘাতী হামলায় চালায়। এই হামলায় সেনাবাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয় এবং গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
উল্লেখ্য কয়েক দিন আগেই টিটিপির প্রধান কমান্ডার ফজলুল্লাহ খোরাসানী এক বার্তায় তাদের শহরের যোদ্ধাদের হামলাসমূহ ধারাবাহিক রাখার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের ফলেই লাহোরে এই হামলা হয়েছে বলে টিটিপি মুখপাত্র মুহাম্মাদ খোরাসানী এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন।
 
 লাহোরে পাকিস্তানী সেনাবাহিনীর গাড়িতে টিটিপির আত্মঘাতী হামলাঃ বহু সেনা হতাহত।
									
									
									লাহোরে পাকিস্তানী সেনাবাহিনীর গাড়িতে টিটিপির আত্মঘাতী হামলাঃ বহু সেনা হতাহত।
								
Comment