জানা ছিলনা এমন!!
হজ্বের ক্ষেত্রে এ কি অবস্থা! হজ্বের সময়ে ভিসা ব্যতিত কেউ মক্কা বিতরে ডুকতে পারবেনা। শুধু তাই নই কোন সৌদিয়ান পর্যন্ত ডুকতে পারবেনা। তাহলে এটা কি হজ্বের বাধা? দেশে দেশে নির্দিষ্ট পরিমাণের বাহিরে লোক নেওয়া সম্ভবও না। হাজ্বীদের প্রতিটি বিষয়ে টাকা দেওয়া। থাকা, খাওয়া-দাওয়া এবং হজ্বের গাইডলাইনের জন্যও টাকা দান। অর্থাৎ প্রতিটি ধাপে ধাপে টাকা দিতে হচ্ছে হাজ্বীদের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে হাজ্বীদের কে পানি পান করাবে এবং খাবার-দাবারের ব্যাবস্থাও করতো । শুধু এতটুকুই নই রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পূর্ব যুদের লোকেরাও হাজ্বীদের জন্য খাবার দাবার যা কিছু আছে সবকিছুর ব্যবস্থা করতো।
আর বর্তমান এমন অবস্থা হয়ে গেলো যে হাজ্বীদের প্রতিটি বিষয়ের জন্য টাকা ব্যায় করতে হচ্ছে।
এদিকে আমাদের দেশ বাংলাদেশে নতুন করে কোটা সিস্টেম চালু হয়েছে। ১বছর পূর্ব থেকেই হজ্জের জন্য আবেদন করে সব ওকে করতে করতে হবে। কারো কাছে টাকা হয়েছে এখন হজ্ব করতে যাবে বাট কোটা পরিপূর্ণ হয়ে গেছে।
হজ্বের ক্ষেত্রে এ কি অবস্থা! হজ্বের সময়ে ভিসা ব্যতিত কেউ মক্কা বিতরে ডুকতে পারবেনা। শুধু তাই নই কোন সৌদিয়ান পর্যন্ত ডুকতে পারবেনা। তাহলে এটা কি হজ্বের বাধা? দেশে দেশে নির্দিষ্ট পরিমাণের বাহিরে লোক নেওয়া সম্ভবও না। হাজ্বীদের প্রতিটি বিষয়ে টাকা দেওয়া। থাকা, খাওয়া-দাওয়া এবং হজ্বের গাইডলাইনের জন্যও টাকা দান। অর্থাৎ প্রতিটি ধাপে ধাপে টাকা দিতে হচ্ছে হাজ্বীদের।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে হাজ্বীদের কে পানি পান করাবে এবং খাবার-দাবারের ব্যাবস্থাও করতো । শুধু এতটুকুই নই রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর পূর্ব যুদের লোকেরাও হাজ্বীদের জন্য খাবার দাবার যা কিছু আছে সবকিছুর ব্যবস্থা করতো।
আর বর্তমান এমন অবস্থা হয়ে গেলো যে হাজ্বীদের প্রতিটি বিষয়ের জন্য টাকা ব্যায় করতে হচ্ছে।
এদিকে আমাদের দেশ বাংলাদেশে নতুন করে কোটা সিস্টেম চালু হয়েছে। ১বছর পূর্ব থেকেই হজ্জের জন্য আবেদন করে সব ওকে করতে করতে হবে। কারো কাছে টাকা হয়েছে এখন হজ্ব করতে যাবে বাট কোটা পরিপূর্ণ হয়ে গেছে।
Comment