কাশ্মীর ভিত্তিক বার্তাসংস্থা ‘কাশ্মীর টাইমস্ অনলাইন সংস্করণ’-এর বরাতে জানা যায়, গত সোমবারে কাশ্মীরের হিজবুল মুজাহিদীন এবং ইউনাইটেড জিহাদ কাউন্সিলের আমীর সায়েদ সালাহউদ্দিন বলেছেন, ইন্ডিয়ান এজেন্সিগুলো তাঁকে চলমান সংগ্রাম থেকে বিরত রাখতে তাঁর সন্তান এবং আত্মীয়স্বজনকে টার্গেট করেছিল। সাম্প্রতিক একটি বার্তায় সালাউদ্দিন জানিয়েছেন তাদের(ভারতীয় এজেন্সি) এই ধরণের প্রচেষ্টা তাঁর সংগ্রামী ভূমিকায় বিন্দুমাত্র প্রভাব ফেলবে না, আর না তারা সাধারণ ব্যক্তি এবং নেতাদের মাঝে বিশ্বাসপূর্ণ সম্পর্কে কোন ফাঁটল সৃষ্টি করতে পারবে।
তিনি আরো বলেছেন, ‘ আমি আমার পরিবার থেকে ৩০ বছর যাবৎ দূরে এবং জাতি জানে যে , আমার পরিবারের কেউই স্বাধীনতা সংগ্রামে আর্থিক সাহায্যে সংশ্লিষ্ট নয়।’
Comment