শায়খ সাফার আল-হাওয়ালাই “মুসলিমগণ এবং পশ্চিমা সভ্যতা” বইটি লিখার জন্য দীর্ঘদিন যাবত সৌদি সরকারের জেলে বন্দি আছেন। নির্যাতনের স্টীমরোলার সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাকে গতকাল হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, সৌদি আরব ইয়েমেনকে চারদিক থেকে ছেঁকে ধরেছে। ফলশ্রুতিতে, ইয়েমেনবাসী বিশ্বে একটি চরম মানবিক সংকটে ভুগছে। অনাহার এবং বিভিন্ন রোগের কারণে প্রতিদিন শত শত মুসলিম মারা যাচ্ছে। এবং সেখানে এই নিষ্ঠুরতার শেষ হবে বলে মনে হচ্ছে না, জানিয়েছে “ডকুমেন্টিং অপ্রেশন এগেইন্স্ট মুসলিমস” নামক বার্তা সংস্থা।
Announcement
Collapse
No announcement yet.
আল-সৌদ কারাগারে নির্যাতিত আলেম হাসপাতালে, ইয়েমেনে প্রকট দুর্ভিক্ষে দায়ী সৌদিই
Collapse
X
Comment